ETV Bharat / briefs

পর্যটন কেন্দ্র খুলছে হিমাচলে, কী কী নিয়ম মানতে হবে?

পর্যটকদের মাস্ক, গ্লাভস পরতে হবে । নিয়মিত ব্যবহার করতে হবে স্যানিটাইজ়ার । এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি একাধিক বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে হিমাচল প্রদেশ প্রশাসন ।

Himachal tourism
Himachal tourism
author img

By

Published : Jul 6, 2020, 8:43 PM IST

সিমলা, 6 জুলাই : অর্থনৈতিকভাবে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল রাজ্যগুলির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ । টানা তিনমাস লকডাউনের পর ফের পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়ে ঘেরা এই রাজ্যটি । কেন্দ্রীয় সরকার আনলক-2 জারির পর তাই এবার থেকে বিধিনিষেধ মেনেই পর্যটন কেন্দ্রগুলি চালু করার সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ সরকার ।

পর্যটক থেকে টুরিস্ট এজেন্সি সকলকেই মানতে হবে কোরোনা সংক্রান্ত বিধিনিষেধ । এবিষয়ে রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে :

  • রাজ্য সরকারের তরফে দেওয়া e-COVID পাস থাকা বাধ্যতামূলক
  • কমপক্ষে 5-7 দিনের জন্য থাকতে হবে
  • রাজ্যে প্রবেশের সময় COVID-19 নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে
  • আরোগ্য সেতু অ্যাপ থাকতেই হবে
  • মাস্ক, স্যানিটাইজ়ার, গ্লাভস ইত্যাদি পর্যটকদের সঙ্গে রাখা বাধ্যতামূলক
  • টুরিজ়ম এজেন্সির কর্মীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখতে হবে
  • টুরিজ়ম কর্মীদের নিয়মিত থার্মাল স্ক্যানারে পরীক্ষা করাতে হবে
  • পর্যটকদের রাজ্যে প্রবেশের কমপক্ষে 72 ঘন্টা আগে জানাতে হবে
  • হোটেল, রেস্তরাঁর সমস্ত জিনিস নিয়মিত স্যানিটাইজ় করতে হবে
  • পর্যটনকেন্দ্রের সর্বত্র সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে

সিমলা, 6 জুলাই : অর্থনৈতিকভাবে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল রাজ্যগুলির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ । টানা তিনমাস লকডাউনের পর ফের পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়ে ঘেরা এই রাজ্যটি । কেন্দ্রীয় সরকার আনলক-2 জারির পর তাই এবার থেকে বিধিনিষেধ মেনেই পর্যটন কেন্দ্রগুলি চালু করার সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ সরকার ।

পর্যটক থেকে টুরিস্ট এজেন্সি সকলকেই মানতে হবে কোরোনা সংক্রান্ত বিধিনিষেধ । এবিষয়ে রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে :

  • রাজ্য সরকারের তরফে দেওয়া e-COVID পাস থাকা বাধ্যতামূলক
  • কমপক্ষে 5-7 দিনের জন্য থাকতে হবে
  • রাজ্যে প্রবেশের সময় COVID-19 নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে
  • আরোগ্য সেতু অ্যাপ থাকতেই হবে
  • মাস্ক, স্যানিটাইজ়ার, গ্লাভস ইত্যাদি পর্যটকদের সঙ্গে রাখা বাধ্যতামূলক
  • টুরিজ়ম এজেন্সির কর্মীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখতে হবে
  • টুরিজ়ম কর্মীদের নিয়মিত থার্মাল স্ক্যানারে পরীক্ষা করাতে হবে
  • পর্যটকদের রাজ্যে প্রবেশের কমপক্ষে 72 ঘন্টা আগে জানাতে হবে
  • হোটেল, রেস্তরাঁর সমস্ত জিনিস নিয়মিত স্যানিটাইজ় করতে হবে
  • পর্যটনকেন্দ্রের সর্বত্র সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.