ETV Bharat / briefs

বিন্দিপাড়ায় শহিদ জওয়ানের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল, তুলে দিলেন আর্থিক সাহায্য

author img

By

Published : Oct 9, 2020, 2:45 PM IST

Updated : Oct 9, 2020, 3:20 PM IST

আজ আলিপুরদুয়ারের বিন্দিপাড়ায় শহিদ জওয়ান বিপুল রায়ের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ।

Martyr BIPUL ROY, Governor Jagdeep Dhankar
Martyr BIPUL ROY, Governor Jagdeep Dhankar

আলিপুরদুয়ার, 9 অক্টোবর : লাদাখের গালোয়ান ভ্যালিতে সংঘর্ষে শহিদ জওয়ান বিপুল রায়ের বিন্দিপাড়ার বাড়িতে রাজ্যপাল জগদীপ ধনকড় । শহিদ জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য করেন । পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল ।

আজ সংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন রাজ্যপাল । বলেন, "ভারত সঠিক দিশায় এগোচ্ছে । ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন । সে বিষয়ে কোনও মতান্তর নেই ।" তিনি আরও বলেন, "ভারত আমূল পালটে যাচ্ছে । ভারত সঠিক পথেই বদলাচ্ছে । আমি দেখতে পাচ্ছি ভারতের পুরোনো ঐতিহ্য, গৌরব তা ফের ফিরে আসছে । ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের যোগদান কম থাকবে না । রাজ্যের প্রথম নাগরিক হওয়ার সুবাদে আমার কর্তব্য পশ্চিমবঙ্গকে কোনও ভাবেই এমন বিষয়ের পরিচায়ক হতে দেব না যাকে আমরা হিংসা বলি । "

শুক্রবার পূর্ব নির্ধারিত সূচি মেনে সেনাবাহিনীর কনভয় নিয়ে সকাল 9 টা 25 মিনিট নাগাদ শহিদ বিপুল রায়ের আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বাড়িতে পৌঁছান সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । তার আগেই গোটা এলাকাটি নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছিল ভারতীয় সেনাবাহিনী । শহিদ বিপুল রায়ের পরিবারের সুবিধা-অসুবিধার কথা শোনেন রাজ্যপাল । তিনি নিজে ব্যক্তিগতভাবে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে দেন শহিদ বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায়ের হাতে । রাজ্যপালের স্ত্রী বিপুল রায়ের মা কুসুম রায়ের হাতে তুলে দেন আরও সাড়ে পাঁচ লাখ টাকা । যেহেতু রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই শহিদ জওয়ানের স্ত্রীকে জেলাশাসকের দপ্তরে করণিকের চাকরি দেওয়া হয়েছে, তাই বিপুলের ছোটো ভাই বকুল রায়কে কেন্দ্রীয় সরকারের গ্রুপ C পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল । প্রায় চল্লিশ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ।

এদিকে আজ সকালে রাজ্যপালের কনভয় বিন্দিপাড়া ঢোকার মুখে রাস্তার মোড়ে তৃণমূলের তরফে সাঁটানো হয় পোস্টার । পোস্টারে রাজ্যপালকে "পঙ্গপাল", "BJP-র দালাল" বলে কটাক্ষ করা হয় । যদিও এ বিষয়ে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না । বলেন, "কারা এই পোস্টার লাগিয়েছে, তা বলতে পারব না ।"

আলিপুরদুয়ার, 9 অক্টোবর : লাদাখের গালোয়ান ভ্যালিতে সংঘর্ষে শহিদ জওয়ান বিপুল রায়ের বিন্দিপাড়ার বাড়িতে রাজ্যপাল জগদীপ ধনকড় । শহিদ জওয়ানের পরিবারকে আর্থিক সাহায্য করেন । পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল ।

আজ সংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন রাজ্যপাল । বলেন, "ভারত সঠিক দিশায় এগোচ্ছে । ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন । সে বিষয়ে কোনও মতান্তর নেই ।" তিনি আরও বলেন, "ভারত আমূল পালটে যাচ্ছে । ভারত সঠিক পথেই বদলাচ্ছে । আমি দেখতে পাচ্ছি ভারতের পুরোনো ঐতিহ্য, গৌরব তা ফের ফিরে আসছে । ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের যোগদান কম থাকবে না । রাজ্যের প্রথম নাগরিক হওয়ার সুবাদে আমার কর্তব্য পশ্চিমবঙ্গকে কোনও ভাবেই এমন বিষয়ের পরিচায়ক হতে দেব না যাকে আমরা হিংসা বলি । "

শুক্রবার পূর্ব নির্ধারিত সূচি মেনে সেনাবাহিনীর কনভয় নিয়ে সকাল 9 টা 25 মিনিট নাগাদ শহিদ বিপুল রায়ের আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বাড়িতে পৌঁছান সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । তার আগেই গোটা এলাকাটি নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছিল ভারতীয় সেনাবাহিনী । শহিদ বিপুল রায়ের পরিবারের সুবিধা-অসুবিধার কথা শোনেন রাজ্যপাল । তিনি নিজে ব্যক্তিগতভাবে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে দেন শহিদ বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায়ের হাতে । রাজ্যপালের স্ত্রী বিপুল রায়ের মা কুসুম রায়ের হাতে তুলে দেন আরও সাড়ে পাঁচ লাখ টাকা । যেহেতু রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই শহিদ জওয়ানের স্ত্রীকে জেলাশাসকের দপ্তরে করণিকের চাকরি দেওয়া হয়েছে, তাই বিপুলের ছোটো ভাই বকুল রায়কে কেন্দ্রীয় সরকারের গ্রুপ C পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল । প্রায় চল্লিশ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ।

এদিকে আজ সকালে রাজ্যপালের কনভয় বিন্দিপাড়া ঢোকার মুখে রাস্তার মোড়ে তৃণমূলের তরফে সাঁটানো হয় পোস্টার । পোস্টারে রাজ্যপালকে "পঙ্গপাল", "BJP-র দালাল" বলে কটাক্ষ করা হয় । যদিও এ বিষয়ে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না । বলেন, "কারা এই পোস্টার লাগিয়েছে, তা বলতে পারব না ।"

Last Updated : Oct 9, 2020, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.