ETV Bharat / briefs

ইফতার থেকে ফিরেই জ্বর ও বমি, হাসপাতালে ভরতি 70 - ramadan

ইফতারে খাবার খেয়ে অসুস্থ কুশমণ্ডির নানাহারপাড়া এলাকার প্রায় ৮০ জন। অসুস্থ হয়ে কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৭০ জন । বাকিদের চিকিৎসা চলছে বাড়িতে ।

হাসপাতালে অসুস্থদের চিকিৎসা চলছে
author img

By

Published : May 22, 2019, 5:02 AM IST

Updated : May 22, 2019, 5:56 AM IST

কুশমণ্ডি, 22 মে: ইফতারে খাবার খেয়ে অসুস্থ কুশমণ্ডির নানাহারপাড়া এলাকার প্রায় ৮০ জন। অসুস্থ হয়ে কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৭০ জন । বাকিদের চিকিৎসা চলছে বাড়িতে । খবর পেয়ে গ্রামে গেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম । বিষয়টিতে নজর রাখছে ব্লক প্রশাসন ।

মঙ্গলবার রাতে কুশমণ্ডির নানাহারপাড়া এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৮০ জন ছিল । খাবার খেয়ে প্রত্যেকেই কম-বেশি অসুস্থ হন । খাদ্যে বিষক্রিয়ার ফলেই তাঁরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিক অনুমান প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ।

প্রায় ৭০ জন জ্বর, বমি সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । বাড়িতে যাঁদের চিকিৎসা চলছে তাদের মেডিকেল টিম ওষুধ দিয়েছে । নানাহারপাড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় অসুস্থদের কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক জানান, নানাহারপাড়া এলাকার মসজিদে ইফতার পার্টি ছিল । সেখান থেকে খাবার খেয়ে ফেরার পরেই একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন । অসুস্থদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। কুশমণ্ডির BDO মহম্মদ জাকিরা জানান, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে । অসুস্থদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে ।

কুশমণ্ডি, 22 মে: ইফতারে খাবার খেয়ে অসুস্থ কুশমণ্ডির নানাহারপাড়া এলাকার প্রায় ৮০ জন। অসুস্থ হয়ে কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৭০ জন । বাকিদের চিকিৎসা চলছে বাড়িতে । খবর পেয়ে গ্রামে গেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম । বিষয়টিতে নজর রাখছে ব্লক প্রশাসন ।

মঙ্গলবার রাতে কুশমণ্ডির নানাহারপাড়া এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৮০ জন ছিল । খাবার খেয়ে প্রত্যেকেই কম-বেশি অসুস্থ হন । খাদ্যে বিষক্রিয়ার ফলেই তাঁরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিক অনুমান প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ।

প্রায় ৭০ জন জ্বর, বমি সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । বাড়িতে যাঁদের চিকিৎসা চলছে তাদের মেডিকেল টিম ওষুধ দিয়েছে । নানাহারপাড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় অসুস্থদের কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক জানান, নানাহারপাড়া এলাকার মসজিদে ইফতার পার্টি ছিল । সেখান থেকে খাবার খেয়ে ফেরার পরেই একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন । অসুস্থদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। কুশমণ্ডির BDO মহম্মদ জাকিরা জানান, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে । অসুস্থদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে ।

Intro:খাদ্যে বিষক্রিয়া, ইফতারে খাওয়ার খেয়ে কুশমণ্ডিতে অসুস্থ ৮০ জন।।

কুশমণ্ডি, ২২ মে: ইফতারের খাওয়ার খেয়ে অসুস্থ কুশমণ্ডির নানাহারপাড়া এলাকার প্রায় ৮০ জন। পেটের সমস্যা নিয়ে কুশমণ্ডি ও রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় ৬০-৭০ জন। বাকিদের চিকিৎসা গ্রামেই চলছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। পুরো বিষয়ের উপর নজর রাখছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর।  

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে কুশমণ্ডির নানাহারপাড়া এলাকার ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পুরুষ মহিলা মিলিয়ে ৮০ জন অংশ গ্রহণ করে। সেখানে ইফতারের খাওয়ার খেয়ে অসুস্থ হন ৮০ জন গ্রামবাসী। খাদ্যে বিষক্রিয়ার ফলেই সকলে অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিক অনুমান প্রশাসন ও স্বাস্থ্য দফতরের। বাকি অসুস্থদের বাড়িতে চিকিৎসা চলছে। এদিকে খবর পেয়েই ওই গ্রামে পৌঁছেছে মেডিক্যাল টিম। এদিকে স্বাস্থ্য কর্মীরা গ্রামেই অসুস্থদের ওষুধ পত্র দিচ্ছেন। জ্বর, পাতলা পায়খানা, বমি ও পেটের নানান সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। বাড়িতে যাদের চিকিৎসা চলছে তাদের উপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও এলাকায় দেওয়া হচ্ছে ওআরএস ও অন্যান্য ওষুধপত্র। এদিকে নানাহারপাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় তাদের কুশমণ্ডি ও রসিদপুর হাসপাতালে রোগীদের ভর্তি করা হচ্ছে। বর্তমানে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে ১ জন ও বাকিরা রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক জানান, নানাহারপাড়া এলাকার মসজিদে ইফতার করার কিছুক্ষনণ পর থেকেই একে একে সব অসুস্থ হয়ে পরে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও বাচ্চা রয়েছে।

অন্য দিকে পুর বিষয়ের উপর নজর রাখছে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর। কুশমণ্ডির বিডিও মহঃ জাকিরা জানান, পুরো বিষয়ে নজর রাখছেন। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। Body:KushmandiConclusion:Kushmandi
Last Updated : May 22, 2019, 5:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.