কলকাতা, 19 জুন : 21 তারিখ বিশ্ব যোগ দিবস। কোরোনার জেরে এই বছর বাড়িতে থেকেই যোগ দিবস পালনের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বার্তার সূত্র ধরেই রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সোশাল মিডিয়ায় যোগাভ্যাসের বার্তা দিতে বললেন। এই মর্মে উপাচার্যের কাছে একটি বার্তা পাঠান তিনি।
আজ উপাচার্যদের উদ্দেশ্যে জারি করা বার্তায় আচার্য তথা রাজ্যপাল লেখেন, " আপনারা জানেন আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। 2015 সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে । এই বছরের থিম 'যোগা অ্যাট হোম, যোগা উইথ ফ্যামিলি'। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সমাজে অনুপ্রেরণা যোগানোর ক্ষমতা রয়েছে আপনাদের । তাই আমি অনুরোধ করছি 'লেটস প্র্যাকটিস যোগা অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস' এই বার্তাটি সোশাল মিডিয়ায় এবং ছাত্র ও যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে যাতে তাঁরা বাড়িতেই পরিবারের সঙ্গে যোগাসন অভ্যাস করে।"
তবে শুধু বার্তা নয়, সোশাল মিডিয়ায় 'মাই লাইফ মাই যোগা ' হ্যাশট্যাগ দিয়ে ভিডিয়ো আপলোড করতেও নির্দেশ দেন আচার্য। তিনি বলেন, বর্তমান কোভিড -19 পরিস্থিতিতে যোগাসন মানুষের মনকে শান্ত করবে এবং আনন্দে সৃষ্টি করবে। দেশ ও আন্তর্জাতিক স্তরে বিশ্ব যোগ দিবসে যোগাসন নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এর আগে বিশ্ব পরিবেশ দিবসে উপাচার্যদের বৃক্ষরোপণ করার নির্দেশ ঘিরে সৃষ্টি হয়েছিল বিতর্ক। আজ ফের বিশ্ব যোগ দিবস নিয়ে উপাচার্যদের নির্দেশ দিলেন আচার্য । তবে উপাচার্যদের তরফ থেকে এখনও কোনও উত্তর মেলেনি।