ETV Bharat / briefs

সুতিতে 25 লাখ টাকার ইয়াবা সহ গ্রেপ্তার পাচারকারী - মুর্শিদাবাদে উদ্ধার ইয়াবা

শুক্রবার সন্ধে সুতির আমবাগান থেকে মাদক ও ইয়াবা সহ পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 26, 2020, 8:32 AM IST

সুতি, 26 জুন : মাদক ও ইয়াবা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ । গতকাল সন্ধেয় সুতির এক আমবাগান থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাত হাজার ইয়াবা ট্যাবলেট । আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় 22 থেকে 25 লাখ টাকা ।

ধৃতের নাম জাহাঙ্গির আলম ওরফে আজিজুল শেখ ওরফে আজিজুর রহমান। বয়স 20 । বাড়ি সুতি থানার গোথা নাপিতমোড় এলাকায় । আজ ধৃতকে বহরমপুর আদালতে তোলা হবে ।

জেলায় সম্প্রতি ইয়াবা পাচার বেড়েছে । এই মাদক চোরাপথে পাচার করা হয় বাংলাদেশে । এছাড়া কলকাতার বাজারেও এই ট্যাবলেটের চাহিদা ব্যাপক বেড়েছে । উত্তরবঙ্গ দিয়েই এই ট্যাবলেট মুর্শিদাবাদে ঢুকছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে কার্যত ফাঁদ পেতে পাচারকারীকে আমবাগান থেকে গ্রেপ্তার করা হয় । হাত বদলের আগেই জাহাঙ্গিরকে ট্যাবলেট সহ গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ ।

সুতি, 26 জুন : মাদক ও ইয়াবা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ । গতকাল সন্ধেয় সুতির এক আমবাগান থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাত হাজার ইয়াবা ট্যাবলেট । আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় 22 থেকে 25 লাখ টাকা ।

ধৃতের নাম জাহাঙ্গির আলম ওরফে আজিজুল শেখ ওরফে আজিজুর রহমান। বয়স 20 । বাড়ি সুতি থানার গোথা নাপিতমোড় এলাকায় । আজ ধৃতকে বহরমপুর আদালতে তোলা হবে ।

জেলায় সম্প্রতি ইয়াবা পাচার বেড়েছে । এই মাদক চোরাপথে পাচার করা হয় বাংলাদেশে । এছাড়া কলকাতার বাজারেও এই ট্যাবলেটের চাহিদা ব্যাপক বেড়েছে । উত্তরবঙ্গ দিয়েই এই ট্যাবলেট মুর্শিদাবাদে ঢুকছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে কার্যত ফাঁদ পেতে পাচারকারীকে আমবাগান থেকে গ্রেপ্তার করা হয় । হাত বদলের আগেই জাহাঙ্গিরকে ট্যাবলেট সহ গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.