ETV Bharat / briefs

West Bengal Weather Update : মাঘেও কলকাতা এবং বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস - আলিপুর আবহাওয়া অফিস

ফেব্রুয়ারির শুরু আর মাঘের শেষ । আবার শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে বাড়তে থাকা তাপমাত্রা (West Bengal Weather Update) ।

Saraswati Pujo Weather
West Bengal Weather Forecast
author img

By

Published : Feb 4, 2022, 6:54 AM IST

Updated : Feb 4, 2022, 11:36 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre Kolkata) । সরস্বতী পুজোর 24 ঘণ্টা আগে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস । বৃহস্পতিবার কখনও মেঘ, কখনও রোদ উঠলেও বৃষ্টি হয়নি (IMD Kolkata forecasts light rain in Bengal) ।

আগামী 2-3 ঘণ্টায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । শিলাবৃষ্টি, এমনকি মাঘেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও 2-3 ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সমেত ঝেঁপে বৃষ্টি আসতে পারে । বাদ যাবে না কলকাতাও । কলকাতা ও দুই 24 পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ।

শুক্রবার আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হতে পারে রাজ্যে । তবে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে । গত কয়েকদিনে মাঘের শীত ভাব নেই । বরং বাইরে থেকে ঘুরে ঢুকলে ফ্যান চালাতে হচ্ছে । যদিও চিকিৎসদের পরামর্শ, সাময়িক এই স্বস্তি পেতে গিয়ে অসুস্থতা না ডাকাই শ্রেয় ৷ পারদের ঊর্ধ্বমুখী যাত্রায় শীত বিদায়ের সুর বাজছে ।

আরও পড়ুন : Corona Update in Bengal : নমুনা পরীক্ষা কমতেই রাজ্যে দু'হাজারের নিচে সংক্রমণ

আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি চড়বে । তবে সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস নেই বলেই মনে করছে হাওয়া অফিস । বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । চলতি শীতে ঠান্ডার মসৃণ যাত্রাপথে পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা বারবার বাধার সৃষ্টি করেছে, যা শীতের শেষেও অব্যাহত ।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Regional Meteorological Centre Kolkata) । সরস্বতী পুজোর 24 ঘণ্টা আগে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস । বৃহস্পতিবার কখনও মেঘ, কখনও রোদ উঠলেও বৃষ্টি হয়নি (IMD Kolkata forecasts light rain in Bengal) ।

আগামী 2-3 ঘণ্টায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । শিলাবৃষ্টি, এমনকি মাঘেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও 2-3 ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সমেত ঝেঁপে বৃষ্টি আসতে পারে । বাদ যাবে না কলকাতাও । কলকাতা ও দুই 24 পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ।

শুক্রবার আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হতে পারে রাজ্যে । তবে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে । গত কয়েকদিনে মাঘের শীত ভাব নেই । বরং বাইরে থেকে ঘুরে ঢুকলে ফ্যান চালাতে হচ্ছে । যদিও চিকিৎসদের পরামর্শ, সাময়িক এই স্বস্তি পেতে গিয়ে অসুস্থতা না ডাকাই শ্রেয় ৷ পারদের ঊর্ধ্বমুখী যাত্রায় শীত বিদায়ের সুর বাজছে ।

আরও পড়ুন : Corona Update in Bengal : নমুনা পরীক্ষা কমতেই রাজ্যে দু'হাজারের নিচে সংক্রমণ

আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি চড়বে । তবে সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস নেই বলেই মনে করছে হাওয়া অফিস । বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । চলতি শীতে ঠান্ডার মসৃণ যাত্রাপথে পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা বারবার বাধার সৃষ্টি করেছে, যা শীতের শেষেও অব্যাহত ।

Last Updated : Feb 4, 2022, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.