ETV Bharat / briefs

পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে 25 শতাংশ, দাবি জলপাইগুড়ির পুলিশ সুপারের

author img

By

Published : Jul 8, 2020, 5:57 PM IST

"সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর চার বছর পূর্তি উপলক্ষে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে। জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার 25 শতাংশ কমেছে বলে দাবি করেন পুলিশ সুপার অভিষেক মোদি ।

Safe drive save life, jalpaiguri,
Safe drive save life, jalpaiguri,

জলপাইগুড়ি, 8 জুলাই : জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার 25 শতাংশ কমেছে, দাবি জলপাইগুড়ির পুলিশ সুপারের । জেলার 36 টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সব জায়গায় দুর্ঘটনা রুখতে চালকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন পুলিশ সুপার অভিষেক মোদি ।

আজ “সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে। অনুষ্ঠানমঞ্চ থেকেই হেলমেট পরে মোটর বাইক চালানোর পাশাপাশি কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরে গাড়ি চালানোর পরামর্শ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বলেন" আমরা সচেতন হলেই দুর্ঘটনা রোখা সম্ভব। কারণ আমরা অনেক সময় হেলমেট পরি না। “ বর্তমানে অনেকেই মাস্ক পরছেন না বলে অভিযোগ করেন তিনি। বলেন, “একদিকে দুর্ঘটনা, অন্যদিকে কোরোনা দুই- এর থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবেই । তবেই এই দুর্ঘটনা ও কোরোনা থেকে বাঁচা সম্ভব। ” কোরোনা জয়ী পুলিশকর্মীদের নিয়ে কোরোনা সংক্রান্ত সচেতনতামূলক একটি ভিডিয়ো প্রকাশ করেন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পুলিশের IG বিশাল গর্গ । বলেন, “ আমরা উত্তরবঙ্গ জুড়েই দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়েছি। জলপাইগুড়ি জেলায় 25 শতাংশ দুর্ঘটনায় মৃত্যু কমেছে। আমরা সচেতন হলে, তবেই দুর্ঘটনা এড়ানো সম্ভব।আমরা তারজন্য উত্তরবঙ্গ জুড়েই সচেতেনতা বাড়াচ্ছি। ”

আজ জলপাইগুড়ি জেলার শহর ও শহরতলীতে 200 টি মোটর বাইক নিয়ে র‍্যালি করা হয় । পাশাপাশি “ সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর প্রচারে লিফলেট বিলি করা হয়।

জলপাইগুড়ি, 8 জুলাই : জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার 25 শতাংশ কমেছে, দাবি জলপাইগুড়ির পুলিশ সুপারের । জেলার 36 টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সব জায়গায় দুর্ঘটনা রুখতে চালকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন পুলিশ সুপার অভিষেক মোদি ।

আজ “সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে। অনুষ্ঠানমঞ্চ থেকেই হেলমেট পরে মোটর বাইক চালানোর পাশাপাশি কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরে গাড়ি চালানোর পরামর্শ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বলেন" আমরা সচেতন হলেই দুর্ঘটনা রোখা সম্ভব। কারণ আমরা অনেক সময় হেলমেট পরি না। “ বর্তমানে অনেকেই মাস্ক পরছেন না বলে অভিযোগ করেন তিনি। বলেন, “একদিকে দুর্ঘটনা, অন্যদিকে কোরোনা দুই- এর থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবেই । তবেই এই দুর্ঘটনা ও কোরোনা থেকে বাঁচা সম্ভব। ” কোরোনা জয়ী পুলিশকর্মীদের নিয়ে কোরোনা সংক্রান্ত সচেতনতামূলক একটি ভিডিয়ো প্রকাশ করেন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পুলিশের IG বিশাল গর্গ । বলেন, “ আমরা উত্তরবঙ্গ জুড়েই দুর্ঘটনায় মৃত্যুর হার কমিয়েছি। জলপাইগুড়ি জেলায় 25 শতাংশ দুর্ঘটনায় মৃত্যু কমেছে। আমরা সচেতন হলে, তবেই দুর্ঘটনা এড়ানো সম্ভব।আমরা তারজন্য উত্তরবঙ্গ জুড়েই সচেতেনতা বাড়াচ্ছি। ”

আজ জলপাইগুড়ি জেলার শহর ও শহরতলীতে 200 টি মোটর বাইক নিয়ে র‍্যালি করা হয় । পাশাপাশি “ সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর প্রচারে লিফলেট বিলি করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.