হায়দরাবাদ, 14 অক্টোবর : মৌসম ভবনের তরফে হায়দরাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । পরিস্থিতি নজরে রাখা হচ্ছে । পরবর্তী 12 ঘণ্টা হায়দরাবাদের জন্য সংকটজনক । 14 এবং 15 অক্টোবর ছুটি ঘোষণা করেছে তেলাঙ্গানা সরকার । বাইরে বেরনোয় সতর্কতা জারি হচ্ছে ।
তেলাঙ্গানার পশ্চিম অংশ থেকে সরবে নিম্নচাপ । পশ্চিম এবং উত্তরপশ্চিম অংশের দিকে সরে যাবে । এবং আগামী 12 ঘণ্টার মধ্যে নিম্নচাপ দুর্বল হবে বলে জানিয়েছে মৌসম ভবন ।
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নির্দেশ অনুযায়ী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যসচিব সোমেশ কুমার ।
গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম (GHMC) এবং প্রতি জেলার কালেক্টরকে ত্রাণ শিবির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে । তুলনামূলক নিচু জায়গার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে সুরক্ষিত জায়গায় রাখা হচ্ছে । জেলা প্রশাসনের তরফে মানুষকে বাড়ির বাইরে বের হতে না করা হয়েছে ।
গত একদিনে তেলাঙ্গানায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়েছে । বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হায়দরাবাদ । অন্তত 14জনের মৃত্যু হয়েছে সংশ্লিষ্ট রাজ্যে । এর আগে 2013-র 10 অক্টোবর সর্বোচ্চ বৃষ্টির সাক্ষী থেকেছিল হায়দরাবাদ । সেবার বৃষ্টি হয় 98.3 মিলিমিটার । এইবার সেই রেকর্ডও ছাপিয়ে দিয়েছে ।
গত ছয় ঘণ্টায় 20 কিলোমিটার প্রতি ঘণ্টায় তেলাঙ্গানার উপরের নিম্নচাপ পশ্চিম দিকে সরছে । কর্নাটক, মহারাষ্ট্রের কিছু অঞ্চল এবং গুলবার্গের 40 কিমি উত্তর এবং শোলাপুরের 110 কিমি পূর্বে সকাল 11টা 30 মিনিটে নিম্নচাপের অবস্থান ছিল।