ETV Bharat / briefs

dgca : আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে সংস্থার ওয়েবসাইটে যাত্রীদের টিকিটের মূল্য যাচাইয়ের পরামর্শ ডিজিসিএ-র - dgca advices passengers to check fares

মঙ্গলবার ডিজিসিএ টুইটে লিখেছে, "আন্তর্জাতিক বিমানে ওড়ার সময় যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট থেকে ভাড়া যাচাই করার অনুরোধ করা হচ্ছে ৷ কারণ মেটাসার্চ ইঞ্জিনগুলি মাঝে মাঝে প্রকৃত পয়েন্ট টু পয়েন্ট ভাড়া প্রতিফলিত করে না এবং একাধিক এয়ারলাইন্সের সংমিশ্রণ তৈরি করে । ফলে প্রকৃত ভাড়া দেখায় না ৷"

DGCA
উড়ানের ক্ষেত্রে সংস্থার ওয়েবসাইটে যাত্রীদের টিকিটের মূল্য যাচাইয়ের পরামর্শ
author img

By

Published : Aug 10, 2021, 7:33 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট : লন্ডন যাবেন ? কিংবা দুবাই ? বা প্যারিস ? তার জন্য কাটতে হবে টিকিট ৷ এতে আবার নতুন কী ! কোথাও যাওয়ার আগে তো বিমানে টিকিট কাটতেই হবে ৷ কিন্তু, দাঁড়ান ৷ বেশি টাকা দিয়ে আবার টিকিট কেটে ফেলেননি তো ? টিকিট কাটার সময় কি কখনও ভেবে দেখেছেন ওয়েবসাইট আপনাকে ঠিক দাম দেখাচ্ছে কি না ৷ তবে এবার সেদিকে নজর দিতে হবে ৷ সেরকমই পরামর্শ দিয়েছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনেরাল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ৷ আন্তর্জাতিক বিমানে যাওয়ার জন্য টিকিট কাটার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে টিকিটের মূল্য যাচাইয়ের জন্য পরামর্শ দিয়েছে ডিজিসিএ ৷ কারণ, মেটাসার্চ ইঞ্জিনগুলি প্রকৃত পয়েন্ট টু পয়েন্ট ভাড়া দেখায় না ।


শনিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্তঃরাজ্য কাউন্সিল সচিবালয়ের সচিব সঞ্জীব গুপ্ত টুইটারে অভিযোগ করেছিলেন, 26 অগস্ট ব্রিটিশ এয়ারওয়েজ়ে দিল্লি-লন্ডন ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিটের দাম 3.95 লাখ টাকা দেখিয়েছে । এদিকে, রবিবার ডিজিসিএ স্পষ্ট করেছে, দিল্লি-লন্ডন ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিট অগস্টে 1.03 লাখ থেকে 1.47 লাখ টাকার মধ্যে ছিল ।

মঙ্গলবার ডিজিসিএ টুইটে লিখেছে, "আন্তর্জাতিক বিমানে যাওয়ার সময় যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট থেকে ভাড়া যাচাই করার অনুরোধ করা হচ্ছে ৷ কারণ মেটাসার্চ ইঞ্জিনগুলি মাঝে মাঝে প্রকৃত পয়েন্ট টু পয়েন্ট ভাড়া প্রতিফলিত করে না এবং একাধিক এয়ারলাইন্সের সংমিশ্রণ তৈরি করে । ফলে প্রকৃত ভাড়া দেখায় না ৷"

ডিজিসিএ
উড়ানের ক্ষেত্রে সংস্থার ওয়েবসাইটে যাত্রীদের টিকিটের মূল্য যাচাইয়ের পরামর্শ

করোনা পরিস্থিতিতে গত বছরের 23 মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক উড়ান বন্ধ রয়েছে ৷ তবে 2020-র জুলাই থেকে মোট 28টি দেশের সঙ্গে বিশেষ বিমান পরিষেবা চালু হয়েছে ৷

নয়াদিল্লি, 10 অগস্ট : লন্ডন যাবেন ? কিংবা দুবাই ? বা প্যারিস ? তার জন্য কাটতে হবে টিকিট ৷ এতে আবার নতুন কী ! কোথাও যাওয়ার আগে তো বিমানে টিকিট কাটতেই হবে ৷ কিন্তু, দাঁড়ান ৷ বেশি টাকা দিয়ে আবার টিকিট কেটে ফেলেননি তো ? টিকিট কাটার সময় কি কখনও ভেবে দেখেছেন ওয়েবসাইট আপনাকে ঠিক দাম দেখাচ্ছে কি না ৷ তবে এবার সেদিকে নজর দিতে হবে ৷ সেরকমই পরামর্শ দিয়েছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনেরাল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ৷ আন্তর্জাতিক বিমানে যাওয়ার জন্য টিকিট কাটার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে টিকিটের মূল্য যাচাইয়ের জন্য পরামর্শ দিয়েছে ডিজিসিএ ৷ কারণ, মেটাসার্চ ইঞ্জিনগুলি প্রকৃত পয়েন্ট টু পয়েন্ট ভাড়া দেখায় না ।


শনিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্তঃরাজ্য কাউন্সিল সচিবালয়ের সচিব সঞ্জীব গুপ্ত টুইটারে অভিযোগ করেছিলেন, 26 অগস্ট ব্রিটিশ এয়ারওয়েজ়ে দিল্লি-লন্ডন ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিটের দাম 3.95 লাখ টাকা দেখিয়েছে । এদিকে, রবিবার ডিজিসিএ স্পষ্ট করেছে, দিল্লি-লন্ডন ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিট অগস্টে 1.03 লাখ থেকে 1.47 লাখ টাকার মধ্যে ছিল ।

মঙ্গলবার ডিজিসিএ টুইটে লিখেছে, "আন্তর্জাতিক বিমানে যাওয়ার সময় যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট থেকে ভাড়া যাচাই করার অনুরোধ করা হচ্ছে ৷ কারণ মেটাসার্চ ইঞ্জিনগুলি মাঝে মাঝে প্রকৃত পয়েন্ট টু পয়েন্ট ভাড়া প্রতিফলিত করে না এবং একাধিক এয়ারলাইন্সের সংমিশ্রণ তৈরি করে । ফলে প্রকৃত ভাড়া দেখায় না ৷"

ডিজিসিএ
উড়ানের ক্ষেত্রে সংস্থার ওয়েবসাইটে যাত্রীদের টিকিটের মূল্য যাচাইয়ের পরামর্শ

করোনা পরিস্থিতিতে গত বছরের 23 মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক উড়ান বন্ধ রয়েছে ৷ তবে 2020-র জুলাই থেকে মোট 28টি দেশের সঙ্গে বিশেষ বিমান পরিষেবা চালু হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.