দার্জিলিং, 25 জুন: লকডাউনে চা শ্রমিকদের মজুরির দাবিতে এবার আন্দোলনের হুমকি পাহাড়ে। চা শ্রমিকদের নিয়ে পাহাড়ের শ্রমিক সংগঠন CPRM এই বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ।
বৃহস্পতিবার দার্জিলিঙে CPRM এর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল রাই বলেন, "লকডাউন ছাড়াও 2017 সালে পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলন হয়। ওই সময়ে চা বাগানের কাজ বন্ধ ছিল। ওই আন্দোলনের সময়ে চা শ্রমিকদের মজুরি দাবি করা হলেও এখনও পর্যন্ত তা পাওয়া যায়নি। নতুন করে এই দাবিতে সরকারের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে।"
একইসঙ্গে কোরোনার জেরে লকডাউনের বেশিরভাগ সময়ে বন্ধ ছিল চা বাগানের কাজ। এই সময়েও শ্রমিকদের মজুরি দেওয়ার দাবি করছেন তাঁরা। একইসঙ্গে তাদের আরও দাবি বন্ধ থাকা চা বাগান ফের খুলতে হবে ।
পাহাড়ের চা শ্রমিকদের জন্য GTA ফান্ড তৈরি করা হয়েছে । সেই ফান্ডের টাকা পেলেও কিছুটা উপকৃত হবে চা শ্রমিকরা বলে মনে করেন তিনি । তাই অবিলম্বে এইফান্ড থেকে চা শ্রমকিদের আর্থিক সহায়তা করার দাবি CPRM এর ট্রেড ইউনিয়নের। এসব দাবিতে চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ব্যানারে আন্দোলন সংগঠিত করার করার কথা বলেন তিনি ।
রাই আরও বলেন, সিঙ্গলা-সহ পাহাড়ের বেশ কয়েকটি চা বাগান বন্ধ রয়েছে। ওইসব চা বাগানগুলিতে শ্রমিকদের সরকারের বিশেষ আর্থিক সহায়তা 'ফাওলাই' পাওয়ার কথা। কিন্তু ওই সুবিধা থেকে অনেক শ্রমিক বঞ্চিত।