ETV Bharat / briefs

মৃত BJP কর্মীরাই কায়ুম মোল্লাকে মারতে গেছিল : মমতা - CM

এছাড়া রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী । বলেন, "10 জন খুন হয়েছে । কিন্তু রাজ্যপাল বলছেন 12 জন । তার মানে টার্গেট করে সেই সংখ্যাটা পূরণ করবে । আমি রাজ্যপালকে সম্মান করি । কিন্তু তাঁর রাজনৈতিক ভাষণকে সম্মান করি না । আমার সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে, তাই কিছু বলছি না ।"

মৃত BJP কর্মীরাই কায়ুম মোল্লাকে মারতে গেছিল : মমতা
author img

By

Published : Jun 11, 2019, 6:31 PM IST

Updated : Jun 11, 2019, 9:24 PM IST

কলকাতা, 11 জুন : সন্দেশখালিতে গত শনিবার সন্ধ্যায় সংঘর্ষে 3 জনের মৃত্যুর পর আজ বিষয়টি নিয়ে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি । বলেন, "মৃত দুই BJP কর্মীই তৃণমূল কর্মী কায়ুম মোল্লাকে মারতে গেছিল । BJP কর্মীদের মৃত্যু কীভাবে ঘটেছে তা তদন্ত সাপেক্ষ ।"

এই সংক্রান্ত খবর : বিদ্যাসাগর কলেজে 'ঈশ্বর' ফিরলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে

এছাড়া রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী । বলেন, "10 জন খুন হয়েছে । কিন্তু রাজ্যপাল বলছেন 12 জন । তার মানে টার্গেট করে সেই সংখ্যাটা পূরণ করবে । আমি রাজ্যপালকে সম্মান করি । কিন্তু তাঁর রাজনৈতিক ভাষণকে সম্মান করি না । আমার সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে, তাই কিছু বলছি না ।" মমতা দাবি করেন, লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে 10 জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে 8 জন তৃণমূল কংগ্রেসের কর্মী । BJP -র দু'জন মারা গেলেও সেই মৃত্যু কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি ।

এই সংক্রান্ত খবর : খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন : মুকুল রায়

মমতা আরও বলেন, "বাংলার মাটিতে থাকতে হলে বাংলাকে অবজ্ঞা করা চলবে না । বাংলাকে অবজ্ঞা করলে আমার থেকে ভয়ংকর আর কেউ হবে না ।" আজ এভাবে BJP-কে হুঁশিয়ারি দেন তিনি । বলেন, "বিদ‍্যাসাগরের ২০০ বছর উপলক্ষে অনুষ্ঠান শুরু হবে । এটার কোনও প্রয়োজন ছিল না । কিন্তু বাধ্য হয়ে করতে হল ।
বাংলা ফেলনা নয় । গান্ধিজি গুজরাতে সম্মান পাননি । তিনি বাংলায় সম্মান পেয়েছেন । মূর্তি ভেঙে দিয়ে বর্ণ পরিচয়কে ভেঙে দেওয়া যায় না
। এটা ভাঙা নয়, আমাদের কৃষ্টিকে আঘাত করা । আমাদের সংস্কৃতিকে আঘাত করা । বাংলাকে ঘুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "আরও চারটি বড় ব্রোঞ্জের মূর্তি গড়া হবে । কাজী নজরুল ইসলামেরও একটি মূর্তি গড়া হবে । বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে একটি মিউজিয়াম তৈরি হবে । তার জন্য এক কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার।"

মুখ্যমন্ত্রী আক্ষেপের সুরে বলেন, "সবকিছু করার পরেও শুনতে হয় আমরা বাঙালি নই, হিন্দু নই । 34 বছর পরে ক্ষমতায় এসে আমাদের বিদ‍্যাসাগর, লেনিনের মূর্তি ভাঙতে হয়নি । লেনিনের মূর্তি ভেঙেছিল কে ?" BJP-কে কটাক্ষ করে মমতা বলেন, "বাংলা গুজরাত নয় । গুজরাতের লোককে ভালোবাসি কিন্তু দাঙ্গাবাজদের নয় । নির্বাচনের পর থেকে 10 জন মারা গেছে । এর মধ্যে আমাদের 8 জন । কেন এমন হবে? দরকার হলে আমাকে মেরে দিন, আমি কিছু চাই না । বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা চলছে । তা রুখতে সবাই মিলে জোট বাঁধুন ।"

কলকাতা, 11 জুন : সন্দেশখালিতে গত শনিবার সন্ধ্যায় সংঘর্ষে 3 জনের মৃত্যুর পর আজ বিষয়টি নিয়ে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি । বলেন, "মৃত দুই BJP কর্মীই তৃণমূল কর্মী কায়ুম মোল্লাকে মারতে গেছিল । BJP কর্মীদের মৃত্যু কীভাবে ঘটেছে তা তদন্ত সাপেক্ষ ।"

এই সংক্রান্ত খবর : বিদ্যাসাগর কলেজে 'ঈশ্বর' ফিরলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে

এছাড়া রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী । বলেন, "10 জন খুন হয়েছে । কিন্তু রাজ্যপাল বলছেন 12 জন । তার মানে টার্গেট করে সেই সংখ্যাটা পূরণ করবে । আমি রাজ্যপালকে সম্মান করি । কিন্তু তাঁর রাজনৈতিক ভাষণকে সম্মান করি না । আমার সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে, তাই কিছু বলছি না ।" মমতা দাবি করেন, লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে 10 জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে 8 জন তৃণমূল কংগ্রেসের কর্মী । BJP -র দু'জন মারা গেলেও সেই মৃত্যু কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি ।

এই সংক্রান্ত খবর : খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন : মুকুল রায়

মমতা আরও বলেন, "বাংলার মাটিতে থাকতে হলে বাংলাকে অবজ্ঞা করা চলবে না । বাংলাকে অবজ্ঞা করলে আমার থেকে ভয়ংকর আর কেউ হবে না ।" আজ এভাবে BJP-কে হুঁশিয়ারি দেন তিনি । বলেন, "বিদ‍্যাসাগরের ২০০ বছর উপলক্ষে অনুষ্ঠান শুরু হবে । এটার কোনও প্রয়োজন ছিল না । কিন্তু বাধ্য হয়ে করতে হল ।
বাংলা ফেলনা নয় । গান্ধিজি গুজরাতে সম্মান পাননি । তিনি বাংলায় সম্মান পেয়েছেন । মূর্তি ভেঙে দিয়ে বর্ণ পরিচয়কে ভেঙে দেওয়া যায় না
। এটা ভাঙা নয়, আমাদের কৃষ্টিকে আঘাত করা । আমাদের সংস্কৃতিকে আঘাত করা । বাংলাকে ঘুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "আরও চারটি বড় ব্রোঞ্জের মূর্তি গড়া হবে । কাজী নজরুল ইসলামেরও একটি মূর্তি গড়া হবে । বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে একটি মিউজিয়াম তৈরি হবে । তার জন্য এক কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার।"

মুখ্যমন্ত্রী আক্ষেপের সুরে বলেন, "সবকিছু করার পরেও শুনতে হয় আমরা বাঙালি নই, হিন্দু নই । 34 বছর পরে ক্ষমতায় এসে আমাদের বিদ‍্যাসাগর, লেনিনের মূর্তি ভাঙতে হয়নি । লেনিনের মূর্তি ভেঙেছিল কে ?" BJP-কে কটাক্ষ করে মমতা বলেন, "বাংলা গুজরাত নয় । গুজরাতের লোককে ভালোবাসি কিন্তু দাঙ্গাবাজদের নয় । নির্বাচনের পর থেকে 10 জন মারা গেছে । এর মধ্যে আমাদের 8 জন । কেন এমন হবে? দরকার হলে আমাকে মেরে দিন, আমি কিছু চাই না । বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা চলছে । তা রুখতে সবাই মিলে জোট বাঁধুন ।"

Intro:
বাংলাকে অবজ্ঞা করলে আমার থেকে ভয়ংকর কেউ হবে না : বিজেপিকে হুশিয়ারী মমতার


কলকাতা, ১১ জুন : বাংলার মাটিতে থাকতে হলে বাংলাকে অবজ্ঞা করা চলবে না। বাংলাকে অবজ্ঞা করলে আমার থেকে ভয়ংকর আর কেউ হবে না । আজ এভাবেই হেয়ার স্কুলে
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পূনঃ স্থাপন অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, জীবন দিয়ে রুখবেন বাংলার কৃষ্টি ও সংস্কৃতি।

Body:




বিদ্যাসাগরের ২০০ বছর পূর্তি উপলক্ষে আগেই কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্য সরকার। সেপ্টেম্বর মাস থেকে সারা বছর বিদ্যাসাগরকে নিয়ে নানান অনুষ্ঠান হবে বলে সরকারের ঘোষণা ছিল। কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষের ফলে ভেঙে যায় বিদ্যাসাগরের মূর্তি। আজ ব্রোঞ্জের তৈরি একটি আবক্ষ মূর্তি বিদ্যাসাগর কলেজে পুনঃস্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনঃস্থাপনের মঞ্চ থেকে তিনি বলেন, 'বিদ‍্যাসাগরের ২০০ বছর উপলক্ষে অনুষ্ঠান শুরু হবে । এটার কোনও প্রয়োজন ছিল না। কিন্তু বাধ্য হয়ে করতে হল।
বাংলা ফেলনা নয়। গান্ধীজী গুজরাটে সম্মান পাননি । বাংলায় সম্মান পেয়েছে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, গান্ধীজী সকলেই। মূর্তি ভেঙে দিয়ে বর্ণ পরিচয়কে ভেঙে দেওয়া যায় না
এটা ভাঙা নয় , আমাদের কৃষ্টিকে আঘাত করা। আমাদের সংস্কৃতিকে আঘাত করা। বাংলাকে ঘুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।' মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, 'আরও চারটি বড় ব্রোঞ্জের মূর্তি গড়া হবে। কাজী নজরুল ইসলামেরও একটি মূর্তি গড়া হবে। বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে একটি মিউজিয়াম তৈরি হবে। তার জন্য এক কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার।' মুখ্যমন্ত্রী আক্ষেপের সুরে বলেন, 'সবকিছু করার পরেও শুনতে হয় আমরা বাঙালি নয়, হিন্দু নয়। ৩৪ বছর পরে ক্ষমতায় এসে আমাদের বিদ‍্যাসাগর, লেলিনের মূর্তি ভাঙতে হয়নি।' লেলিনের মূর্তি ভেঙেছিল কে ? বিজেপির দিকে ইঙ্গিত করে প্রশ্ন তোলেন মমতা। তাঁর বক্তব্য, 'বাংলা গুজরাট নয়
গুজরাটের লোককে ভালোবাসি কিন্তু দাঙ্গা বাজদের নয়।
নির্বাচনের পর থেকে ১০ জন মারা গেছে । এর মধ্যে আমাদের ৮ জন। কেন এমন হবে, দরকার হলে আমাকে মেরে দিন, আমি কিছু চাই না । বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা চলছে। রুখতে সবাই মিলে জোট বাঁধুন।'Conclusion:
Last Updated : Jun 11, 2019, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.