ETV Bharat / briefs

উচ্চবর্ণের সঙ্গে এক পংক্তিতে খাওয়ায় দলিত যুবককে পিটিয়ে খুন

উচ্চবর্ণের সঙ্গে বিয়েবাড়িতে এক পংক্তিতে খাওয়ার অপরাধে এক দলিত যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তরাখণ্ডে । মৃতের নাম জিতেন্দ্র।

author img

By

Published : May 7, 2019, 2:39 PM IST

ফাইল ফোটো

নিউ তেহরি, 7 মে : এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অপরাধে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । উত্তরাখণ্ডের শ্রীকোট গ্রামের নিউ তেহরির ঘটনা । মৃতের নাম জিতেন্দ্র।

অভিযোগ, ২৬ এপ্রিল জিতেন্দ্র বিয়েবাড়িতে উচ্চবর্ণের ব্যক্তিদের সঙ্গে এক পংক্তিতে বসে খাচ্ছিলেন । সেই অপরাধে উচ্চবর্ণের তিন ব্যক্তি তাঁকে গণপিটুনি দেয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে দেহরাদুনের একটি হাসপাতালে ভরতি করা হয় । ৯ দিন চিকিৎসা চলার পর গতকাল তাঁর মৃত্যু হয় । ঘটনার পর গরেন্দ্র সিং, সোবান সিং, কুশল সিং, গব্বর সিং, গম্ভীর সিং, হারবীর সিং এবং হুকুম সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জিতেন্দ্রর বোন ।

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক অশোক কুমার বলেন, "এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল । এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের বিরুদ্ধে তপশিলি জাতি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে ।"

অন্য এক পুলিশ আধিকারিক বলেন, "উচ্চবর্ণের লোকদের সঙ্গে বসে খাচ্ছিলেন জিতেন্দ্র । সেই দেখে মেজাজ হারান কয়েকজন। এরপরেই তারা জিতেন্দ্রকে গণপিটুনি দেয় ।"

নিউ তেহরি, 7 মে : এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অপরাধে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । উত্তরাখণ্ডের শ্রীকোট গ্রামের নিউ তেহরির ঘটনা । মৃতের নাম জিতেন্দ্র।

অভিযোগ, ২৬ এপ্রিল জিতেন্দ্র বিয়েবাড়িতে উচ্চবর্ণের ব্যক্তিদের সঙ্গে এক পংক্তিতে বসে খাচ্ছিলেন । সেই অপরাধে উচ্চবর্ণের তিন ব্যক্তি তাঁকে গণপিটুনি দেয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে দেহরাদুনের একটি হাসপাতালে ভরতি করা হয় । ৯ দিন চিকিৎসা চলার পর গতকাল তাঁর মৃত্যু হয় । ঘটনার পর গরেন্দ্র সিং, সোবান সিং, কুশল সিং, গব্বর সিং, গম্ভীর সিং, হারবীর সিং এবং হুকুম সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জিতেন্দ্রর বোন ।

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক অশোক কুমার বলেন, "এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল । এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের বিরুদ্ধে তপশিলি জাতি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে ।"

অন্য এক পুলিশ আধিকারিক বলেন, "উচ্চবর্ণের লোকদের সঙ্গে বসে খাচ্ছিলেন জিতেন্দ্র । সেই দেখে মেজাজ হারান কয়েকজন। এরপরেই তারা জিতেন্দ্রকে গণপিটুনি দেয় ।"

Bhopal (MP), May 07 (ANI): After Congress delegation reached former Madhya Pradesh chief minister Shivraj Singh Chouhan's residence today with documents containing details of those farmers whose loans have been waived off by the present state government, Chouhan addressed a press conference in MP's Bhopal and said, "Go to the field, see the farmer shouting that the loan was not waived off, they are getting different notices for recovery of debt, and the Congress government is saying that they waived off the loan. Model Code of Conduct contains the provision that if the beneficiaries have already been identified then they can put money in their bank account. This is the request to the chief minister that satisfy the farmers rather than satisfying me."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.