বেলগ্রেড, 26 জুন : এবার কোরোনাআক্রান্ত হলেন নোভাক জোকোভিচের কোচ গোরান ইভানসেভিচ । কয়েকদিন আগেই আক্রান্তহয়েছিলেন নোভাক জোকোভিচে। অদ্রিয়া ওয়ার্ল্ড ট্যুরে খেলছিলেন জোকোভিচ। সেখানেইছিলেন গোরান। শুক্রবার ইনস্টাগ্রাম পোস্ট করে একথা জানান গোরান নিজেই।
ইভানসেভিচ লেখেন, " শেষ 10 দিনে দু'বার নেগেটিভ রিপোর্টএসেছিল । এই মাত্র খবর পেলাম, আমি কোরোনা পজিটিভ। তবেআমি ভালো আছি এবং আমার কোনও উপসর্গ ছিল না ।"
তিনি আরও লেখেন, "আমি সবাইকে জানাতে চাই , যারা আমার সংস্পর্শেএসেছিলেন তারা নিজেদের বাড়তি যত্ন নিন। আমি স্বেচ্ছায় আইসোলাশনে আছি । "
ইভানসেভিচ ট্যুর বাতিলহওয়ার কথা ঘোষণা করেছিলেন । 22 জুন গ্রিগর দিমিত্রভকোরোনা আক্রান্ত হওয়ার পর ট্যুর বাতিল হয়। এর পর একাধিক খেলোয়াড়ের কোরোনা পজিটিভধরা পড়ে। এমনকী জোকোভিচেরও কোরোনা ধরা পড়ে ।
টুর্নামেন্ট আয়োজনকরে সমালোচনার মুখে পড়েন জোকোভিচ। যদিও তার পাশে দাঁড়ান ইভানসেভিচ । বলেন, " এখন সবাই বুদ্ধিমান। এবং তারা সবাই নোভাককে দোষারোপ করছে । আমরা তিন মাসবাড়িতে বসে ছিলাম । তাই নোভাক ট্যুরের আয়োজন করেন । এবং সবটাই হয়েছিল ক্রোয়েশিয়া ওসার্বিয়া সরকারের অনুমোদন পাওয়ার পর । "
জোকোভিচের কোচ ইভানসেভিচও কোরোনা আক্রান্ত - বেলগ্রেড
অদ্রিয়া ওয়ার্ল্ড ট্যুরে খেলছিলেন জোকোভিচ। সেখানেই ছিলেন গোরান। শুক্রবার ইনস্টাগ্রাম পোস্ট করে নিজের কোরোনা আক্রান্তের কথা জানান গোরান ।
![জোকোভিচের কোচ ইভানসেভিচও কোরোনা আক্রান্ত ইমেজ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:18:08:1593182888-goran-2606newsroom-1593175493-69.jpg?imwidth=3840)
বেলগ্রেড, 26 জুন : এবার কোরোনাআক্রান্ত হলেন নোভাক জোকোভিচের কোচ গোরান ইভানসেভিচ । কয়েকদিন আগেই আক্রান্তহয়েছিলেন নোভাক জোকোভিচে। অদ্রিয়া ওয়ার্ল্ড ট্যুরে খেলছিলেন জোকোভিচ। সেখানেইছিলেন গোরান। শুক্রবার ইনস্টাগ্রাম পোস্ট করে একথা জানান গোরান নিজেই।
ইভানসেভিচ লেখেন, " শেষ 10 দিনে দু'বার নেগেটিভ রিপোর্টএসেছিল । এই মাত্র খবর পেলাম, আমি কোরোনা পজিটিভ। তবেআমি ভালো আছি এবং আমার কোনও উপসর্গ ছিল না ।"
তিনি আরও লেখেন, "আমি সবাইকে জানাতে চাই , যারা আমার সংস্পর্শেএসেছিলেন তারা নিজেদের বাড়তি যত্ন নিন। আমি স্বেচ্ছায় আইসোলাশনে আছি । "
ইভানসেভিচ ট্যুর বাতিলহওয়ার কথা ঘোষণা করেছিলেন । 22 জুন গ্রিগর দিমিত্রভকোরোনা আক্রান্ত হওয়ার পর ট্যুর বাতিল হয়। এর পর একাধিক খেলোয়াড়ের কোরোনা পজিটিভধরা পড়ে। এমনকী জোকোভিচেরও কোরোনা ধরা পড়ে ।
টুর্নামেন্ট আয়োজনকরে সমালোচনার মুখে পড়েন জোকোভিচ। যদিও তার পাশে দাঁড়ান ইভানসেভিচ । বলেন, " এখন সবাই বুদ্ধিমান। এবং তারা সবাই নোভাককে দোষারোপ করছে । আমরা তিন মাসবাড়িতে বসে ছিলাম । তাই নোভাক ট্যুরের আয়োজন করেন । এবং সবটাই হয়েছিল ক্রোয়েশিয়া ওসার্বিয়া সরকারের অনুমোদন পাওয়ার পর । "