খড়্গপুর,6 জুলাই : কোরোনা এবং পরবর্তী লকডাউন পরিস্থিতিতে পরিচারিকাদের অনেকেই কাজ হারিয়ে আজ সর্বস্বান্ত । সরকারি সাহায্যের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল, তারই প্রতিলিপি আজ সারা বাংলা পরিচারিকা সমিতির খড়গপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হয় খড়গপুরের মহকুমাশাসকের হাতে । সরকারি সহযোগিতার আবেদন জানানো হয় ।
অন্যের বাড়িতে কাজ করেই চলে সংসার । পশ্চিম মেদিনীপুর জেলায় এরকম পরিচারিকার কাজের সঙ্গে যুক্ত প্রায় কয়েক হাজার জন । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে কাজে যেতে বারণ করে দিয়েছেন মনিবরা । ফলে বন্ধ রোজগার । এই পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে । সেই স্মারকলিপির একটি প্রতিলিপি আজ খড়গপুর মহকুমা শাসকের হাতে তুলে দিয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয় ।
আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন জয়শ্রী চক্রবর্তী, অপর্ণা প্রামাণিক, বনলতা সাউ, মালা দোলাই, ময়না রানি সিং । সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী জানান, দীর্ঘ লকডাউনের জেরে কাজ না পেয়ে হতাশ এবং সর্বস্বান্ত অনেকেই । তাই তাঁদের দাবি- দাওয়ার কথা জানিয়ে সরকারি সাহায্যের আবেদন জানানো হয় ।