হিরাপুর, 13 মে : কয়েকজন কিশোরের মধ্যে বচসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়লেন পরিবারের লোকজনরা । ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় দু'পক্ষ । জখম হন চারজন । গাড়ি ও বাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাটি হিরাপুর থানার বার্নপুরের ।
গতরাতে বার্নপুরে কয়েকজন কিশোরের মধ্যে বচসা হয় । পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে । তা থামাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা । উভয়পক্ষই একে অপরের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । কয়েকটি গাড়ি ও বাড়িতেও ভাঙচুর চালানো হয় । সংঘর্ষের জেরে চারজন জখম হয়েছেন । তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয় । পরে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
তাদের উপর প্রথমে হামলা চালানো হয়েছে বলে উভয়পক্ষেরই বক্তব্য। জখম এক ব্যক্তির বক্তব্য, "বাইকে করে যাচ্ছিলাম । বাচ্চাদের মধ্যে ঝগড়া হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়ি । বাচ্চাদের সরাতে গেলে হঠাৎ করে কয়েকজনের পরিবারের সদস্য আমাদের উপর হামলা চালায় । " যদিও অপর এক মহিলা বলেন, "পাড়ায় খেলার সঙ্গীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বাচ্চারা । তাদের ছাড়াতে গেলে আমাদের উপর হামলা চালানো হয় । "