ETV Bharat / briefs

এভারেস্টে উঠে কেন গঙ্গাজল ছিটালেন IPS অফিসার ? - Swachh Bharat

23 মে গঙ্গাজল নিয়ে এভারেস্ট জয় করেন রবীন্দ্র কুমার নামে এক IPS অফিসার । সেখানে উঠে তিনি গঙ্গাজল ছিটান ।

রবীন্দ্র কুমার
author img

By

Published : Jun 5, 2019, 11:09 AM IST

দিল্লি, 5 জুন : এভারেস্টের উপর উঠে গঙ্গাজল ছিটালেন এক ব্যক্তি । তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের IPS অফিসার রবীন্দ্র কুমার । এভারেস্ট জয় করে সেখানে তিনি গঙ্গাজল ছিটান । এর মাধ্যমে তিনি দেশবাসীকে "স্বচ্ছ গঙ্গা স্বচ্ছ ভারত" বার্তা দিতে চেয়েছেন ।

রবীন্দ্র কুমার 23 মে এভারেস্ট জয় করেন । তাঁর এই অভিযানের নাম "স্বচ্ছ গঙ্গা স্বচ্ছ ভারত এভারেস্ট অভিযান 2019" । তিনি বিশ্বের সবথেকে উচু শৃঙ্গে গঙ্গাজল নিয়ে যান । সচেতনতা বাড়াতে তিনি চূড়োয় ওঠার পর সেখানে গঙ্গাজল ছিটিয়ে দেশবাসীকে স্বচ্ছ গঙ্গার বার্তা দেন । রবীন্দ্র কুমার জানান, তিনি এই অভিযানের মাধ্যমে জল দূষণ সম্পর্কে ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন । এই নিয়ে তিনি দ্বিতীয়বার এভারেস্ট জয় করলেন । 2013 সালে প্রথমবার তিনি এভারেস্ট জয় করেন ।

রবীন্দ্র কুমার ভারতের একমাত্র IPS অফিসার যিনি এভারেস্ট জয় করেছেন । তিনি চিন (উত্তর) এবং নেপাল (দক্ষিণ) দুদিক থেকেই এভারেস্টে চড়েছেন । তিনি জানান, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, 2020 সালের মধ্যে দিল্লি সহ ভারতের 21 টি শহরের ভূগর্ভস্থ জলস্তর শুকিয়ে যাবে । এর ফলে প্রায় ১০ কোটি মানুষ প্রভাবিত হবে । সেই বিপদ সম্পর্কে সচেতন করতে তিনি এভারেস্ট জয় করে সেখানে গঙ্গাজল ছিটিয়ে এবিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে চেয়েছেন ।

দিল্লি, 5 জুন : এভারেস্টের উপর উঠে গঙ্গাজল ছিটালেন এক ব্যক্তি । তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের IPS অফিসার রবীন্দ্র কুমার । এভারেস্ট জয় করে সেখানে তিনি গঙ্গাজল ছিটান । এর মাধ্যমে তিনি দেশবাসীকে "স্বচ্ছ গঙ্গা স্বচ্ছ ভারত" বার্তা দিতে চেয়েছেন ।

রবীন্দ্র কুমার 23 মে এভারেস্ট জয় করেন । তাঁর এই অভিযানের নাম "স্বচ্ছ গঙ্গা স্বচ্ছ ভারত এভারেস্ট অভিযান 2019" । তিনি বিশ্বের সবথেকে উচু শৃঙ্গে গঙ্গাজল নিয়ে যান । সচেতনতা বাড়াতে তিনি চূড়োয় ওঠার পর সেখানে গঙ্গাজল ছিটিয়ে দেশবাসীকে স্বচ্ছ গঙ্গার বার্তা দেন । রবীন্দ্র কুমার জানান, তিনি এই অভিযানের মাধ্যমে জল দূষণ সম্পর্কে ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন । এই নিয়ে তিনি দ্বিতীয়বার এভারেস্ট জয় করলেন । 2013 সালে প্রথমবার তিনি এভারেস্ট জয় করেন ।

রবীন্দ্র কুমার ভারতের একমাত্র IPS অফিসার যিনি এভারেস্ট জয় করেছেন । তিনি চিন (উত্তর) এবং নেপাল (দক্ষিণ) দুদিক থেকেই এভারেস্টে চড়েছেন । তিনি জানান, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, 2020 সালের মধ্যে দিল্লি সহ ভারতের 21 টি শহরের ভূগর্ভস্থ জলস্তর শুকিয়ে যাবে । এর ফলে প্রায় ১০ কোটি মানুষ প্রভাবিত হবে । সেই বিপদ সম্পর্কে সচেতন করতে তিনি এভারেস্ট জয় করে সেখানে গঙ্গাজল ছিটিয়ে এবিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে চেয়েছেন ।

Amritsar (Punjab), May 09 (ANI): Union Minister for Shipping and Water Resources Nitin Gadkari held a press conference in Amritsar and said, "Pakistan is continuously supporting terrorists. If Pakistan doesn't stops terrorism, we won't have any other option but to stop river water to Pakistan. So India has started internally studying it. That water will go to Haryana, Punjab and Rajasthan". He further added, "Water is going to Pakistan from 3 rivers, we don't want to stop that. But the basis of water treaty between India and Pakistan were peaceful relations and friendship which have completely vanished. So we are not bound to follow this treaty".
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.