পূর্ব বর্ধমান, 2 জুলাই : কাটমানি নিয়ে রাজ্যে তৃণমূল, BJP সংঘাত অব্যাহত । পূর্ব বর্ধমানের 2 জায়গায় BJP-র বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল । প্রথম অভিযোগটি মেমারির দুর্গাপুর পঞ্চায়েত এলাকার। নর্দমা তৈরির কাজে কাটমানি খাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী শেখ হাসিবুলের বিরুদ্ধে । অভিযোগ, তাঁকে গলায় গামছার ফাঁস দিয়ে বাড়ি থেকে ডেকে এনে মারধর করে BJP-র কর্মীরা । অথচ হাসিবুলের দাবি, যখন ওই নর্দমা তৈরির কাজ চলছিল তখন তিনি তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন না।
অপর ঘটনাটি মঙ্গলকোটের। ডেপুটেশন দিতে গিয়ে প্রধান ও উপপ্রধানের দেখা না পেয়ে পঞ্চায়েতের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের নিগন পঞ্চায়েতে । আহত কর্মীরা বিষয়টি নিয়ে BDO-র কাছে অভিযোগ জানিয়েছেন । এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মঙ্গলকোটের BDO মুস্তাক আহমেদ ।
কাটমানি ফেরত ও সরকারি কাজের দুর্নীতির অভিযোগ তুলে সোমবার দুপুরে মঙ্গলকোটে নিগন পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গিয়েছিল BJP । বিভিন্ন গ্রামের প্রায় হাজার খানেক কর্মী ও সমর্থক এই কর্মসূচিতে সামিল হন । BJP-র লোকজন পঞ্চায়েতে গিয়ে জানতে পারেন প্রধান বা উপপ্রধান কেউই আসেননি । সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর উত্তেজিত জনতা পঞ্চায়েত অফিসে ঢুকে পড়েন । অভিযোগ, তাঁরা পঞ্চায়েত কর্মীদের কার্যত গায়ের জোরে বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেন ।
BJP নেতৃত্বের দাবি, সাত দিন আগে এই কর্মসূচির বিষয়ে প্রধানকে জানানো হলেও ইচ্ছাকৃতভাবে তাঁরা এ দিন পঞ্চায়েত অফিসে অনুপস্থিত ছিলেন ।
পঞ্চায়েত অফিসে তালা লাগানোর পর ক্ষিপ্ত BJP কর্মীরা পঞ্চায়েতের টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট সুব্রত দালাল ও পঞ্চায়েত কর্মী সরোজ চৌধুরীকে ব্যাপক মারধর করে বলেও পাল্টা অভিযোগ আনা হয়। খবর পেয়ে মঙ্গলকোট ব্লকের BDO মুস্তাক আহমেদ ঘটনাস্থলে আসেন । পরে BJP কর্মীরা পঞ্চায়েত অফিসের চাবি তাঁর হাতে তুলে দেন ।
দুই পঞ্চায়েত কর্মীকে মারধর প্রসঙ্গে স্থানীয় BJP নেতা শিশির ঘোষ বলেন , " পঞ্চায়েত প্রধান উপস্থিত না থাকার কারণে আমাদের কয়েকজন কর্মী উত্তেজিত হয়ে দুই পঞ্চায়েত কর্মীকে হেনস্থা করছিলেন । অবশ্য সঙ্গে সঙ্গে আমরা ওই দুই কর্মীকে নিরাপদ জায়গায় সরিয়ে দিই।" পাশাপাশি তিনি আরও বলেন, " BDO সাহেব আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে উপস্থিত থেকে আমাদের ডেপুটেশনের বিষয় শুনে পরবর্তী পদক্ষেপ নেবেন ।"