দত্তপুকুর, ২৫ মে: ভোটের ফলপ্রকাশের পর দখল হওয়া পার্টি অফিস উদ্ধার করল CPI(M) কর্মী-সমর্থকরা । দত্তপুকুর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা । অভিযোগ, রাজ্যে ক্ষমতায় আসার পরই ওই এলাকার CPI(M)-এর পার্টি অফিসটি দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে 23 মে ভোটের ফল বেরোনোর পর সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে স্থানীয় CPI(M) কর্মী-সমর্থকরা ।
CPI(M)- এর অভিযোগ, ক্ষমতায় আসার পরই তৃণমূল এলাকায় তাদের পার্টি অফিসটি দখল করে। সেখানে নিজেদের দলীয় পতাকা লাগায়। দীর্ঘ ৪০ বছরের পার্টি অফিস থেকে CPI(M)-এর দলীয় পতাকা, ফেস্টুন সরিয়ে ফেলা হয় । কয়েকজন CPI(M) নেতা-কর্মীদের মারধরও করা হয়েছিল বলে অভিযোগ ।
তবে গতকাল সকালে তৃণমূলের ঝান্ডা সরিয়ে দেয় এলাকার বাম সমর্থকরা। নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে ওই পার্টি অফিস পুনরুদ্ধার করে CPI(M) ।
DYFI-এর দত্তপুকুর আঞ্চলিক সভাপতি হাবিব আলি বলেন, "দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করে রেখেছিল এতদিন । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমরা সরব হতে পারিনি । এবার ওদের শক্তি কমায় আমাদের ছেলেরা ফের কার্যালয়টি দখলে নিয়েছে। অনেক তৃণমূলকর্মী বাধা দিয়েছিল । তবে আমরা একত্রিত হয়ে সেই বাধা পেরিয়ে পার্টি অফিসটি পুনরুদ্ধার করলাম । " তৃণমূল নেতৃত্ব অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ।