ETV Bharat / briefs

"বিভ্রান্ত হবেন না" কৃষকদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর - Agricultural Bills passes in Loksabha

"সরকারি সংস্থাগুলি কৃষকদের থেকে চাল, গম ও অন্যান্য ফসল আর কিনবে না বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে । এটা সম্পূর্ণ মিথ্যা । নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে ।" বিহারের কোশি নদীর উপর একটি রেলওয়ে সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সে এই বার্তা দিলেন তিনি ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Sep 18, 2020, 3:45 PM IST

Updated : Sep 18, 2020, 10:29 PM IST

দিল্লি, 18 সেপ্টেম্বর : কৃষকদের ভুল পথে চালিত না হওয়ার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, "কৃষি বিলের বিষয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে । বলা হচ্ছে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবেন না । কিন্তু যাঁরা এই ভুল বার্তা ছড়াচ্ছেন, তাঁরা জানেন না ভারতের কৃষকরা কতটা সচেতন ।"

কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিলগুলিকে কৃষক স্বার্থের পরিপন্থী বলে জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে গতকালই পদত্যাগ করেছেন হরসিমরত কউর বাদল । মন্ত্রিসভায় শিরোমণি অকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি । তাঁর পদত্যাগের পর অকালি দলের তরফে জানানো হয়, "কৃষক-বিরোধী" বিলে অকালি দলের সমর্থন নেই, তাই এই সিদ্ধান্ত । তবে বাইরে থেকে সরকারকে সমর্থন দিয়ে যাবে আকালি দল । এরই মধ্যে গতকাল লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে পাশ হয় কৃষি সংক্রান্ত বিলগুলি ।

আজ বিহারের কোশি নদীর উপর একটি রেলওয়ে সেতুর উদ্বোধনের অনুষ্ঠান ভিডিয়ো কনফারেন্সে অতিথি ছিলেন প্রধানমন্ত্রী । ওই ভিডিয়ো কনফারেন্সে গতকালের ড্যামেজ কন্ট্রোলে অনকেটা সময় ব্যয় করতে দেখা গেল নরেন্দ্র মোদিকে । বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেসের থেকে কৃষি বিলগুলির যে সমালোচনার বাণ বারবার ছুটে এসেছে সরকারের দিকে, তা সামাল দিতেই ব্যস্ত ছিলেন তিনি ।

কৃষি সংক্রান্ত বিলগুলির সপক্ষে আজ প্রধানমন্ত্রী বলেন, "সরকারি সংস্থাগুলি কৃষকদের থেকে চাল, গম ও অন্যান্য ফসল আর কিনবে না বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে । এটা সম্পূর্ণ মিথ্যা । নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে ।"

আরও পড়ুন : মন্ত্রীর পদত্যাগের মধ্যেই লোকসভায় ধ্বনিভোটে পাশ কৃষি বিল

তিনি আরও বলেন, "আমি দেশের সকল কৃষকের কাছে আবেদন করছি, যাঁরা কৃষি সংক্রান্ত বিষয়ে এই ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে, তাঁদের বিষয়ে সচেতন হোন । যাঁরা আপনাদের ভুল পথে চালিত করতে চাইছে, বা প্ররোচিত করতে চাইছে, তাঁদের বিষয়ে সচেতন হোন । তাঁরা শুধু আপনাদের দুর্দশায় ফেলতে চাইছে ।" একইসঙ্গে কংগ্রেস সরকারের বিরুদ্ধেও সরাসরি মুখ খোলেন তিনি । বলেন, "যাঁরা এতদিন ধরে ক্ষমতায় ছিলেন, তাঁরা কৃষকদের জন্য শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু একটি কাজও করেননি ।"

প্রধানমন্ত্রীর কথায়, সরকার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দিতে বদ্ধপরিকর । কৃষি সংক্রান্ত যে বিলগুলি গতকাল লোকসভায় পাশ হয়েছে, তা ঐতিহাসিক এবং কৃষকদের সুরক্ষা সুনিশ্চিত করবে বলে জানান তিনি ।

অকালি দল দীর্ঘদিন ধরে BJP-র রাজনৈতিক সঙ্গী । কিন্তু পঞ্জাবে বাড়তে থাকা প্রতিবাদের জেরে বিলটি আপাতত স্থগিত রাখার জন্য কেন্দ্রকে আবেদন করেছিল অকালি দল । কিন্তু কেন্দ্র সংসদে এই বিলগুলি পেশ করার সিদ্ধান্ত থেকে পিছপা হয় না । এই কারণে অকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল গতকাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ।

আরও পড়ুন : "মোদি সরকার, কোরোনা যোদ্ধাদের এত অসম্মান কেন ?" টুইটারে প্রশ্ন রাহুলের

এদিকে সদ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর অকালি দলের নেত্রী আজ জানিয়েছেন, "আমি বলছিলাম বিলগুলি নিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রের মানুষদের সঙ্গে আলোচনা করে তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য । এখানে রাজনীতির কী আছে ! শুধুমাত্র পঞ্জাবই নয়, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের কৃষকরা এই বিলগুলির বিরোধিতা করছেন । দক্ষিণী রাজ্যগুলিতেও বিলগুলির বিরোধিতা শুরু হয়েছে ।"

দিল্লি, 18 সেপ্টেম্বর : কৃষকদের ভুল পথে চালিত না হওয়ার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, "কৃষি বিলের বিষয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে । বলা হচ্ছে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবেন না । কিন্তু যাঁরা এই ভুল বার্তা ছড়াচ্ছেন, তাঁরা জানেন না ভারতের কৃষকরা কতটা সচেতন ।"

কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিলগুলিকে কৃষক স্বার্থের পরিপন্থী বলে জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে গতকালই পদত্যাগ করেছেন হরসিমরত কউর বাদল । মন্ত্রিসভায় শিরোমণি অকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি । তাঁর পদত্যাগের পর অকালি দলের তরফে জানানো হয়, "কৃষক-বিরোধী" বিলে অকালি দলের সমর্থন নেই, তাই এই সিদ্ধান্ত । তবে বাইরে থেকে সরকারকে সমর্থন দিয়ে যাবে আকালি দল । এরই মধ্যে গতকাল লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে পাশ হয় কৃষি সংক্রান্ত বিলগুলি ।

আজ বিহারের কোশি নদীর উপর একটি রেলওয়ে সেতুর উদ্বোধনের অনুষ্ঠান ভিডিয়ো কনফারেন্সে অতিথি ছিলেন প্রধানমন্ত্রী । ওই ভিডিয়ো কনফারেন্সে গতকালের ড্যামেজ কন্ট্রোলে অনকেটা সময় ব্যয় করতে দেখা গেল নরেন্দ্র মোদিকে । বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেসের থেকে কৃষি বিলগুলির যে সমালোচনার বাণ বারবার ছুটে এসেছে সরকারের দিকে, তা সামাল দিতেই ব্যস্ত ছিলেন তিনি ।

কৃষি সংক্রান্ত বিলগুলির সপক্ষে আজ প্রধানমন্ত্রী বলেন, "সরকারি সংস্থাগুলি কৃষকদের থেকে চাল, গম ও অন্যান্য ফসল আর কিনবে না বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে । এটা সম্পূর্ণ মিথ্যা । নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে ।"

আরও পড়ুন : মন্ত্রীর পদত্যাগের মধ্যেই লোকসভায় ধ্বনিভোটে পাশ কৃষি বিল

তিনি আরও বলেন, "আমি দেশের সকল কৃষকের কাছে আবেদন করছি, যাঁরা কৃষি সংক্রান্ত বিষয়ে এই ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে, তাঁদের বিষয়ে সচেতন হোন । যাঁরা আপনাদের ভুল পথে চালিত করতে চাইছে, বা প্ররোচিত করতে চাইছে, তাঁদের বিষয়ে সচেতন হোন । তাঁরা শুধু আপনাদের দুর্দশায় ফেলতে চাইছে ।" একইসঙ্গে কংগ্রেস সরকারের বিরুদ্ধেও সরাসরি মুখ খোলেন তিনি । বলেন, "যাঁরা এতদিন ধরে ক্ষমতায় ছিলেন, তাঁরা কৃষকদের জন্য শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু একটি কাজও করেননি ।"

প্রধানমন্ত্রীর কথায়, সরকার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দিতে বদ্ধপরিকর । কৃষি সংক্রান্ত যে বিলগুলি গতকাল লোকসভায় পাশ হয়েছে, তা ঐতিহাসিক এবং কৃষকদের সুরক্ষা সুনিশ্চিত করবে বলে জানান তিনি ।

অকালি দল দীর্ঘদিন ধরে BJP-র রাজনৈতিক সঙ্গী । কিন্তু পঞ্জাবে বাড়তে থাকা প্রতিবাদের জেরে বিলটি আপাতত স্থগিত রাখার জন্য কেন্দ্রকে আবেদন করেছিল অকালি দল । কিন্তু কেন্দ্র সংসদে এই বিলগুলি পেশ করার সিদ্ধান্ত থেকে পিছপা হয় না । এই কারণে অকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল গতকাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ।

আরও পড়ুন : "মোদি সরকার, কোরোনা যোদ্ধাদের এত অসম্মান কেন ?" টুইটারে প্রশ্ন রাহুলের

এদিকে সদ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর অকালি দলের নেত্রী আজ জানিয়েছেন, "আমি বলছিলাম বিলগুলি নিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রের মানুষদের সঙ্গে আলোচনা করে তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য । এখানে রাজনীতির কী আছে ! শুধুমাত্র পঞ্জাবই নয়, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের কৃষকরা এই বিলগুলির বিরোধিতা করছেন । দক্ষিণী রাজ্যগুলিতেও বিলগুলির বিরোধিতা শুরু হয়েছে ।"

Last Updated : Sep 18, 2020, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.