ETV Bharat / briefs

তৃণমূলের দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা - cpim

রাজ্যে শাসক দলের শক্তি ক্ষয়ের পর দত্তপুকুর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা। অভিযোগ, ক্ষমতায় আসার পরই ওই পার্টি অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল। গতকাল পার্টি অফিসটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে পুনরুদ্ধার করে স্থানীয় CPI(M) নেতৃত্ব।

দলের পতাকা লাগাচ্ছেন CPIM-এর কর্মী-সমর্থকরা
author img

By

Published : May 25, 2019, 2:44 PM IST

Updated : May 25, 2019, 3:01 PM IST

দত্তপুকুর, ২৫ মে: ভোটের ফলপ্রকাশের পর দখল হওয়া পার্টি অফিস উদ্ধার করল CPI(M) কর্মী-সমর্থকরা । দত্তপুকুর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা । অভিযোগ, রাজ্যে ক্ষমতায় আসার পরই ওই এলাকার CPI(M)-এর পার্টি অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে 23 মে ভোটের ফল বেরোনোর পর সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে স্থানীয় CPI(M) কর্মী-সমর্থকরা ।

CPI(M)- এর অভিযোগ, ক্ষমতায় আসার পরই তৃণমূল এলাকায় তাদের পার্টি অফিসটি দখল করে। সেখানে নিজেদের দলীয় পতাকা লাগায়। দীর্ঘ ৪০ বছরের পার্টি অফিস থেকে CPI(M)-এর দলীয় পতাকা, ফেস্টুন সরিয়ে ফেলা হয় । কয়েকজন CPI(M) নেতা-কর্মীদের মারধরও করা হয়েছিল বলে অভিযোগ ।
তবে গতকাল সকালে তৃণমূলের ঝান্ডা সরিয়ে দেয় এলাকার বাম সমর্থকরা। নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে ওই পার্টি অফিস পুনরুদ্ধার করে CPI(M) ।

DYFI-এর দত্তপুকুর আঞ্চলিক সভাপতি হাবিব আলি বলেন, "দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করে রেখেছিল এতদিন । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমরা সরব হতে পারিনি । এবার ওদের শক্তি কমায় আমাদের ছেলেরা ফের কার্যালয়টি দখলে নিয়েছে। অনেক তৃণমূলকর্মী বাধা দিয়েছিল । তবে আমরা একত্রিত হয়ে সেই বাধা পেরিয়ে পার্টি অফিসটি পুনরুদ্ধার করলাম । " তৃণমূল নেতৃত্ব অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ।

শুনুন DYFI-এর দত্তপুকুর আঞ্চলিক সভাপতি হাবিব আলির বক্তব্য

দত্তপুকুর, ২৫ মে: ভোটের ফলপ্রকাশের পর দখল হওয়া পার্টি অফিস উদ্ধার করল CPI(M) কর্মী-সমর্থকরা । দত্তপুকুর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা । অভিযোগ, রাজ্যে ক্ষমতায় আসার পরই ওই এলাকার CPI(M)-এর পার্টি অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে 23 মে ভোটের ফল বেরোনোর পর সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে স্থানীয় CPI(M) কর্মী-সমর্থকরা ।

CPI(M)- এর অভিযোগ, ক্ষমতায় আসার পরই তৃণমূল এলাকায় তাদের পার্টি অফিসটি দখল করে। সেখানে নিজেদের দলীয় পতাকা লাগায়। দীর্ঘ ৪০ বছরের পার্টি অফিস থেকে CPI(M)-এর দলীয় পতাকা, ফেস্টুন সরিয়ে ফেলা হয় । কয়েকজন CPI(M) নেতা-কর্মীদের মারধরও করা হয়েছিল বলে অভিযোগ ।
তবে গতকাল সকালে তৃণমূলের ঝান্ডা সরিয়ে দেয় এলাকার বাম সমর্থকরা। নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে ওই পার্টি অফিস পুনরুদ্ধার করে CPI(M) ।

DYFI-এর দত্তপুকুর আঞ্চলিক সভাপতি হাবিব আলি বলেন, "দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করে রেখেছিল এতদিন । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমরা সরব হতে পারিনি । এবার ওদের শক্তি কমায় আমাদের ছেলেরা ফের কার্যালয়টি দখলে নিয়েছে। অনেক তৃণমূলকর্মী বাধা দিয়েছিল । তবে আমরা একত্রিত হয়ে সেই বাধা পেরিয়ে পার্টি অফিসটি পুনরুদ্ধার করলাম । " তৃণমূল নেতৃত্ব অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ।

শুনুন DYFI-এর দত্তপুকুর আঞ্চলিক সভাপতি হাবিব আলির বক্তব্য
অনলাইন পরিকাঠামোর অভাবে ঘোজাডাঙা সীমান্ত বাণিজ্য বন্ধ, কয়েকশো পণ্যবাহী ট্রাক সীমান্তে দাঁড়িয়ে, ক্ষতি প্রায় কোটি টাকা বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে মঙ্গলবার সকাল থেকে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ করেছে ব্যবসায়ীরা। অভিযোগ চলতি মাসের ১৩ই মে হঠাৎই কেন্দ্র সরকারের তরফ থেকে অনলাইন পরিষেবা সঙ্গে যুক্ত করতে হবে ব্যবসায়ীদের। এধরনের বাণিজ‍্যের প্রতিবাদে সকাল থেকে সীমান্ত ট্রাক বন্ধ করে ব্যবসায়ীরা। প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে। অবশেষে বাণিজ্য বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে শতাধিক ব্যবসায়ী। এর ফলে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে পড়েছে। দাঁড়িয়ে আছে পাঁচ হাজারেরও পণ্যবাহী ট্রাক। একদিকে তাপপ্রবাহ অন্যদিকে কাঁচামাল, ফল, কমলালেবু, পেঁয়াজ, সবজি ও মাছ যত সময় যাচ্ছে পচন শুরু হবে। ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে। ঘোজাডাঙ্গা কাস্টমস আধিকারিক পি.টি. ভুটিয়া জানিয়েছেন যে ভাবে তাদের আছে কেন্দ্র সরকার থেকে নির্দেশিকা এসেছে তারা সেই ভাবে অনলাইন প্রক্রিয়া শুরু করেছে। তাদের এ ব্যাপারে আর কিছু বলার নেই। সমস্যায় পড়েছে আমদানি-রপ্তানি সংস্থার ব্যবসায়ীরা। ঘোজাডাঙ্গা আমদানি ও রপ্তানি সংস্থার সম্পাদক মিহির ঘোষ বলেন, যেভাবে অনলাইন প্রক্রিয়া শুরু করেছেন তাতে সময় লাগবে, যার জন্য আমদানি ও রপ্তানি প্রক্রিয়া থমকে যাবে। ফলে ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকদের। এমনকি এর সঙ্গে যুক্ত যেসব ছোট-বড় ক্ষুদ্র ব্যবসায়ী বড় ক্ষতির মুখে পড়তে হবে দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে।
Last Updated : May 25, 2019, 3:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.