ETV Bharat / briefs

মূর্তি ভেঙে মূর্তি প্রেম, মমতা বন্দ্যোপাধ্যায় শেম শেম : দিলীপ ঘোষ - Vidyasagar

আজ মেদিনীপুরের BJP সাংসদ দিলীপ ঘোষ উলুবেড়িয়ার মনসাতলায় একটি দলীয় সভায় যোগ দেন । সেখানে তিনি দাবি করেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মমতা নাটক করছেন । বুদ্ধিজীবীদের রোদ্দুরে হাঁটাচ্ছেন ।

মূর্তি ভেঙে মূর্তি প্রেম, মমতা বন্দ্যোপাধ্যায় শেম শেম : দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 11, 2019, 10:24 PM IST

উলুবেড়িয়া, 11 জুন : বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আজ মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচন করেন ৷ এনিয়ে মমতাকে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "মূর্তি ভেঙে মূর্তি প্রেম, মমতা বন্দ্যোপাধ্যায় শেম শেম ।"

আজ উলুবেড়িয়ার মনসাতলায় দিলীপবাবু দলীয় সভায় যোগ দেন । সেখানে তিনি বলেন, "বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মমতা নাটক করছেন । বুদ্ধিজীবীদের রোদ্দুরে হাঁটাচ্ছেন । মমতা চিরকাল নাটক করতে ভালোবাসেন । রাস্তায় হাঁটতে ভালোবাসেন । একটি ইশু পেয়ে তিনি রাস্তায় হেঁটে নিচ্ছেন । হঠাৎ করে তিনি বিদ্যাসাগরের পা ধরে ঝুলে পড়েছেন । বাঁচার আর কোনও রাস্তা নেই । "

দিলীপ বলেন, "রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় BJP কর্মীদের মৃত্যু হচ্ছে । রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে ।" তাঁর দাবি, কোচবিহারে আর তৃণমূল কংগ্রেস থাকবে না । পুরনো BJP কর্মীদের কোনো ক্ষোভ থাকলে তা সামলে নেওয়া হবে বলেও জানান তিনি ।

সন্দেশখালিতে সংঘর্ষে BJP কর্মীদের মৃত্যুর প্রতিবাদে বুধবার BJP লালবাজার অভিযান করবে । এই অভিযানের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ । তিনি ছাড়াও এই অভিযানে থাকবেন রাজ্যের 18 জন BJP সাংসদ । BJP-র এই কর্মসূচিতে সরকার চাইলে অশান্তি হবে বলে মন্তব্য করেন দিলীপ । আজ তিনি আমতায় নিহত BJP কর্মীর মৃতদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান ।

আজ উলুবেড়িয়া, আমতা, উদয়নারায়ণপুর, বাগনান প্রভৃতি জায়গা থেকে প্রায় 100 জন কর্মী BJP-তে যোগ দেন ।

উলুবেড়িয়া, 11 জুন : বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আজ মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচন করেন ৷ এনিয়ে মমতাকে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "মূর্তি ভেঙে মূর্তি প্রেম, মমতা বন্দ্যোপাধ্যায় শেম শেম ।"

আজ উলুবেড়িয়ার মনসাতলায় দিলীপবাবু দলীয় সভায় যোগ দেন । সেখানে তিনি বলেন, "বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মমতা নাটক করছেন । বুদ্ধিজীবীদের রোদ্দুরে হাঁটাচ্ছেন । মমতা চিরকাল নাটক করতে ভালোবাসেন । রাস্তায় হাঁটতে ভালোবাসেন । একটি ইশু পেয়ে তিনি রাস্তায় হেঁটে নিচ্ছেন । হঠাৎ করে তিনি বিদ্যাসাগরের পা ধরে ঝুলে পড়েছেন । বাঁচার আর কোনও রাস্তা নেই । "

দিলীপ বলেন, "রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় BJP কর্মীদের মৃত্যু হচ্ছে । রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে ।" তাঁর দাবি, কোচবিহারে আর তৃণমূল কংগ্রেস থাকবে না । পুরনো BJP কর্মীদের কোনো ক্ষোভ থাকলে তা সামলে নেওয়া হবে বলেও জানান তিনি ।

সন্দেশখালিতে সংঘর্ষে BJP কর্মীদের মৃত্যুর প্রতিবাদে বুধবার BJP লালবাজার অভিযান করবে । এই অভিযানের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ । তিনি ছাড়াও এই অভিযানে থাকবেন রাজ্যের 18 জন BJP সাংসদ । BJP-র এই কর্মসূচিতে সরকার চাইলে অশান্তি হবে বলে মন্তব্য করেন দিলীপ । আজ তিনি আমতায় নিহত BJP কর্মীর মৃতদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান ।

আজ উলুবেড়িয়া, আমতা, উদয়নারায়ণপুর, বাগনান প্রভৃতি জায়গা থেকে প্রায় 100 জন কর্মী BJP-তে যোগ দেন ।

Intro:মূর্তি ভেঙে মূর্তি প্রেম মমতা বানার্জী সেম সেম। এই স্লোগান তুললো বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। তিনি উলুবেরিয়ার মনসা তলায় দলের এক সভায় এসে অভিযোগ করেন বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। বুদ্ধিজীবীদের রোদ্দুরে হাটাচ্ছেন। কারণ তিনি নাটক ভালোবাসেন। বিদ্যাসাগর কে ধরে আর কিছু হবে না। তার আরো অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় বিজেপি কর্মীদের মৃত্যু হচ্ছে। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তাদের কর্মীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। প্রশাসন পুরোপুরি ব্যর্থ। Body:তার মতে কোচবিহারে তৃনমূল কংগ্রেস বলে কিছুই থাকবে না। পুরানো বিজেপি কর্মীদের যদি কোনো ক্ষোভ থাকে তা সামলে দেওয়া হবে। তাদের প্রত্যেকেই দলের জন্য কাজ করবে। আগামীকালের লাল বাজার ঘেরাও কর্মসূচি নিয়ে তিনি বলেন। সরকার চাইলে অশান্তি হবে। এদিন উলুবেড়িয়া আমতা উদয়নারায়নপুর বাগনান বিভিন্ন জায়গা থেকে বিরোধী দলের প্রায় শখানেক কর্মী বিজেপিও তে যোগদান করেন। এর পাশাপাশি নিহত বিজেপি কর্মী দের দেহ তে তিনি মালা দিয়ে শ্রদ্ধা জানান।Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.