মেমারি, 8 জুলাই : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের । বাড়ি মেমারি 1 নম্বর ব্লকের কেষ্টপুর এলাকায়। জেলায় প্রথম কেউ কোরোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, বছর সত্তরের ওই বৃদ্ধ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মেমারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কোরোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সন্ধ্যায় তাঁর রিপোর্ট কোরোনা পজিটিভ আসে। রাতেই মারা যান তিনি ।
এদিকে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেমারিতে আতঙ্ক ছড়িয়েছে। জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, মৃত ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছেন, তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । সবার নমুনা পরীক্ষা করা হবে ।
জেলাশাসক বিজয় ভারতী বলেন, “কোরোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই প্রথম জেলায় কোরোনা আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যু হল। স্বাস্থ্য বিভাগের নির্দেশ মতো দেহ সৎকার করার জন্য যেসব সর্তকতা অবলম্বন করা দরকার সবকিছু মেনে ওই বৃদ্ধের মৃতদেহ সৎকার করা হবে। ইতিমধ্যেই মঙ্গলকোটে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতদের জন্য শ্মশান চিহ্নিত করা হয়েছে। সেখানেই তাঁর সৎকার করা হবে।”
পূর্ব বর্ধমানে প্রথম কোরোনায় মৃত্যু - Corona infected old person died in east burdwan
কোরোনায় মারা গেলেন মেমারির এক নম্বর ব্লকের কেষ্ট পুরের বাসিন্দা এক বৃদ্ধ। গতকাল তাঁর নমুনা পরীক্ষা রিপোর্ট পজেটিভ আসে । গতরাতে তিনি মারা যান ।
![পূর্ব বর্ধমানে প্রথম কোরোনায় মৃত্যু First death due to Covid 19 , east Burdwan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:42:09:1594217529-wb-bwn-01-burdwancoronadeath-7204528-08072020193759-0807f-03031-749.jpg?imwidth=3840)
মেমারি, 8 জুলাই : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের । বাড়ি মেমারি 1 নম্বর ব্লকের কেষ্টপুর এলাকায়। জেলায় প্রথম কেউ কোরোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, বছর সত্তরের ওই বৃদ্ধ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মেমারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কোরোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সন্ধ্যায় তাঁর রিপোর্ট কোরোনা পজিটিভ আসে। রাতেই মারা যান তিনি ।
এদিকে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেমারিতে আতঙ্ক ছড়িয়েছে। জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, মৃত ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছেন, তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । সবার নমুনা পরীক্ষা করা হবে ।
জেলাশাসক বিজয় ভারতী বলেন, “কোরোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই প্রথম জেলায় কোরোনা আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যু হল। স্বাস্থ্য বিভাগের নির্দেশ মতো দেহ সৎকার করার জন্য যেসব সর্তকতা অবলম্বন করা দরকার সবকিছু মেনে ওই বৃদ্ধের মৃতদেহ সৎকার করা হবে। ইতিমধ্যেই মঙ্গলকোটে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতদের জন্য শ্মশান চিহ্নিত করা হয়েছে। সেখানেই তাঁর সৎকার করা হবে।”
TAGGED:
covid 19