ETV Bharat / briefs

পুলিশের গুলিতে মৃত্যু হয়নি, BJP-র গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া : জ্যোতিপ্রিয়

জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, পুলিশের গুলিতে কারও মৃত্যু হয়নি । এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশকে বলেন তিনি ।

পুলিশের গুলিতে মৃত্যু হয়নি, BJP-র গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া : জ্যোতিপ্রিয়
author img

By

Published : Jun 20, 2019, 5:33 PM IST

ভাটপাড়া, 20 জুন : BJP-র গোষ্ঠীসংঘর্ষের ফলে ভাটপাড়া উত্তপ্ত হয়েছে বলে মন্তব্য করলেন উত্তর 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার সময় কয়েকজন দুষ্কৃতী রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । গুলি লেগে জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে তিনজনের মৃত্যু হয় । যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, পুলিশের গুলিতে কারও মৃত্যু হয়নি । এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশকে বলেন তিনি ।

জ্যোতিপ্রিয় বলেন, "পুলিশ এক রাউন্ডও গুলি চালায়নি । পুলিশের গুলিতে কারও মৃত্যু হয়নি । উলটে পুলিশকে বোমা মারছে । পুলিশের উপর আক্রমণ করছে । BJP-র গোষ্ঠীসংঘর্ষে ভাটপাড়া উত্তপ্ত হয়েছে । এই ঘটনায় তৃণমূল কংগ্রেস যুক্ত নয় । BJP-র গোষ্ঠীসংঘর্ষ হলে আমি কি রেফারি হয়ে সেই লড়াই থামাতে যাব ? এই ঘটনা অর্জুন সিংয়ের দল এবং পুরানো BJP-র লড়াই । পুলিশকে দোষীদের গ্রেপ্তার করতে বলেছি ।"

তিনি আরও বলেন, "লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই ভাটপাড়ায় মারামারি ও তাণ্ডব শুরু হয়েছে । আমরা করছি না । একতরফা মারামারি হচ্ছে । ভারতীয় জনতা পার্টির দুটি ভাগ হয়েছে । নব্য BJP এবং পুরাতন BJP । পুরাতন BJP এই গন্ডগোল চাইছে না । CPI(M)-র হার্মাদরা এখন নব্য BJP-তে নাম লিখিয়েছে । তারা মাথায় ফেটি বেঁধে বোমা মারছে ও মারধর করছে । পরিকল্পনা মাফিক ভারতীয় জনতা পার্টির নেতারা ভাটপাড়ায় তাণ্ডব করছে । যারা মারা যাচ্ছে তারাই ওদের কাছে BJP কর্মী হয়ে যাচ্ছে ।"

ভাটপাড়া, 20 জুন : BJP-র গোষ্ঠীসংঘর্ষের ফলে ভাটপাড়া উত্তপ্ত হয়েছে বলে মন্তব্য করলেন উত্তর 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার সময় কয়েকজন দুষ্কৃতী রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । গুলি লেগে জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে তিনজনের মৃত্যু হয় । যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, পুলিশের গুলিতে কারও মৃত্যু হয়নি । এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশকে বলেন তিনি ।

জ্যোতিপ্রিয় বলেন, "পুলিশ এক রাউন্ডও গুলি চালায়নি । পুলিশের গুলিতে কারও মৃত্যু হয়নি । উলটে পুলিশকে বোমা মারছে । পুলিশের উপর আক্রমণ করছে । BJP-র গোষ্ঠীসংঘর্ষে ভাটপাড়া উত্তপ্ত হয়েছে । এই ঘটনায় তৃণমূল কংগ্রেস যুক্ত নয় । BJP-র গোষ্ঠীসংঘর্ষ হলে আমি কি রেফারি হয়ে সেই লড়াই থামাতে যাব ? এই ঘটনা অর্জুন সিংয়ের দল এবং পুরানো BJP-র লড়াই । পুলিশকে দোষীদের গ্রেপ্তার করতে বলেছি ।"

তিনি আরও বলেন, "লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই ভাটপাড়ায় মারামারি ও তাণ্ডব শুরু হয়েছে । আমরা করছি না । একতরফা মারামারি হচ্ছে । ভারতীয় জনতা পার্টির দুটি ভাগ হয়েছে । নব্য BJP এবং পুরাতন BJP । পুরাতন BJP এই গন্ডগোল চাইছে না । CPI(M)-র হার্মাদরা এখন নব্য BJP-তে নাম লিখিয়েছে । তারা মাথায় ফেটি বেঁধে বোমা মারছে ও মারধর করছে । পরিকল্পনা মাফিক ভারতীয় জনতা পার্টির নেতারা ভাটপাড়ায় তাণ্ডব করছে । যারা মারা যাচ্ছে তারাই ওদের কাছে BJP কর্মী হয়ে যাচ্ছে ।"

Kalaburagi (Karnataka), Jun 20 (ANI): Gulbarga Institute of Medical Sciences (GIMS), hospital in Karnataka's Kalaburagi is facing shortage of water and nursing staff. There is shortage of water in the hospital for the last 8-10 months. While speaking to ANI, Medical Superintendent Shivakumar said, "We've been facing water scarcity since last August-September. We've started rationing water supply to wards; we release water for just 4-5 hours a day." Along with the scarcity of water, there is shortage of nursing staff in GIMS hospital. The state of Karnataka is facing severe water crisis ever since the beginning of the summer. Locals have been struggling to meet their water demands. This is the fourth consecutive drought year in Karnataka.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.