ETV Bharat / briefs

রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসকের গাফিলতিতে নাবালকের মৃত্যুর অভিযোগ - রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে নাবালকের মৃত্যুর অভিযোগ

চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু নাবালকের ৷ অভিযোগ পরিবারের ৷ বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 22, 2019, 9:03 PM IST

Updated : Aug 22, 2019, 10:57 PM IST

রামপুরহাট, 22 অগাস্ট : পেটে যন্ত্রণা ৷ পরিবারের সদস্যরা ভরতি করেছিল হাসপাতালে ৷ কিন্তু অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে নাবালকের ৷ বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ৷

মৃত নাবালকের নাম দেব মাল (10) ৷ বাড়ি বীরভূমের নলহাটি থানার গোঁসাইপুর গ্রামে ৷ গতরাতে হঠাৎই পেটে যন্ত্রণা শুরু হয় দেবের ৷ প্রথমে দেবের বাবা নাগর মাল পেট ব্যথা কমার ওষুধ দেন ৷ কিন্তু সেই ওষুধে ব্যথা কমেনি ৷ পরে ব্যথার সঙ্গে শুরু হয় শ্বাসকষ্টও ৷ তখনই পরিবার আশঙ্কা করে যে হয়ত তাকে সাপে কামড়েছে ৷ কিন্তু ছোট বাচ্চা তাই হয়ত বুঝতে পারেনি ৷ সেই সময় স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তাকে ৷ তবে পাঁচ মিনিটের মধ্যেই তিনি জানিয়ে দেন সাপে কামড়ায়নি দেবকে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷

এরপর দেবের বাবা তাকে লোহাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ৷ কিন্তু সেখানে চিকিৎসক তাকে দেখে সাপে কামড়েছে বলে জানান ৷ পরিবারের অভিযোগ, বার বার চিকিৎসকে বলা হয় যে পেটে ব্যথা হচ্ছিল ৷ সাপে কাটেনি ৷ কিন্তু সে কথায় কান দেননি চিকিৎসক ৷ সাপে কামড়ানোর প্রতিষেধক হিসেবে যে ইনজেকশন দেওয়া হয় সেটাই দেন দেবকে ৷ প্রায় 10 টার মত ইনজেকশন দেওয়া হয় ৷ এবং রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷

ভিডিয়োয় দেখুন...

আজ ভোর রাতে তাকে নিয়ে আসা হয় রামপুরহাট হাসপাতালে ৷ অভিযোগ, সেখানে লোহাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া কাগজপত্র না দেখেই চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা ৷ পরিবারের সদস্যদের কথা না শুনে, কোনও পরীক্ষা না করেই সাপে কেটেছে বলেই দাবি করেন চিকিৎসকরা ৷ সেখানেও বেশ কতকগুলি ইনজেকশন দেওয়া হয় ৷ এরপরই মারা যায় দেব ৷

রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ জানিয়েছেন নাগর মাল ৷ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হয় ৷ কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি ৷

রামপুরহাট, 22 অগাস্ট : পেটে যন্ত্রণা ৷ পরিবারের সদস্যরা ভরতি করেছিল হাসপাতালে ৷ কিন্তু অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে নাবালকের ৷ বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ৷

মৃত নাবালকের নাম দেব মাল (10) ৷ বাড়ি বীরভূমের নলহাটি থানার গোঁসাইপুর গ্রামে ৷ গতরাতে হঠাৎই পেটে যন্ত্রণা শুরু হয় দেবের ৷ প্রথমে দেবের বাবা নাগর মাল পেট ব্যথা কমার ওষুধ দেন ৷ কিন্তু সেই ওষুধে ব্যথা কমেনি ৷ পরে ব্যথার সঙ্গে শুরু হয় শ্বাসকষ্টও ৷ তখনই পরিবার আশঙ্কা করে যে হয়ত তাকে সাপে কামড়েছে ৷ কিন্তু ছোট বাচ্চা তাই হয়ত বুঝতে পারেনি ৷ সেই সময় স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তাকে ৷ তবে পাঁচ মিনিটের মধ্যেই তিনি জানিয়ে দেন সাপে কামড়ায়নি দেবকে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷

এরপর দেবের বাবা তাকে লোহাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ৷ কিন্তু সেখানে চিকিৎসক তাকে দেখে সাপে কামড়েছে বলে জানান ৷ পরিবারের অভিযোগ, বার বার চিকিৎসকে বলা হয় যে পেটে ব্যথা হচ্ছিল ৷ সাপে কাটেনি ৷ কিন্তু সে কথায় কান দেননি চিকিৎসক ৷ সাপে কামড়ানোর প্রতিষেধক হিসেবে যে ইনজেকশন দেওয়া হয় সেটাই দেন দেবকে ৷ প্রায় 10 টার মত ইনজেকশন দেওয়া হয় ৷ এবং রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷

ভিডিয়োয় দেখুন...

আজ ভোর রাতে তাকে নিয়ে আসা হয় রামপুরহাট হাসপাতালে ৷ অভিযোগ, সেখানে লোহাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া কাগজপত্র না দেখেই চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা ৷ পরিবারের সদস্যদের কথা না শুনে, কোনও পরীক্ষা না করেই সাপে কেটেছে বলেই দাবি করেন চিকিৎসকরা ৷ সেখানেও বেশ কতকগুলি ইনজেকশন দেওয়া হয় ৷ এরপরই মারা যায় দেব ৷

রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ জানিয়েছেন নাগর মাল ৷ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হয় ৷ কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি ৷

Intro:Body:রামপুরহাট, 22 আগষ্ট: পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি দশ বছরের বালককে সাপে কামড়ানোর ইনজেকশন দেওয়ায় মৃত্যু হয়েছে ।এমনই অভিযোগ মৃত বালকের বাবার । মৃত ছাত্রের নাম দেব মাল। সে চতুর্থ শ্রেনীর ছাত্র। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে । মৃত বালকের পিতা নাগর মালের অভিযোগ, “ গত কাল পেটে ব্যাথা হওয়ার গ্রামেই একটি ওঝাকে দেখানোর পর প্রথমে লোহাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে আমাদের কথা না শুনে সাপে কামড়েছে বলে বেশ কয়েকটা ইনজেকশন দিয়ে দেয়। তারপর আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ছেলেকে রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের জরুরী বিভাগে তাকে নিয়ে আসি। সেখানে কর্মরত ডাক্তার, কোন পরিক্ষা না করেই সাপে টাকা ইনজেকশন দিয়ে দেয়। তার কিছুক্ষন পরই আমার ছেলের মৃত্যু হয়। আমি চিকিৎসায় গাফলতির অভিযোগ করে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ করেছি” মৃত ছাত্রের জেঠু তাপস মাল জানান, “ ছেলেকে অসুস্থ দেখে প্রথমে আমরা সাপে কামড়েছে বলে সন্দেহ করে গ্রামেই একজন ওঝার কাছে নিয়ে গেলে সে বলে সাপে কামড়ায় নি। হাসপাতাল নিয়ে যেতে তারপর আমরা প্রথমে লোহাপুরের হাসপাতাল নিয়ে গেল ভুল চিকিৎসা করে রামপুরহাটের সুপার স্পেশ্যালিটি হাসপাতাল রেফার করে।রামপুরহাট নিয়ে এলে সাপে কামড়ানোর ইজকেশন দেওয়ার জন্য বাচ্চাটি মারা যায়। আমার সুপারের কাছে লিখিত অভিযোগ করেছি। অভিযোগকারী নাগর মালের বাড়ি বীরভূমের নলহাটি থানার গোঁসাইপুর গ্রামে । Conclusion:
Last Updated : Aug 22, 2019, 10:57 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.