কলকাতা, 25 জানুয়ারি : কয়লা কাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Bengal Minister Moloy Ghatak Summoned by ED) । তাঁকে 2 ফেব্রুয়ারি দিল্লিতে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে । এই মামলায় এখনও পর্যন্ত যাঁদের যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের সঙ্গে আইনমন্ত্রীর বয়ানের মিল থাকছে না । ফলে বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও পাননি কেন্দ্রীয় গোয়েন্দারা । তার জন্যই মন্ত্রীকে ফের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ।
এর আগে কয়লা কাণ্ডে একাধিকবার নোটিশ করা হয়েছে মলয় ঘটককে । একাধিকবার হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন । ইতিমধ্যেই কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পাশাপাশি কয়লা কাণ্ডে রাজ্য সরকারের একাধিক পুলিশ কর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় । প্রয়োজনে তাঁদের বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা । সেই বয়ানের উপর ভিত্তি করে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি এবং সিবিআই ।
ইতিমধ্যেই কলকাতা এবং আসানসোলের বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়েছে । জানা গিয়েছে, কয়লা পাচারের টাকা এই সকল বেসরকারি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন খাতে ভাগ হয়ে গিয়েছে । সেখান থেকে একাধিক নথিপত্র পেয়েছেন তদন্তকারীরা । এক্ষেত্রে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মনে করছেন এনফর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । তাই আগামী 2 ফেব্রুয়ারি দিল্লিতে তাঁদের কার্যালয়ে মন্ত্রীকে তলব করা হয়েছে । তবে এই বিষয়ে মলয় ঘটকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আরও পড়ুন : Buddhadeb rejects Padma award : পদ্ম-প্রত্যাখ্যান বুদ্ধের, বিবৃতিতে জানালেন নিজেই