উলুবেড়িয়া, 11 জুন : বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আজ মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচন করেন ৷ এনিয়ে মমতাকে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "মূর্তি ভেঙে মূর্তি প্রেম, মমতা বন্দ্যোপাধ্যায় শেম শেম ।"
আজ উলুবেড়িয়ার মনসাতলায় দিলীপবাবু দলীয় সভায় যোগ দেন । সেখানে তিনি বলেন, "বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মমতা নাটক করছেন । বুদ্ধিজীবীদের রোদ্দুরে হাঁটাচ্ছেন । মমতা চিরকাল নাটক করতে ভালোবাসেন । রাস্তায় হাঁটতে ভালোবাসেন । একটি ইশু পেয়ে তিনি রাস্তায় হেঁটে নিচ্ছেন । হঠাৎ করে তিনি বিদ্যাসাগরের পা ধরে ঝুলে পড়েছেন । বাঁচার আর কোনও রাস্তা নেই । "
দিলীপ বলেন, "রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় BJP কর্মীদের মৃত্যু হচ্ছে । রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে ।" তাঁর দাবি, কোচবিহারে আর তৃণমূল কংগ্রেস থাকবে না । পুরনো BJP কর্মীদের কোনো ক্ষোভ থাকলে তা সামলে নেওয়া হবে বলেও জানান তিনি ।
সন্দেশখালিতে সংঘর্ষে BJP কর্মীদের মৃত্যুর প্রতিবাদে বুধবার BJP লালবাজার অভিযান করবে । এই অভিযানের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ । তিনি ছাড়াও এই অভিযানে থাকবেন রাজ্যের 18 জন BJP সাংসদ । BJP-র এই কর্মসূচিতে সরকার চাইলে অশান্তি হবে বলে মন্তব্য করেন দিলীপ । আজ তিনি আমতায় নিহত BJP কর্মীর মৃতদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান ।
আজ উলুবেড়িয়া, আমতা, উদয়নারায়ণপুর, বাগনান প্রভৃতি জায়গা থেকে প্রায় 100 জন কর্মী BJP-তে যোগ দেন ।