ETV Bharat / briefs

পুজো বিশে উৎসব একুশে, যতটা সম্ভব বাড়িতে থাকার আর্জি জানাল রাজ‍্য IMA

author img

By

Published : Oct 16, 2020, 9:06 PM IST

COVID-19 পরিস্থিতির জেরে, নিউ নরমালে এবার দুর্গাপুজোর আয়োজন হয়েছে । আর, এই পরিস্থিতিতে IMA-এর রাজ‍্য শাখার মানবিক আবেদন, "পাড়ার পুজো পাড়ার জন্য", এই প্রচার সব থেকে উপকারী হতে পারে ।

IMA
IMA

কলকাতা, 16 অক্টোবর : পুজো বিশে, উৎসব একুশে । তাই ভোগ বিতরণ, সিঁদুরখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং বিজয়ার আলিঙ্গন এ বছরের মতো বন্ধ থাকুক । এক গাড়িতে দূরত্ব বিধি না মেনে অনেকে মিলে ঠাকুর দেখা বন্ধ করুন । মনে ভক্তি রেখে যতটা সম্ভব বাড়িতে থেকেই মা দুর্গার আরাধনা করুন । সঠিকভাবে মাস্ক না পরে প্রাপ্তবয়স্ক কেউ পুজো প্রাঙ্গণের ১০০ মিটার পরিধির মধ্যে প্রবেশ করলে, তাঁকে তৎক্ষণাৎ পুলিশ-প্রশাসন ন্যূনতম 100 টাকা জরিমানা করুক। "পাড়ার পুজো পাড়ার জন্য", এই প্রচার সব থেকে উপকারী হতে পারে । এমনটাই বলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর রাজ‍্য শাখা ।

COVID-19 পরিস্থিতির জেরে, নিউ নরমালে এবার দুর্গাপুজোর আয়োজন হয়েছে । আর, এই পরিস্থিতিতে IMA-এর রাজ‍্য শাখার মানবিক আবেদন, COVID-19 প্যানডেমিকের এই সময় চিকিৎসকরা যেভাবে প্রাণপাত করে লড়াই চালিয়ে যাচ্ছেন, তারজন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় । আগামী দিনেও চিকিৎসকরা যে নিরলস পরিশ্রম করবেন, তারজন্য IMA-এর রাজ্য শাখার তরফে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন ।

সরকার এবং পুলিশ-প্রশাসনের কাছে IMA-এর রাজ‍্য শাখার আবেদন:

- সঠিকভাবে মাস্ক না পরে প্রাপ্তবয়স্ক কেউ পুজো প্রাঙ্গণের 100 মিটার পরিধির মধ্যে প্রবেশ করলে, তাঁকে তৎক্ষণাৎ পুলিশ-প্রশাসন ন্যূনতম 100 টাকা জরিমানা করুক । জরিমানার ওই টাকা COVID-19-এর মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়ুক ।

- তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত প্রতিদিন দুপুর দু'টো থেকে সকাল চারটে পর্যন্ত একমাত্র জরুরি পরিষেবা ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করলে ভিড় অনেকটা এড়ানো সম্ভব হবে ।

- যে কোনও গণপরিবহন মাধ্যমে অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে রুখতে হবে ।

- রাতভর পুজো স্পেশাল মেট্রো বন্ধ রাখতে হবে ।

- উৎসবের মরসুমে COVID-19 টেস্টের হার যেন কোনওভাবেই ব্যাহত না হয় ।

- গ্রিন চ্যানেল বজায় রাখতে হবে জোন হিসাবে, যাতে অ্যাম্বুলেন্সের যাতায়াতের কোনও অসুবিধা না হয় ।

পুজো উদ্যোক্তাদের প্রতি IMA-এর রাজ‍্য শাখার আবেদন:

- পুজো কমিটির পক্ষ থেকে যে সব স্বেচ্ছাসেবক থাকবেন, তাঁদের নিজেদের এবং দর্শনার্থীদের স্বার্থে সর্বাধিক সুরক্ষা বিধি মেনে চলতে হবে ।

- পুজো প্রাঙ্গণের 100 মিটার পরিধির মধ্যে কোনও রকম খাবারের স্টল বসানো উচিত নয় ।

- স্থায়ী দোকান ছাড়া পুজোর জন্য তৈরি খাবারের স্টল থেকে কেবলমাত্র প্যাকেটজাত খাবারই বিক্রয় করার ব্যবস্থা রাখা উচিত এবং বসে খাওয়ার ব্যবস্থা একান্ত বর্জনীয় ।

- দর্শনার্থীদের ভিড় বাড়ানোর উদ্দেশ্যে পুজো কমিটিগুলির প্রচার-প্রতিযোগিতায় যথাসম্ভব রাশ টানতে হবে ।

- আলোকসজ্জা ও জাঁকজমক এবার কম করুন ।

- ভোগ বিতরণ, সিঁদুরখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং বিজয়ার আলিঙ্গন এ বছরের মতো বন্ধ থাকুক ।

- প্রত্যেক পুজোমণ্ডপে অক্সিজেন, পালস অক্সিমিটার রাখতে হবে । কারও ক্ষেত্রে শ্বাসকষ্ট হলে তৎক্ষণাৎ যাতে সেটা নির্ণয় করা এবং, প্রয়োজনে অক্সিজেন দেওয়ার জন্য এই ব্যবস্থা রাখতে হবে ।

- প্রতি পুজো কমিটি অন্তত একটি জায়গা রাখুক, যেখানে প্রয়োজনে কোনও রোগীকে প্রাথমিক পরিষেবা দেওয়া যায়

- যে সব পুজো কমিটির পর্যাপ্ত পরিকাঠামো আছে, পুজোর পর তারা নিজ নিজ এলাকায় পঞ্চায়েত অথবা, পৌরসভার সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের COVID-19 টেস্টের ব্যবস্থা করুক ।

- "পাড়ার পুজো পাড়ার জন্য", এই প্রচার সব থেকে উপকারী হতে পারে ।

সাধারণ মানুষের জন্য IMA-এর রাজ‍্য শাখার আবেদন:

- সরকারের পক্ষ থেকে আসন্ন পুজোর মরসুমে সতর্কতামূলক যে সব নির্দেশিকা জারি করা হয়েছে, তা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে ।

- এক গাড়িতে দূরত্ব বিধি না মেনে অনেকে মিলে ঠাকুর দেখা বন্ধ করুন ।

- মনে ভক্তি রেখে যতটা সম্ভব বাড়িতে থেকেই মা দুর্গার আরাধনা করুন ।

চিকিৎসকদের প্রতি IMA-এর রাজ‍্য শাখার আবেদন:

- চিকিৎসকরা নিজেদের জীবন বাজি রেখে এই লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আমরা অনেক চিকিৎসক বন্ধুকে ইতিমধ্যেই হারিয়েছি । আপনাদের কাছে আবেদন, পুজোর দিনগুলিতেও আমাদের পেশার গরিমা বজায় রেখে সরকার ও প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করুন ও মানুষের পাশে থাকুন ।

নিউ নরমালের উৎসবে IMA-এর রাজ‍্য শাখার পদক্ষেপ:

- IMA-র রাজ্য শাখার পক্ষ থেকে প্রতিটি জেলায় পুজো প্রোটোকল মনিটরিং টিম বিভিন্ন পুজো প্রাঙ্গণ পরিক্রমা করবে । যে সব পুজো কমিটি বিধিনিষেধ ভালোভাবে মেনে চলবে, তাদেরকে যথাযোগ্য পুরস্কৃত (কোভিড সচেতনতায় শারদ সম্মান) করা হবে । অন্যথায়, সংশ্লিষ্ট প্রশাসনকে সংশোধনী ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে ।

- আগামী 20 অক্টোবর-এর মধ্যে যে সব পুজো কমিটি IMA-এর রাজ‍্য শাখায় 8017833492 ফোন নম্বরে যোগাযোগ করবে, IMA-এর রাজ‍্য শাখার তরফে তাদেরকে বিনামূল্যে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, থার্মাল গান ও পালস অক্সিমিটার দিয়ে সহযোগিতা করা হবে ।

- পুজোর মরশুমে অর্থাৎ, তৃতীয় থেকে একাদশী পর্যন্ত সময়ে যদি কোনও চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতির ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হন, তবে তিনি IMA-র রাজ্য শাখার সম্পাদক চিকিৎসক শান্তনু সেনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরে 9830144496 ।

COVID-19 পরিস্থিতির জেরে এ বছর উৎসবের এই মরসুমে IMA-র রাজ্য শাখার তরফে জানানো হয়েছে, পুজো বিশে (২০২০) উৎসব (২০২১) একুশে । এর পাশাপাশি, COVID-19 সংক্রান্ত যে কোনও প্রয়োজনে সরকারি হেল্পলাইন নম্বর 1800-313-444-222-তে ফোন করে যোগাযোগ করতেও বলা হয়েছে IMA-র রাজ্য শাখার তরফে ।

কলকাতা, 16 অক্টোবর : পুজো বিশে, উৎসব একুশে । তাই ভোগ বিতরণ, সিঁদুরখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং বিজয়ার আলিঙ্গন এ বছরের মতো বন্ধ থাকুক । এক গাড়িতে দূরত্ব বিধি না মেনে অনেকে মিলে ঠাকুর দেখা বন্ধ করুন । মনে ভক্তি রেখে যতটা সম্ভব বাড়িতে থেকেই মা দুর্গার আরাধনা করুন । সঠিকভাবে মাস্ক না পরে প্রাপ্তবয়স্ক কেউ পুজো প্রাঙ্গণের ১০০ মিটার পরিধির মধ্যে প্রবেশ করলে, তাঁকে তৎক্ষণাৎ পুলিশ-প্রশাসন ন্যূনতম 100 টাকা জরিমানা করুক। "পাড়ার পুজো পাড়ার জন্য", এই প্রচার সব থেকে উপকারী হতে পারে । এমনটাই বলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর রাজ‍্য শাখা ।

COVID-19 পরিস্থিতির জেরে, নিউ নরমালে এবার দুর্গাপুজোর আয়োজন হয়েছে । আর, এই পরিস্থিতিতে IMA-এর রাজ‍্য শাখার মানবিক আবেদন, COVID-19 প্যানডেমিকের এই সময় চিকিৎসকরা যেভাবে প্রাণপাত করে লড়াই চালিয়ে যাচ্ছেন, তারজন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় । আগামী দিনেও চিকিৎসকরা যে নিরলস পরিশ্রম করবেন, তারজন্য IMA-এর রাজ্য শাখার তরফে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন ।

সরকার এবং পুলিশ-প্রশাসনের কাছে IMA-এর রাজ‍্য শাখার আবেদন:

- সঠিকভাবে মাস্ক না পরে প্রাপ্তবয়স্ক কেউ পুজো প্রাঙ্গণের 100 মিটার পরিধির মধ্যে প্রবেশ করলে, তাঁকে তৎক্ষণাৎ পুলিশ-প্রশাসন ন্যূনতম 100 টাকা জরিমানা করুক । জরিমানার ওই টাকা COVID-19-এর মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়ুক ।

- তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত প্রতিদিন দুপুর দু'টো থেকে সকাল চারটে পর্যন্ত একমাত্র জরুরি পরিষেবা ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করলে ভিড় অনেকটা এড়ানো সম্ভব হবে ।

- যে কোনও গণপরিবহন মাধ্যমে অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে রুখতে হবে ।

- রাতভর পুজো স্পেশাল মেট্রো বন্ধ রাখতে হবে ।

- উৎসবের মরসুমে COVID-19 টেস্টের হার যেন কোনওভাবেই ব্যাহত না হয় ।

- গ্রিন চ্যানেল বজায় রাখতে হবে জোন হিসাবে, যাতে অ্যাম্বুলেন্সের যাতায়াতের কোনও অসুবিধা না হয় ।

পুজো উদ্যোক্তাদের প্রতি IMA-এর রাজ‍্য শাখার আবেদন:

- পুজো কমিটির পক্ষ থেকে যে সব স্বেচ্ছাসেবক থাকবেন, তাঁদের নিজেদের এবং দর্শনার্থীদের স্বার্থে সর্বাধিক সুরক্ষা বিধি মেনে চলতে হবে ।

- পুজো প্রাঙ্গণের 100 মিটার পরিধির মধ্যে কোনও রকম খাবারের স্টল বসানো উচিত নয় ।

- স্থায়ী দোকান ছাড়া পুজোর জন্য তৈরি খাবারের স্টল থেকে কেবলমাত্র প্যাকেটজাত খাবারই বিক্রয় করার ব্যবস্থা রাখা উচিত এবং বসে খাওয়ার ব্যবস্থা একান্ত বর্জনীয় ।

- দর্শনার্থীদের ভিড় বাড়ানোর উদ্দেশ্যে পুজো কমিটিগুলির প্রচার-প্রতিযোগিতায় যথাসম্ভব রাশ টানতে হবে ।

- আলোকসজ্জা ও জাঁকজমক এবার কম করুন ।

- ভোগ বিতরণ, সিঁদুরখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং বিজয়ার আলিঙ্গন এ বছরের মতো বন্ধ থাকুক ।

- প্রত্যেক পুজোমণ্ডপে অক্সিজেন, পালস অক্সিমিটার রাখতে হবে । কারও ক্ষেত্রে শ্বাসকষ্ট হলে তৎক্ষণাৎ যাতে সেটা নির্ণয় করা এবং, প্রয়োজনে অক্সিজেন দেওয়ার জন্য এই ব্যবস্থা রাখতে হবে ।

- প্রতি পুজো কমিটি অন্তত একটি জায়গা রাখুক, যেখানে প্রয়োজনে কোনও রোগীকে প্রাথমিক পরিষেবা দেওয়া যায়

- যে সব পুজো কমিটির পর্যাপ্ত পরিকাঠামো আছে, পুজোর পর তারা নিজ নিজ এলাকায় পঞ্চায়েত অথবা, পৌরসভার সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের COVID-19 টেস্টের ব্যবস্থা করুক ।

- "পাড়ার পুজো পাড়ার জন্য", এই প্রচার সব থেকে উপকারী হতে পারে ।

সাধারণ মানুষের জন্য IMA-এর রাজ‍্য শাখার আবেদন:

- সরকারের পক্ষ থেকে আসন্ন পুজোর মরসুমে সতর্কতামূলক যে সব নির্দেশিকা জারি করা হয়েছে, তা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে ।

- এক গাড়িতে দূরত্ব বিধি না মেনে অনেকে মিলে ঠাকুর দেখা বন্ধ করুন ।

- মনে ভক্তি রেখে যতটা সম্ভব বাড়িতে থেকেই মা দুর্গার আরাধনা করুন ।

চিকিৎসকদের প্রতি IMA-এর রাজ‍্য শাখার আবেদন:

- চিকিৎসকরা নিজেদের জীবন বাজি রেখে এই লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আমরা অনেক চিকিৎসক বন্ধুকে ইতিমধ্যেই হারিয়েছি । আপনাদের কাছে আবেদন, পুজোর দিনগুলিতেও আমাদের পেশার গরিমা বজায় রেখে সরকার ও প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করুন ও মানুষের পাশে থাকুন ।

নিউ নরমালের উৎসবে IMA-এর রাজ‍্য শাখার পদক্ষেপ:

- IMA-র রাজ্য শাখার পক্ষ থেকে প্রতিটি জেলায় পুজো প্রোটোকল মনিটরিং টিম বিভিন্ন পুজো প্রাঙ্গণ পরিক্রমা করবে । যে সব পুজো কমিটি বিধিনিষেধ ভালোভাবে মেনে চলবে, তাদেরকে যথাযোগ্য পুরস্কৃত (কোভিড সচেতনতায় শারদ সম্মান) করা হবে । অন্যথায়, সংশ্লিষ্ট প্রশাসনকে সংশোধনী ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে ।

- আগামী 20 অক্টোবর-এর মধ্যে যে সব পুজো কমিটি IMA-এর রাজ‍্য শাখায় 8017833492 ফোন নম্বরে যোগাযোগ করবে, IMA-এর রাজ‍্য শাখার তরফে তাদেরকে বিনামূল্যে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, থার্মাল গান ও পালস অক্সিমিটার দিয়ে সহযোগিতা করা হবে ।

- পুজোর মরশুমে অর্থাৎ, তৃতীয় থেকে একাদশী পর্যন্ত সময়ে যদি কোনও চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতির ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হন, তবে তিনি IMA-র রাজ্য শাখার সম্পাদক চিকিৎসক শান্তনু সেনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরে 9830144496 ।

COVID-19 পরিস্থিতির জেরে এ বছর উৎসবের এই মরসুমে IMA-র রাজ্য শাখার তরফে জানানো হয়েছে, পুজো বিশে (২০২০) উৎসব (২০২১) একুশে । এর পাশাপাশি, COVID-19 সংক্রান্ত যে কোনও প্রয়োজনে সরকারি হেল্পলাইন নম্বর 1800-313-444-222-তে ফোন করে যোগাযোগ করতেও বলা হয়েছে IMA-র রাজ্য শাখার তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.