দিল্লি, 5 জুন : এভারেস্টের উপর উঠে গঙ্গাজল ছিটালেন এক ব্যক্তি । তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের IPS অফিসার রবীন্দ্র কুমার । এভারেস্ট জয় করে সেখানে তিনি গঙ্গাজল ছিটান । এর মাধ্যমে তিনি দেশবাসীকে "স্বচ্ছ গঙ্গা স্বচ্ছ ভারত" বার্তা দিতে চেয়েছেন ।
রবীন্দ্র কুমার 23 মে এভারেস্ট জয় করেন । তাঁর এই অভিযানের নাম "স্বচ্ছ গঙ্গা স্বচ্ছ ভারত এভারেস্ট অভিযান 2019" । তিনি বিশ্বের সবথেকে উচু শৃঙ্গে গঙ্গাজল নিয়ে যান । সচেতনতা বাড়াতে তিনি চূড়োয় ওঠার পর সেখানে গঙ্গাজল ছিটিয়ে দেশবাসীকে স্বচ্ছ গঙ্গার বার্তা দেন । রবীন্দ্র কুমার জানান, তিনি এই অভিযানের মাধ্যমে জল দূষণ সম্পর্কে ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন । এই নিয়ে তিনি দ্বিতীয়বার এভারেস্ট জয় করলেন । 2013 সালে প্রথমবার তিনি এভারেস্ট জয় করেন ।
রবীন্দ্র কুমার ভারতের একমাত্র IPS অফিসার যিনি এভারেস্ট জয় করেছেন । তিনি চিন (উত্তর) এবং নেপাল (দক্ষিণ) দুদিক থেকেই এভারেস্টে চড়েছেন । তিনি জানান, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, 2020 সালের মধ্যে দিল্লি সহ ভারতের 21 টি শহরের ভূগর্ভস্থ জলস্তর শুকিয়ে যাবে । এর ফলে প্রায় ১০ কোটি মানুষ প্রভাবিত হবে । সেই বিপদ সম্পর্কে সচেতন করতে তিনি এভারেস্ট জয় করে সেখানে গঙ্গাজল ছিটিয়ে এবিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে চেয়েছেন ।