ETV Bharat / briefs

টাকা নয়, সেবাই পরম ধর্ম রায়গঞ্জের ডাক্তারবাবুর - Jayenta Bhattachejee

অনেক সময়ই চিকিৎসক এবং চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে । ঠিক সেখানে আজকের দিনেও ন্যূনতম 100 টাকায় দিনের পর দিন সাধারণ মানুষের চিকিৎসা করে আসছেন রায়গঞ্জের চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য।

জয়ন্ত ভট্টাচার্য
author img

By

Published : Jul 1, 2019, 2:39 AM IST

Updated : Jul 1, 2019, 6:52 AM IST

রায়গঞ্জ,1 জুলাই : অনেক সময়ই চিকিৎসক এবং চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে । ঠিক সেখানে আজকের দিনেও ন্যূনতম 100 টাকায় দিনের পর দিন সাধারণ মানুষের চিকিৎসা করে আসছেন রায়গঞ্জের চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। শুধু তাই নয় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা করেন তিনি। সাদামাটা জীবন যাত্রায় অভ্যস্ত এই চিকিৎসক মতে, শুধুমাত্র সংসার চালানোর খরচ এবং পড়াশোনা করার আয় টুকু বাদ দিয়ে বাকি রোজগার দরকার নেই ।

দীর্ঘদিন ধরে রায়গঞ্জের তুলসী তলায় নিজের বাড়িতে চেম্বার করেন জয়ন্তবাবু। চেম্বারে গেলে দেখা মিলবে প্রচুর রোগীর। ডাক্তারবাবুর অপেক্ষায় বসে আছেন তারা । ডাক্তারবাবুও ব্যস্ত । চেম্বারে সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা কাটান চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক আবিষ্কারগুলো জানতে।
তবে, ভবিষ্যতের হবু ডাক্তারদের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে চিন্তিত জয়ন্তবাবু। তার কথায়, ''এখন যে পরিবেশে ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, ইঁদুর দৌড় প্রতিযোগিতা চলছে । বিষয়টি খুব একটা ভালো নয় ।''

তুলসী তলায় নিজের বাড়ির চেম্বারে বসে তিনি বলেন, আমি রোগীদের মানুষ হিসেবে দেখি। তাঁরা অসুস্থ হয়েছেন বলেই আমার কাছে এসেছেন । প্রয়োজনীয় নিতান্ত সাধারণ সাংসারিক খরচ ও পড়াশোনার খরচ বাদ দিয়ে আমি বেশি আয় করতে চাই না। বিভিন্ন ওষুধ কোম্পানি আমাকে যে ফ্রী স্যাম্পেল পাঠায় তা আমি অনেক সময়ই দরিদ্র রোগীদের দিয়ে থাকে। আমার চিকিৎসাবিদ্যা জানা আছে বলেই অসুস্থ মানুষের আমার কাছে আসেন । তাদের সুস্থ করে তোলা এটাই আমার কাজ । চিকিৎসক দিবসে হবু ডাক্তারদের জন্য কী বার্তা দেবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবিকতার সঙ্গে সকলের চিকিৎসা করতে হবে ।

রায়গঞ্জ,1 জুলাই : অনেক সময়ই চিকিৎসক এবং চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে । ঠিক সেখানে আজকের দিনেও ন্যূনতম 100 টাকায় দিনের পর দিন সাধারণ মানুষের চিকিৎসা করে আসছেন রায়গঞ্জের চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। শুধু তাই নয় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা করেন তিনি। সাদামাটা জীবন যাত্রায় অভ্যস্ত এই চিকিৎসক মতে, শুধুমাত্র সংসার চালানোর খরচ এবং পড়াশোনা করার আয় টুকু বাদ দিয়ে বাকি রোজগার দরকার নেই ।

দীর্ঘদিন ধরে রায়গঞ্জের তুলসী তলায় নিজের বাড়িতে চেম্বার করেন জয়ন্তবাবু। চেম্বারে গেলে দেখা মিলবে প্রচুর রোগীর। ডাক্তারবাবুর অপেক্ষায় বসে আছেন তারা । ডাক্তারবাবুও ব্যস্ত । চেম্বারে সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা কাটান চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক আবিষ্কারগুলো জানতে।
তবে, ভবিষ্যতের হবু ডাক্তারদের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে চিন্তিত জয়ন্তবাবু। তার কথায়, ''এখন যে পরিবেশে ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, ইঁদুর দৌড় প্রতিযোগিতা চলছে । বিষয়টি খুব একটা ভালো নয় ।''

তুলসী তলায় নিজের বাড়ির চেম্বারে বসে তিনি বলেন, আমি রোগীদের মানুষ হিসেবে দেখি। তাঁরা অসুস্থ হয়েছেন বলেই আমার কাছে এসেছেন । প্রয়োজনীয় নিতান্ত সাধারণ সাংসারিক খরচ ও পড়াশোনার খরচ বাদ দিয়ে আমি বেশি আয় করতে চাই না। বিভিন্ন ওষুধ কোম্পানি আমাকে যে ফ্রী স্যাম্পেল পাঠায় তা আমি অনেক সময়ই দরিদ্র রোগীদের দিয়ে থাকে। আমার চিকিৎসাবিদ্যা জানা আছে বলেই অসুস্থ মানুষের আমার কাছে আসেন । তাদের সুস্থ করে তোলা এটাই আমার কাজ । চিকিৎসক দিবসে হবু ডাক্তারদের জন্য কী বার্তা দেবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবিকতার সঙ্গে সকলের চিকিৎসা করতে হবে ।

Intro:রায়গঞ্জ,৩০ জুন:- বর্তমান সময়ে যেখানে চিকিৎসকদের ফিস এবং চিকিৎসার টাকা যোগাতে হিমশিম খাচ্ছে মানুষ। ঠিক সেখানেই আজকের দিনেও ন্যূনতম 100 টাকা ফি তে দিনের পর দিন বছরের পর বছর সাধারণ মানুষের চিকিৎসা করে আসছেন রায়গঞ্জের চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। শুধু তাই নয় দুস্থদের বিনামূল্যে চিকিৎসা করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে পাওয়া ফ্রী স্যাম্পেল ওষুধ হাতে তুলে দেন তাদের। নিতান্ত সাদামাটা জীবন যাত্রায় অভ্যস্ত এই চিকিৎসক বলেন শুধুমাত্র সংসার চালানোর খরচ এবং পড়াশোনা করার আয় টুকু বাদ দিয়ে বাকি আয় আমার কাছে অবান্তর ই মাত্র।

দীর্ঘদিন ধরে রায়গঞ্জের তুলসী তলায় নিজের বাড়িতে চেম্বার করেন জয়ন্ত বাবু। চেম্বার এ গেলে দেখা মিলবে প্রচুর রোগীর। ডাক্তারবাবুর অপেক্ষায় বসে আছেন তারা। ডাক্তারবাবুর তেমনই রোগী অন্তপ্রাণ। কাউকে বাছা আবার কাউকে মা সম্বোধন করে চিকিৎসা করেন । সেই রোগীর বাড়িতে কি রান্না হয়েছে সেটাও জেনে নেন খুঁটিয়ে খুঁটিয়ে। কোথাও যদি মনে হয় সেই রোগীর পক্ষে চিকিৎসার খরচ মেটানো সম্ভব হবে না, তখনই তাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দান জয়ন্ত বাবু। টেবিলে ছড়ানো অসংখ্য ফ্রী স্যাম্পল ওষুধ থেকে নিজের প্রেসক্রাইব করা ওষুধটি অকপটে হাতে তুলে দেন রোগীকে। চেম্বারে সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা কাটান চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক আবিষ্কার গুলো জানতে। চিকিৎসা বিজ্ঞানে পন্ডিত এই মানুষটি প্রচার বিমুখ হলেও দেশে বিদেশে বহু জায়গায় হবু ডাক্তার বাবুদের পড়ানোর জন্য বিখ্যাত। চলতি মাসের ৭ জুন ব্যাঙ্গালোরের সেন্ট জোন্স মেডিক্যাল কলেজে চিকিৎসা বিজ্ঞানের উপর আলোচনা করে এসেছেন। সেন্ট জোন্স মেডিক্যাল কলেজ থেকে এ বছর থাকে বিশেষভাবে লেকচার দেওয়ার জন্য ডাকা হয়েছিল। বিষয়টি নিয়ে যথেষ্ট গর্বিত তিনি। দেশে বিদেশের নামিদামি চিকিৎসকরা এই মেডিকেল কলেজে বিভিন্ন সময়ে বক্তব্য রেখে গিয়েছেন সেখানে। একই মঞ্চে হবু ডাক্তার দের সামনে নিজের বক্তব্য তুলে ধরতে পারে তিনিও গর্বিত।

যদিও যদিও ভবিষ্যতের হবু ডাক্তারবাবুদের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে খানিকটা চিন্তিত জয়ন্ত বাবু। তার কথায় এখন যে পরিবেশে ছেলে মেয়েরা বড় হয়ে উঠছে সেখানে ইঁদুর দৌড় প্রতিযোগিতা চলছে। ফলে সব সময় এগিয়ে যাওয়ার মানসিকতা রয়েছে সবার মধ্যেই। বিষয়টি খুব একটা ভালো নয় বলেও মনে করেন তিনি। এদিন তুলসী তলায় তার বাড়ি চেম্বারে বসে তিনি বলেন, আমি রোগীদের মানুষ হিসেবে দেখি। বিভিন্ন পরিস্থিতির কারণে তারা রোগাক্রান্ত হয়েছে বলেই আমার কাছে এসেছে। আমার প্রয়োজনীয় নিতান্ত সাধারণ সাংসারিক খরচ ও পড়াশোনার খরচ বাদ দিয়ে আমি বেশি আয় করতে চাই না। বিভিন্ন ওষুধ কোম্পানি আমাকে যে ফ্রী স্যাম্পেল পাঠায় তা আমি অনেক সময়ই দুস্থ রোগীদের দিয়ে থাকে। আমার চিকিৎসাবিদ্যা জানা আছে বলেই রোগাক্রান্ত মানুষের আমার কাছে আসেন। তাদের সুস্থ করে তোলা এটাই আমার কাজ। চিকিৎসক দিবসে হবু ডাক্তার বাবু দের জন্য কী বার্তা দেবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবউৎ ডাক্তারবাবুরা রোগীদের মানুষের নজরে দেখুন তাদের চিকিৎসা করাটাই যেন হয় তাদের পরম ধর্ম।

বাইট-- জয়ন্ত ভট্টাচার্য।।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।।


Body:আগে


Conclusion:কসভ
Last Updated : Jul 1, 2019, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.