ETV Bharat / briefs

দুর্নীতি রুখেছিলাম, তাই হামলা করল ; বললেন সন্দেশখালির আক্রান্ত BDO

author img

By

Published : Jun 8, 2019, 5:57 AM IST

একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি হচ্ছিল । সেজন্য কড়া নজরদারির ব্যবস্থা করেন । সেজন্যই তাঁকে হামলার শিকার হতে হল বলে মনে করছেন সন্দেশখালি 2 নম্বর ব্লকের BDO কৌশিক ভট্টাচার্য ।

কৌশিক ভট্টাচার্য

বারাসত, 8 জুন : সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে নজরদারির ব্যবস্থা করেন । কমে যায় স্থানীয় নেতাদের আর্থিক তছরুপের সুযোগ । সেজন্যই তাঁর উপর হামলা চালানো হয় বলে মনে করছেন সন্দেশখালি 2 নম্বর ব্লকের BDO কৌশিক ভট্টাচার্য । অন্যদিকে, মারধরের ঘটনার পর 24 ঘণ্টা কেটে গেলেও গ্রেপ্তার করা হয়নি মূল অভিযুক্তদের । তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন । পাশাপাশি জেলাশাসক চৈতালি চক্রবর্তীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ ।

বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালির পঞ্চায়েত প্রধান দিলীপ মল্লিক ও বেড়মজুর-2 পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার নেতৃত্বে BDO অফিসে ঢোকে কয়েকজন তৃণমূল নেতা-কর্মী । অভিযোগ, সেখানে কথা বলার সময় হঠাৎই তারা BDO-কে মারতে শুরু করে । ভাঙচুর করা হয় অফিস । BDO-কে হাসপাতালে ভরতি করা হয় । সেদিন রাতে দুই তৃণমূল নেতা ও তাদের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি । কিন্তু, ঘটনার পর 24 ঘণ্টা পার হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় । পাশাপাশি, জেলার বিভিন্ন ব্লকের BDO-রা জেলাশাসকের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ।

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালিতে কর্মরত অবস্থায় BDO-র উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

পরে বিষয়টি নিয়ে জেলাশাসক বলেন, "পুলিশে অভিযোগ দায়ের হয়েছে । আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি । BDO-র চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে । " কিন্তু, এই ঘটনার পর থেকে BDO-রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তো ? সে প্রসঙ্গে জেলাশাসক বলেন, "BDO-রা তো জেলাশাসকের সঙ্গে এমনিই দেখা করেন । এই বিষয় (মারধরের ঘটনা) ছাড়াও অন্য বিষয়ে দেখা করেছেন । এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম । তাঁদের কোনও ভয় নেই বলে আমরা আশ্বস্ত করেছি ।" তাহলে কাজ করতে ভয় পাচ্ছেন BDO-রা ? এনিয়ে জেলাশাসক বলেন, "তাঁরা (অন্য BDO-রা) ভয় পাননি । তাঁরা কেন ভয় পাবেন ? "

সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও একশো দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা তছরুপ করছিলেন তৃণমূলের বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধান সহ অন্য দলের একাধিক নেতা । তা রুখতে কড়া পদক্ষেপ নেন BDO । কয়েক লাখ টাকা তছরুপের চেষ্টা আটকে দেন । তা নিয়ে BDO-র উপর ক্ষিপ্ত ছিল তারা । সেজন্যই BDO-এর উপর হামলা চালানো হয় । এপ্রসঙ্গে কৌশিকবাবু সরাসরি হাজি সিদ্দিক মোল্লার নাম উল্লেখ করেছেন । তিনি বলেন, "আমি বলেছিলাম, আমার ব্লক প্রশাসনের আধিকারিকরা সব জায়গায় যাবেন । এগুলিতে (প্রকল্পগুলি) অনেক সাধারণ মানুষ জড়িয়ে রয়েছে । তাই প্রকল্পগুলিতে প্রশাসনের আধিকারিকদের নজরদারি চালানোর ব্যবস্থা হয় । স্বভাবতই আর্থিক তছরুপের সুযোগ অনেকটাই কমে যায় । এটা হয়তো ওদের (হামলাকারীদের) পছন্দ হয়নি । এটা মানুষের স্বার্থে করেছিলাম । "

যদিও দুর্নীতির আটকানো জেরেই BDO-র উপর হামলা চালানো হল কি না সে প্রসঙ্গটি এড়িয়ে যান জেলাশাসক । তিনি বলেন, "এটির তদন্ত করতে হবে । " কাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ? তাতে জেলাশাসক বলেন, "অভিযোগপত্রে কয়েকজন জনপ্রতিনিধির কথা লিখেছেন BDO । " অপরদিকে অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । তা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না । বিষয়টি নিয়ে বসিরহাটের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ।

Barasat
জেলাশাসক চৈতালি চক্রবর্তী

বারাসত, 8 জুন : সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে নজরদারির ব্যবস্থা করেন । কমে যায় স্থানীয় নেতাদের আর্থিক তছরুপের সুযোগ । সেজন্যই তাঁর উপর হামলা চালানো হয় বলে মনে করছেন সন্দেশখালি 2 নম্বর ব্লকের BDO কৌশিক ভট্টাচার্য । অন্যদিকে, মারধরের ঘটনার পর 24 ঘণ্টা কেটে গেলেও গ্রেপ্তার করা হয়নি মূল অভিযুক্তদের । তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন । পাশাপাশি জেলাশাসক চৈতালি চক্রবর্তীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ ।

বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালির পঞ্চায়েত প্রধান দিলীপ মল্লিক ও বেড়মজুর-2 পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার নেতৃত্বে BDO অফিসে ঢোকে কয়েকজন তৃণমূল নেতা-কর্মী । অভিযোগ, সেখানে কথা বলার সময় হঠাৎই তারা BDO-কে মারতে শুরু করে । ভাঙচুর করা হয় অফিস । BDO-কে হাসপাতালে ভরতি করা হয় । সেদিন রাতে দুই তৃণমূল নেতা ও তাদের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি । কিন্তু, ঘটনার পর 24 ঘণ্টা পার হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় । পাশাপাশি, জেলার বিভিন্ন ব্লকের BDO-রা জেলাশাসকের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ।

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালিতে কর্মরত অবস্থায় BDO-র উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

পরে বিষয়টি নিয়ে জেলাশাসক বলেন, "পুলিশে অভিযোগ দায়ের হয়েছে । আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি । BDO-র চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে । " কিন্তু, এই ঘটনার পর থেকে BDO-রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তো ? সে প্রসঙ্গে জেলাশাসক বলেন, "BDO-রা তো জেলাশাসকের সঙ্গে এমনিই দেখা করেন । এই বিষয় (মারধরের ঘটনা) ছাড়াও অন্য বিষয়ে দেখা করেছেন । এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম । তাঁদের কোনও ভয় নেই বলে আমরা আশ্বস্ত করেছি ।" তাহলে কাজ করতে ভয় পাচ্ছেন BDO-রা ? এনিয়ে জেলাশাসক বলেন, "তাঁরা (অন্য BDO-রা) ভয় পাননি । তাঁরা কেন ভয় পাবেন ? "

সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও একশো দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা তছরুপ করছিলেন তৃণমূলের বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধান সহ অন্য দলের একাধিক নেতা । তা রুখতে কড়া পদক্ষেপ নেন BDO । কয়েক লাখ টাকা তছরুপের চেষ্টা আটকে দেন । তা নিয়ে BDO-র উপর ক্ষিপ্ত ছিল তারা । সেজন্যই BDO-এর উপর হামলা চালানো হয় । এপ্রসঙ্গে কৌশিকবাবু সরাসরি হাজি সিদ্দিক মোল্লার নাম উল্লেখ করেছেন । তিনি বলেন, "আমি বলেছিলাম, আমার ব্লক প্রশাসনের আধিকারিকরা সব জায়গায় যাবেন । এগুলিতে (প্রকল্পগুলি) অনেক সাধারণ মানুষ জড়িয়ে রয়েছে । তাই প্রকল্পগুলিতে প্রশাসনের আধিকারিকদের নজরদারি চালানোর ব্যবস্থা হয় । স্বভাবতই আর্থিক তছরুপের সুযোগ অনেকটাই কমে যায় । এটা হয়তো ওদের (হামলাকারীদের) পছন্দ হয়নি । এটা মানুষের স্বার্থে করেছিলাম । "

যদিও দুর্নীতির আটকানো জেরেই BDO-র উপর হামলা চালানো হল কি না সে প্রসঙ্গটি এড়িয়ে যান জেলাশাসক । তিনি বলেন, "এটির তদন্ত করতে হবে । " কাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ? তাতে জেলাশাসক বলেন, "অভিযোগপত্রে কয়েকজন জনপ্রতিনিধির কথা লিখেছেন BDO । " অপরদিকে অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । তা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না । বিষয়টি নিয়ে বসিরহাটের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ।

Barasat
জেলাশাসক চৈতালি চক্রবর্তী
sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.