ETV Bharat / briefs

ফুট ওভার ব্রিজের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন, পরিবর্তন সময়সূচির - bardhaman

23 ও 24 এপ্রিল নিমো হল্ট স্টেশনে ফুট ওভার ব্রিজ় চালু করার কাজ রয়েছে। সেই কাজের জন্য মেমারি ও রসলপুর স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। ফলে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে কয়েকটি ট্রেনের।

ছবি সৌজন্যে pixabay
author img

By

Published : Apr 23, 2019, 4:04 AM IST

কলকাতা, 22 এপ্রিল: ফুট ওভারব্রিজের কাজের জন্য ২৩ ও ২৪ এপ্রিল বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। সময়সূচি ও যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে কয়েকটি ট্রেনের।

23 ও 24 এপ্রিল বাতিল হয়েছে কয়েকটি ট্রেন। সেগুলি হল
মেন লাইনের
37812 বর্ধমান-হাওড়া লোকাল, 37786 বর্ধমান-ব্যান্ডেল লোকাল,
মেন লাইনের 37814 বর্ধমান- হাওড়া লোকাল, মেন লাইনের 37813 হাওড়া-বর্ধমান লোকাল।

সময়সূচির পরিবর্তন করা হয়েছে কয়েকটি ট্রেনের। সেগুলি হল ব্যান্ডেল-বর্ধমান 37783 লোকাল। এই ট্রেন 24 এপ্রিল ব্যান্ডেল স্টেশন থেকে 4টা 20 মিনিটের পরিবর্তে 4টা 40 মিনিটে ছাড়বে। 12303 আপ হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসটি হাওড়া থেকে 23 এপ্রিল সকাল 8টার পরিবর্তে সকাল 10টা 35 মিনিটে ছাড়বে।

নিমো হল্ট স্টেশনে ফুট ওভার ব্রিজ়ের কাজ চলবে 23 ও 24 এপ্রিল। তাই মেমারি ও রসুলপুর স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। 23 ও 24 তারিখ রাত 1টা 15 মিনিট থেকে ভোর 5 টা 15 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ। ফলে কয়েকটি ট্রেনের সময়সূচির রদবদল করা হয়েছে।


Body:শনিবার দক্ষিণ কলকাতার চেতলা গার্লস হাই স্কুলের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। এদিন চেতলা গার্লস হাই স্কুলে প্রিসাইডিং অফিসারদের একটি ভোটপূর্ব প্রশিক্ষণ চলছিল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার এবং কলকাতার নোডাল, প্রিসাইডিং ও পোলিং অফিসার এই মিছিলে সামিল হন।

ভোটকর্মী ঐক্য মঞ্চের অন্যতম সদস্য স্বপন মন্ডল বলার, "নোডাল, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা চাইনা অর্ণব রায়ের মতো আর কোনও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক কোনও ভোটকর্মীরা সঙ্গে। আগের দু দফায় আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছি। আগের দুদফায় বুথে নির্বাচন চলাকালীন বিভিন্ন কারণে গোলমাল হয়েছে বলে বহু ভোটকর্মীকে নির্বাচন কমিশন থেকে শো কজ ও করা হয়েছে। যদিও এই গোলমালে ভোটকর্মীদের কোনও হাত ছিলো না।"

এছাড়াও বিভিন্ন জায়গায় ভোটকর্মীদের সঙ্গে নির্মম ব্যবহার করা হয়েছে।




Conclusion:কৃষ্ণনগরের ভোটকর্মী অর্ণব রায় যিনি একজন নোডাল অফিসারের দ্বায়ীত্বে ছিলেন আজ তিনদিন হল নিখোঁজ। তাই এই বিক্ষোভকারী ভোটকর্মীদের হুঁশিয়ারি তৃতীয় দফায় যদি তাঁদের দাবিদাওয়া না মানা হয় তাহলে তাঁরা এই দ্বায়ীত্ব থেকে সরে দাঁড়াবেন ও নির্বাচন বয়কট করবেন।

কলকাতা, 22 এপ্রিল: ফুট ওভারব্রিজের কাজের জন্য ২৩ ও ২৪ এপ্রিল বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। সময়সূচি ও যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে কয়েকটি ট্রেনের।

23 ও 24 এপ্রিল বাতিল হয়েছে কয়েকটি ট্রেন। সেগুলি হল
মেন লাইনের
37812 বর্ধমান-হাওড়া লোকাল, 37786 বর্ধমান-ব্যান্ডেল লোকাল,
মেন লাইনের 37814 বর্ধমান- হাওড়া লোকাল, মেন লাইনের 37813 হাওড়া-বর্ধমান লোকাল।

সময়সূচির পরিবর্তন করা হয়েছে কয়েকটি ট্রেনের। সেগুলি হল ব্যান্ডেল-বর্ধমান 37783 লোকাল। এই ট্রেন 24 এপ্রিল ব্যান্ডেল স্টেশন থেকে 4টা 20 মিনিটের পরিবর্তে 4টা 40 মিনিটে ছাড়বে। 12303 আপ হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসটি হাওড়া থেকে 23 এপ্রিল সকাল 8টার পরিবর্তে সকাল 10টা 35 মিনিটে ছাড়বে।

নিমো হল্ট স্টেশনে ফুট ওভার ব্রিজ়ের কাজ চলবে 23 ও 24 এপ্রিল। তাই মেমারি ও রসুলপুর স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। 23 ও 24 তারিখ রাত 1টা 15 মিনিট থেকে ভোর 5 টা 15 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ। ফলে কয়েকটি ট্রেনের সময়সূচির রদবদল করা হয়েছে।


Body:শনিবার দক্ষিণ কলকাতার চেতলা গার্লস হাই স্কুলের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। এদিন চেতলা গার্লস হাই স্কুলে প্রিসাইডিং অফিসারদের একটি ভোটপূর্ব প্রশিক্ষণ চলছিল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার এবং কলকাতার নোডাল, প্রিসাইডিং ও পোলিং অফিসার এই মিছিলে সামিল হন।

ভোটকর্মী ঐক্য মঞ্চের অন্যতম সদস্য স্বপন মন্ডল বলার, "নোডাল, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা চাইনা অর্ণব রায়ের মতো আর কোনও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক কোনও ভোটকর্মীরা সঙ্গে। আগের দু দফায় আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছি। আগের দুদফায় বুথে নির্বাচন চলাকালীন বিভিন্ন কারণে গোলমাল হয়েছে বলে বহু ভোটকর্মীকে নির্বাচন কমিশন থেকে শো কজ ও করা হয়েছে। যদিও এই গোলমালে ভোটকর্মীদের কোনও হাত ছিলো না।"

এছাড়াও বিভিন্ন জায়গায় ভোটকর্মীদের সঙ্গে নির্মম ব্যবহার করা হয়েছে।




Conclusion:কৃষ্ণনগরের ভোটকর্মী অর্ণব রায় যিনি একজন নোডাল অফিসারের দ্বায়ীত্বে ছিলেন আজ তিনদিন হল নিখোঁজ। তাই এই বিক্ষোভকারী ভোটকর্মীদের হুঁশিয়ারি তৃতীয় দফায় যদি তাঁদের দাবিদাওয়া না মানা হয় তাহলে তাঁরা এই দ্বায়ীত্ব থেকে সরে দাঁড়াবেন ও নির্বাচন বয়কট করবেন।

Intro:ভরকর্মীদের সুরক্ষার দাবিতে এবার কলকাতার রাস্তায় বিক্ষোভ দেখালেন তাঁরা। বুথে বুথে কেন্দ্রিয়াও বাহিনী মোতায়ন, যেসব রাজ্যে নির্বাচন হবে সেখানকার বিভিন্ন পথে কেন্দ্রীয় বাহনীর রুট মার্চ পাশাপাশি আরও কিছু দাবিতে আজ পথে নেমে বিক্ষোভ মিছিল করেন ভোটকর্মী ঐক্য মঞ্চের সদস্যরা।




Body:শনিবার দক্ষিণ কলকাতার চেতলা গার্লস হাই স্কুলের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। এদিন চেতলা গার্লস হাই স্কুলে প্রিসাইডিং অফিসারদের একটি ভোটপূর্ব প্রশিক্ষণ চলছিল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার এবং কলকাতার নোডাল, প্রিসাইডিং ও পোলিং অফিসার এই মিছিলে সামিল হন।

ভোটকর্মী ঐক্য মঞ্চের অন্যতম সদস্য স্বপন মন্ডল বলার, "নোডাল, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা চাইনা অর্ণব রায়ের মতো আর কোনও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক কোনও ভোটকর্মীরা সঙ্গে। আগের দু দফায় আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছি। আগের দুদফায় বুথে নির্বাচন চলাকালীন বিভিন্ন কারণে গোলমাল হয়েছে বলে বহু ভোটকর্মীকে নির্বাচন কমিশন থেকে শো কজ ও করা হয়েছে। যদিও এই গোলমালে ভোটকর্মীদের কোনও হাত ছিলো না।"

এছাড়াও বিভিন্ন জায়গায় ভোটকর্মীদের সঙ্গে নির্মম ব্যবহার করা হয়েছে।




Conclusion:কৃষ্ণনগরের ভোটকর্মী অর্ণব রায় যিনি একজন নোডাল অফিসারের দ্বায়ীত্বে ছিলেন আজ তিনদিন হল নিখোঁজ। তাই এই বিক্ষোভকারী ভোটকর্মীদের হুঁশিয়ারি তৃতীয় দফায় যদি তাঁদের দাবিদাওয়া না মানা হয় তাহলে তাঁরা এই দ্বায়ীত্ব থেকে সরে দাঁড়াবেন ও নির্বাচন বয়কট করবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.