ETV Bharat / briefs

গতকাল দিল্লিতে সর্বাধিক COVID-19 পরীক্ষা : কেজরিওয়াল

author img

By

Published : Jun 27, 2020, 7:24 PM IST

দিল্লিতে বাড়ানো হয়েছে কোরোনা পরীক্ষার হার । কেজরিওয়াল জানিয়েছেন, গতকাল সর্বাধিক সংখ্যায় পরীক্ষা করা হয়েছে ।

arvind
arvind

দিল্লি, 27 জুন : দিল্লিতে বাড়ানো হয়েছে COVID-19 পরীক্ষার সংখ্যা । গতকাল সর্বাধিক পরীক্ষা করা হয় বলে আজ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

আগের তুলনায় রাজধানীতে কোরোনা পরীক্ষা চারগুণ বাড়ানো হয়েছে । এবং এখন দ্রুত পরীক্ষা করা হচ্ছে এবং আইসোলোশন বা নিভৃতকরণের ব্যবস্থা করা হচ্ছে । দিল্লি সরকারের তরফে কোরোনা ভাইরাস মোকাবিলার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানান কেজরিওয়াল ।

দিল্লিতে কোরোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির বিষয়ে জানিয়ে আজ টুইট করেন কেজরিওয়াল । টুইটে লেখেন, “একদিনে সর্বাধিক হারে পরীক্ষা করা হয়েছে । গতকাল 21,144 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । আমরা পরীক্ষার হার চারগুণ বাড়িয়েছি । দ্রুত পরীক্ষা এবং আইসোলেশনের ব্যবস্থা করছে দিল্লি । ”

গতকাল সাংবাদিক বৈঠকে দিল্লির সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে বিবরণ দিয়েছিলেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী । দিল্লিতে কোরোনা ভাইরাস সংক্রমণের হার বেশি, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছিলেন কেজরিওয়াল । তিনি বলেছিলেন, দিল্লিতে COVID-19 সংক্রমিতরা সামান্য অসুস্থ । বেশিরভাগেরই হাসপাতালে চিকিৎসার প্রয়োজন নেই । এখন দিল্লিতে কোরোনা সংক্রমিতদের জন্য 13,500-র বেশি বেড তৈরি রয়েছে ।

আজ স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লিতে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 77,240 । এবং 2,492জনের মৃত্যু হয়েছে ।

দিল্লি, 27 জুন : দিল্লিতে বাড়ানো হয়েছে COVID-19 পরীক্ষার সংখ্যা । গতকাল সর্বাধিক পরীক্ষা করা হয় বলে আজ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

আগের তুলনায় রাজধানীতে কোরোনা পরীক্ষা চারগুণ বাড়ানো হয়েছে । এবং এখন দ্রুত পরীক্ষা করা হচ্ছে এবং আইসোলোশন বা নিভৃতকরণের ব্যবস্থা করা হচ্ছে । দিল্লি সরকারের তরফে কোরোনা ভাইরাস মোকাবিলার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানান কেজরিওয়াল ।

দিল্লিতে কোরোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির বিষয়ে জানিয়ে আজ টুইট করেন কেজরিওয়াল । টুইটে লেখেন, “একদিনে সর্বাধিক হারে পরীক্ষা করা হয়েছে । গতকাল 21,144 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । আমরা পরীক্ষার হার চারগুণ বাড়িয়েছি । দ্রুত পরীক্ষা এবং আইসোলেশনের ব্যবস্থা করছে দিল্লি । ”

গতকাল সাংবাদিক বৈঠকে দিল্লির সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে বিবরণ দিয়েছিলেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী । দিল্লিতে কোরোনা ভাইরাস সংক্রমণের হার বেশি, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছিলেন কেজরিওয়াল । তিনি বলেছিলেন, দিল্লিতে COVID-19 সংক্রমিতরা সামান্য অসুস্থ । বেশিরভাগেরই হাসপাতালে চিকিৎসার প্রয়োজন নেই । এখন দিল্লিতে কোরোনা সংক্রমিতদের জন্য 13,500-র বেশি বেড তৈরি রয়েছে ।

আজ স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লিতে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 77,240 । এবং 2,492জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.