ETV Bharat / briefs

স্পোর্টিং রাইটস না পেলে কলকাতা লিগেও সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল - Quees

নতুন মরশুমে ফুটবলারদের চুক্তি বা নতুন স্পনসরের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা শুরু করেও ইস্টবেঙ্গল কর্তারা করতে পারছেন না। কারণ কোয়েসের থেকে স্পোর্টিং রাইটস এখনও হাতে পায়নি লাল-হলুদ ।

Image
East bengal
author img

By

Published : Jun 11, 2020, 8:29 PM IST

কলকাতা, 11 জুন : ইস্টবেঙ্গল বনাম বিনিয়োগ সংস্থার বিচ্ছেদের প্রক্রিয়া ক্রমেই জটিল হয়ে চলেছে । 31 মে বিচ্ছেদ হলেও তার কাগজ এখনও ক্লাবের হাতে আসেনি । ফলে স্পোর্টিং রাইটস ক্লাবের হাতে ফিরে আসার কথা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

ফলে নতুন মরশুমে ফুটবলারদের চুক্তি বা নতুন স্পনসরের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা শুরু করেও কর্তারা করতে পারছেন না। দু'পক্ষ থেকেই বলা হচ্ছে লকডাউন না হলে কাগজ হাতে পাওয়ার বিষয়টি নিষ্পত্তি হয়ে যেত। তা এই অবস্থায় আইনজীবীরা কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে চলতি মাসের শেষে ইস্টবেঙ্গলের হাতে স্পোর্টিং রাইটস ফিরে আসবে।

প্রসঙ্গত বলে রাখা ভালো স্পোর্টিং রাইটস না পেলে ইস্টবেঙ্গলের পক্ষে চলতি মরশুমে জাতীয় স্তরের কোনও টুর্নামেন্ট খেলা সম্ভব হবে না। ফলে আই লিগ কিংবা ISL এ মাঠে নামা সম্ভব হবে না। যদিও শোনা যাচ্ছে স্পোর্টিং রাইটস না ফিরে পেলে ইস্টবেঙ্গলের পক্ষে জাতীয় স্তরের টুর্নামেন্ট দূরে থাক কলকাতা লিগ এবং IFA শিল্ডে অংশগ্রহণ করাও সম্ভব হবে না। যদিও IFA-তে ইস্টবেঙ্গলের নামটি নথিভুক্ত হয়েছে। বিনিয়োগ সংস্থার নাম নেই।

কিন্তু 2018 সালে বিনিয়োগ সংস্থার সঙ্গে চুক্তি হওয়ার পরে ইস্টবেঙ্গলের ফুটবল এবং ক্রিকেট খেলার স্বত্ব চলে গিয়েছে। এখন অ্যাথলেটিকস, হকি, টেনিস ছাড়া অন্য কোনও খেলার রাইটস ক্লাব কর্তাদের হাতে নেই। যদিও স্থানীয় কলকাতা লিগ এবং IFA শিল্ডে অংশগ্রহণ আটকাবে না বলে ক্লাব কর্তারা বলছেন। তবে সেই দাবিতে প্রত্যাশিত জোর নেই। এদিকে চুক্তিবদ্ধ ফুটলারদের কাছে ক্লাবে চুক্তির কাগজ পাঠানো হয়েছে।

কলকাতা, 11 জুন : ইস্টবেঙ্গল বনাম বিনিয়োগ সংস্থার বিচ্ছেদের প্রক্রিয়া ক্রমেই জটিল হয়ে চলেছে । 31 মে বিচ্ছেদ হলেও তার কাগজ এখনও ক্লাবের হাতে আসেনি । ফলে স্পোর্টিং রাইটস ক্লাবের হাতে ফিরে আসার কথা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

ফলে নতুন মরশুমে ফুটবলারদের চুক্তি বা নতুন স্পনসরের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা শুরু করেও কর্তারা করতে পারছেন না। দু'পক্ষ থেকেই বলা হচ্ছে লকডাউন না হলে কাগজ হাতে পাওয়ার বিষয়টি নিষ্পত্তি হয়ে যেত। তা এই অবস্থায় আইনজীবীরা কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে চলতি মাসের শেষে ইস্টবেঙ্গলের হাতে স্পোর্টিং রাইটস ফিরে আসবে।

প্রসঙ্গত বলে রাখা ভালো স্পোর্টিং রাইটস না পেলে ইস্টবেঙ্গলের পক্ষে চলতি মরশুমে জাতীয় স্তরের কোনও টুর্নামেন্ট খেলা সম্ভব হবে না। ফলে আই লিগ কিংবা ISL এ মাঠে নামা সম্ভব হবে না। যদিও শোনা যাচ্ছে স্পোর্টিং রাইটস না ফিরে পেলে ইস্টবেঙ্গলের পক্ষে জাতীয় স্তরের টুর্নামেন্ট দূরে থাক কলকাতা লিগ এবং IFA শিল্ডে অংশগ্রহণ করাও সম্ভব হবে না। যদিও IFA-তে ইস্টবেঙ্গলের নামটি নথিভুক্ত হয়েছে। বিনিয়োগ সংস্থার নাম নেই।

কিন্তু 2018 সালে বিনিয়োগ সংস্থার সঙ্গে চুক্তি হওয়ার পরে ইস্টবেঙ্গলের ফুটবল এবং ক্রিকেট খেলার স্বত্ব চলে গিয়েছে। এখন অ্যাথলেটিকস, হকি, টেনিস ছাড়া অন্য কোনও খেলার রাইটস ক্লাব কর্তাদের হাতে নেই। যদিও স্থানীয় কলকাতা লিগ এবং IFA শিল্ডে অংশগ্রহণ আটকাবে না বলে ক্লাব কর্তারা বলছেন। তবে সেই দাবিতে প্রত্যাশিত জোর নেই। এদিকে চুক্তিবদ্ধ ফুটলারদের কাছে ক্লাবে চুক্তির কাগজ পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.