কোচবিহার, 11 জুন: কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনে এলেন পুলিশের IG দেবাশিস বড়াল ৷ বৃহস্পতিবার
তিনি সীমান্তের অভিবাসন দপ্তরে একটি বৈঠক করেন। বৈঠকে শুল্ক দপ্তরের আধিকারিকরা, BSF কর্তারা , ইমিগ্রেশন চেকপোস্টের কর্তারা, মেখলিগঞ্জ পুলিশের CI পূরণ রাই, OC রাজু সোনার, উপস্থিত ছিলেন।
জানা গেছে সীমান্তের চেকপোস্ট এলাকার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন IG । কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য লকডাউনের জেরে ৭৯ দিন বন্ধ ছিল । গত বুধবার তা ফের চালু হয়। কিন্তু ,তিন ঘণ্টা চালু থাকার পরেই প্রশাসনের নির্দেশে তা ফের বন্ধ করে দেওয়া হয় । এর প্রতিবাদে গতকাল মেখলিগঞ্জ BDO অফিস সংলগ্ন সার্ক রোড অবরোধ করে ব্যবসায়ী এবং ট্রাক কর্মীরা ৷ পরে ,পুলিশের আশ্বাসে বিক্ষোভ অবরোধ তুলে নেন তাঁরা ৷
কোরানা মোকাবিলা চেকপোস্ট এলাকায় কী ধরণের ব্যবস্থা রাখা হয়েছে খতিয়ে দেখেন পুলিশের IG । এছাড়া গতকাল বাণিজ্য চালু হলেও তা কেন বন্ধ করতে হয় সে সব বিষয়ে আলোচনা করেন ৷
আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনে চ্যাংরাবান্ধায় পুলিশের IG - Lockdown
চ্যাংরাবান্ধা সীমান্তে আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনে এলেন পুলিশের IG দেবাশিস বড়াল ৷ বৃহস্পতিবার সীমান্তের অভিবাসন দপ্তরে একটি বৈঠকও করেন তিনি । এছাড়া কোরোনা মোকাবিলায় কী কী ব্যবস্থা করা হয়েছে খতিয়ে দেখেন তিনি।
কোচবিহার, 11 জুন: কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনে এলেন পুলিশের IG দেবাশিস বড়াল ৷ বৃহস্পতিবার
তিনি সীমান্তের অভিবাসন দপ্তরে একটি বৈঠক করেন। বৈঠকে শুল্ক দপ্তরের আধিকারিকরা, BSF কর্তারা , ইমিগ্রেশন চেকপোস্টের কর্তারা, মেখলিগঞ্জ পুলিশের CI পূরণ রাই, OC রাজু সোনার, উপস্থিত ছিলেন।
জানা গেছে সীমান্তের চেকপোস্ট এলাকার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন IG । কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য লকডাউনের জেরে ৭৯ দিন বন্ধ ছিল । গত বুধবার তা ফের চালু হয়। কিন্তু ,তিন ঘণ্টা চালু থাকার পরেই প্রশাসনের নির্দেশে তা ফের বন্ধ করে দেওয়া হয় । এর প্রতিবাদে গতকাল মেখলিগঞ্জ BDO অফিস সংলগ্ন সার্ক রোড অবরোধ করে ব্যবসায়ী এবং ট্রাক কর্মীরা ৷ পরে ,পুলিশের আশ্বাসে বিক্ষোভ অবরোধ তুলে নেন তাঁরা ৷
কোরানা মোকাবিলা চেকপোস্ট এলাকায় কী ধরণের ব্যবস্থা রাখা হয়েছে খতিয়ে দেখেন পুলিশের IG । এছাড়া গতকাল বাণিজ্য চালু হলেও তা কেন বন্ধ করতে হয় সে সব বিষয়ে আলোচনা করেন ৷