রায়গঞ্জ,1 জুলাই : অনেক সময়ই চিকিৎসক এবং চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে । ঠিক সেখানে আজকের দিনেও ন্যূনতম 100 টাকায় দিনের পর দিন সাধারণ মানুষের চিকিৎসা করে আসছেন রায়গঞ্জের চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। শুধু তাই নয় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা করেন তিনি। সাদামাটা জীবন যাত্রায় অভ্যস্ত এই চিকিৎসক মতে, শুধুমাত্র সংসার চালানোর খরচ এবং পড়াশোনা করার আয় টুকু বাদ দিয়ে বাকি রোজগার দরকার নেই ।
দীর্ঘদিন ধরে রায়গঞ্জের তুলসী তলায় নিজের বাড়িতে চেম্বার করেন জয়ন্তবাবু। চেম্বারে গেলে দেখা মিলবে প্রচুর রোগীর। ডাক্তারবাবুর অপেক্ষায় বসে আছেন তারা । ডাক্তারবাবুও ব্যস্ত । চেম্বারে সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা কাটান চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক আবিষ্কারগুলো জানতে।
তবে, ভবিষ্যতের হবু ডাক্তারদের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে চিন্তিত জয়ন্তবাবু। তার কথায়, ''এখন যে পরিবেশে ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, ইঁদুর দৌড় প্রতিযোগিতা চলছে । বিষয়টি খুব একটা ভালো নয় ।''
তুলসী তলায় নিজের বাড়ির চেম্বারে বসে তিনি বলেন, আমি রোগীদের মানুষ হিসেবে দেখি। তাঁরা অসুস্থ হয়েছেন বলেই আমার কাছে এসেছেন । প্রয়োজনীয় নিতান্ত সাধারণ সাংসারিক খরচ ও পড়াশোনার খরচ বাদ দিয়ে আমি বেশি আয় করতে চাই না। বিভিন্ন ওষুধ কোম্পানি আমাকে যে ফ্রী স্যাম্পেল পাঠায় তা আমি অনেক সময়ই দরিদ্র রোগীদের দিয়ে থাকে। আমার চিকিৎসাবিদ্যা জানা আছে বলেই অসুস্থ মানুষের আমার কাছে আসেন । তাদের সুস্থ করে তোলা এটাই আমার কাজ । চিকিৎসক দিবসে হবু ডাক্তারদের জন্য কী বার্তা দেবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবিকতার সঙ্গে সকলের চিকিৎসা করতে হবে ।