ETV Bharat / briefs

ক্যামেরা নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে পারবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা, ভোলবদল জেলাশাসকের

ভোটগ্রহণ কেন্দ্রে ক্যামেরা নিয়ে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যেই ভোলবদল করলেন মুর্শিদাবাদের জেলাশাসক । জানালেন, প্রিজ়াইডিং অফিসারের অনুমতি নিয়ে ফোটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফি করতে পারবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ।

author img

By

Published : Apr 28, 2019, 2:25 AM IST

Updated : Apr 28, 2019, 10:51 PM IST

মুর্শিদাবাদের জেলাশাসক

বহরমপুর, 28 এপ্রিল : ক্যামেরা নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারবেন না সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। গতকাল দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক। কিন্তু, তার তিন ঘণ্টার মধ্যেই ভোলবদবল করেন তিনি। জানিয়ে দেন, গোপনীয়তা লঙ্ঘন না করে প্রিজ়াইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ফোটোগ্রাফি বা ভিডিয়োগ্রাফি করা যেতে পারে।

শুনুন বক্তব্য়

গতকাল দুপুরে সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদের জেলাশাসক পি উলগানাথন । বলেন, "ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কেউ ওয়ারলেস, কর্ডলেস বা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না । অনেক সংবাদমাধ্যমের প্রতিনিধি ক্যামেরা নিয়ে ঢুকছে, যেটা বেআইনি । যদি কেউ ক্যামেরা নিয়ে যায়, তাহলে তার অথোরাইজ়েশন বাতিল করা হবে । কারণ এটা নির্বাচন কমিশনের নিয়ম বিরোধী । সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রিজ়াইডিং অফিসারের অনুমতি নিয়ে ক্যামেরা ছাড়া ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারবেন । শুধু দেখতে পারবেন । আর তারপর এসে রিপোর্ট তৈরি করতে পারবেন ।"

এরপরই জেলাশাসকের এই নির্দেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনেরও । এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয় যে, বিষয়টি নিয়ে আজ ফের সাংবাদিক বৈঠক করবেন মুর্শিদাবাদের জেলাশাসক । কিন্তু, তার আগেই গতকাল বিকেলে সাংবাদিক বৈঠক করে উলগানাথন জানান, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রিজ়াইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে পারেন । সিক্রেসি অফ ভোট লঙ্ঘন না করে ফোটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফিও করতে পারেন ।

বহরমপুর, 28 এপ্রিল : ক্যামেরা নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারবেন না সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। গতকাল দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক। কিন্তু, তার তিন ঘণ্টার মধ্যেই ভোলবদবল করেন তিনি। জানিয়ে দেন, গোপনীয়তা লঙ্ঘন না করে প্রিজ়াইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ফোটোগ্রাফি বা ভিডিয়োগ্রাফি করা যেতে পারে।

শুনুন বক্তব্য়

গতকাল দুপুরে সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদের জেলাশাসক পি উলগানাথন । বলেন, "ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কেউ ওয়ারলেস, কর্ডলেস বা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না । অনেক সংবাদমাধ্যমের প্রতিনিধি ক্যামেরা নিয়ে ঢুকছে, যেটা বেআইনি । যদি কেউ ক্যামেরা নিয়ে যায়, তাহলে তার অথোরাইজ়েশন বাতিল করা হবে । কারণ এটা নির্বাচন কমিশনের নিয়ম বিরোধী । সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রিজ়াইডিং অফিসারের অনুমতি নিয়ে ক্যামেরা ছাড়া ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারবেন । শুধু দেখতে পারবেন । আর তারপর এসে রিপোর্ট তৈরি করতে পারবেন ।"

এরপরই জেলাশাসকের এই নির্দেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনেরও । এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয় যে, বিষয়টি নিয়ে আজ ফের সাংবাদিক বৈঠক করবেন মুর্শিদাবাদের জেলাশাসক । কিন্তু, তার আগেই গতকাল বিকেলে সাংবাদিক বৈঠক করে উলগানাথন জানান, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রিজ়াইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে পারেন । সিক্রেসি অফ ভোট লঙ্ঘন না করে ফোটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফিও করতে পারেন ।

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_22/04/2019 ভাটপাড়া পৌরসভা হালিশহর পৌরসভার পর এবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলে ভাঙ্গন ধরালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। উত্তর 24 পরগনার গারুলিয়া শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আদিত্য সিং আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এই আদিত্য সিং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা গারুলিয়া পৌরসভার পৌর প্রধান সুনীল সিং এর ছেলে। এবং তৃণমূল ছেড়ে বিজেপি তে যাওয়া ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অর্জুন সিং এর নিজের ভাগ্নে হিসেবেও পরিচিতি রয়েছে তার।অর্থাৎ অর্জুন সিং এর বোন এর ছেলে আদিত্য সিং। আদিত্য তৃণমূল দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে সেই দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করেন। আজ নোয়াপাড়ার একটি অনুষ্ঠান বাড়িতে বিজেপির এক অনুষ্ঠানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে আদিত্য সিং বিজেপিতে যোগদান করেন। এ প্রসঙ্গে আদিত্য সিং এর বাবা তৃণমূল বিধায়ক সুনীল সিং জানান আমার ছেলে সাবালক।সে নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে এতে আর কিছু বলার নেই। তবে এতে দলের মধ্যে কোন প্রভাব পড়বে না। অন্যদিকে সুনীল সিং যেহেতু অর্জুন সিং এর ভগ্নীপতি সেক্ষেত্রে তার বিজেপিতে যোগদান নিয়ে ইতিমধ্যেই যে জল্পনা তৈরি হয়েছে তাতে জল ঢেলে তিনি বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি এবং তৃণমূলের সঙ্গে আছি এবং থাকবো।
Last Updated : Apr 28, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.