ETV Bharat / briefs

"পেট চিরে সমস্ত কাটমানি বার করব"

কাটমানি ইশুতে এইবার সরব পুরুলিয়া । মমতা ব্যানার্জী থেকে অভিষেক ব্যানার্জী, BJP জেলা সভাপতি অভিযোগ তুললেন সকলের দিকে ।

BJP-মিছিল
author img

By

Published : Jul 2, 2019, 11:00 AM IST

Updated : Jul 2, 2019, 11:43 AM IST

পুরুলিয়া , 2 জুলাই : কাটমানি ইশুতে জেলায় জেলায় ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে । কোথাও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, আবার কোথাও শাসকদলের নেতা, কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ । রোজ এমনই ছবি উঠে আসছে রাজ‍্যের বিভিন্ন জায়গায় । বাদ যায়নি পুরুলিয়াও ।

গতকাল কাটমানি ফেরতের দাবি তুলে পুরুলিয়া শহরে মিছিল করে BJP । সেখানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ করেন BJP-র পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী । তিনি বলেন "নিচুতলার কর্মী থেকে অভিষেক ব্যানার্জির দরজা পর্যন্ত সর্বস্তরে কাটমানির টাকা গিয়েছে । যেদিন রাজ্যে BJP ক্ষমতায় আসবে সেদিন পেট চিরে সমস্ত কাটমানি বার করবো ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বিদ্যাসাগর চক্রবর্তী বলেন " পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলার মানুষকে সব থেকে বেশি কাটমানি দিতে হয়েছে শাসক দলকে । তৃণমূলের নিচুতলার কর্মী থেকে অভিষেক ব্যানার্জির দরজা পর্যন্ত কাটমানির টাকা পৌঁছে গিয়েছে । শাসক দলের হুমকির ভয়ে তাঁরা মুখ খুলছেন না । এটা আসলে মমতা ব্যানার্জির ইমেজকে স্বচ্ছ রাখার চেষ্টা । উনি দেখাতে চাইছেন তৃণমূলের কিছু লোক দুর্নীতি করছে আর তিনি সত্যবাদি । কাটমানি সমস্যার সমাধান যদি সত্যিই মুখ্যমন্ত্রী চান তাহলে সরকারি আমলাদের দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো উচিৎ । তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে । যেদিন BJP রাজ্যে ক্ষমতায় আসবে সেদিন সমস্ত কাটমানির টাকা তৃণমূলের নেতা-কর্মীর পেট চিরে বার করব ।"

পুরুলিয়া , 2 জুলাই : কাটমানি ইশুতে জেলায় জেলায় ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে । কোথাও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, আবার কোথাও শাসকদলের নেতা, কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ । রোজ এমনই ছবি উঠে আসছে রাজ‍্যের বিভিন্ন জায়গায় । বাদ যায়নি পুরুলিয়াও ।

গতকাল কাটমানি ফেরতের দাবি তুলে পুরুলিয়া শহরে মিছিল করে BJP । সেখানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ করেন BJP-র পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী । তিনি বলেন "নিচুতলার কর্মী থেকে অভিষেক ব্যানার্জির দরজা পর্যন্ত সর্বস্তরে কাটমানির টাকা গিয়েছে । যেদিন রাজ্যে BJP ক্ষমতায় আসবে সেদিন পেট চিরে সমস্ত কাটমানি বার করবো ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বিদ্যাসাগর চক্রবর্তী বলেন " পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলার মানুষকে সব থেকে বেশি কাটমানি দিতে হয়েছে শাসক দলকে । তৃণমূলের নিচুতলার কর্মী থেকে অভিষেক ব্যানার্জির দরজা পর্যন্ত কাটমানির টাকা পৌঁছে গিয়েছে । শাসক দলের হুমকির ভয়ে তাঁরা মুখ খুলছেন না । এটা আসলে মমতা ব্যানার্জির ইমেজকে স্বচ্ছ রাখার চেষ্টা । উনি দেখাতে চাইছেন তৃণমূলের কিছু লোক দুর্নীতি করছে আর তিনি সত্যবাদি । কাটমানি সমস্যার সমাধান যদি সত্যিই মুখ্যমন্ত্রী চান তাহলে সরকারি আমলাদের দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো উচিৎ । তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে । যেদিন BJP রাজ্যে ক্ষমতায় আসবে সেদিন সমস্ত কাটমানির টাকা তৃণমূলের নেতা-কর্মীর পেট চিরে বার করব ।"

Intro:পুরুলিয়া : শিক্ষকদের অনিয়মিত স্কুলে আসা, অনিয়মিত ক্লাস সহ বিভিন্ন অভিযোগ তুলে আজ প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে শিক্ষক শিক্ষিকাদের রুমে আটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকার স্কুল পড়ুয়া ও অভিভাবকেরা l ঘটনা পুরুলিয়া জেলার কোটশিলা থানার চিতমু গ্রাম পঞ্চায়েতের খটঙ্গা উচ্চ বিদ্যালয়ের l ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা রয়েছে স্কুল চত্বরে l Body:অভিযোগ, এক মাস ধরে স্কুলের প্রধান শিক্ষক স্কুলে আসেন না l এমনকি অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও অনিয়মিত ভাবে স্কুলে আসেন l বিদ্যালয়ে অনিয়মিত ক্লাস হয় l মিড-ডে-মিলের রান্নাও কোন কোন দিন বন্ধ থাকে l এছাড়াও অভিযোগ, এখনও পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম দেওয়াই হয়নি l তাই ছাত্র-ছাত্রীরা ভর্তির আবেদনও করতে পারছে না l একেবারে লাটে উঠেছে স্কুলের শিক্ষা ব্যবস্থা l এ বিষয়ে অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষকে বার বার জানালেও কোন লাভ হয়নি বলে অভিযোগ l তাই এবার বিদ্যালয়ে শিক্ষার হাল ফেরাতে রুমে শিক্ষক-শিক্ষিকাদের আটকে রেখে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়া ও অভিভাবকেরা lConclusion:অভিভাবকেরা জানান, "প্রশাসনিক আধিকারিকেরা স্কুলে এসে কোন ব্যবস্থা না নিচ্ছে ততক্ষন বন্ধ থাকবে স্কুল l" ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ l
Last Updated : Jul 2, 2019, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.