ETV Bharat / briefs

সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ ভগবানগোলায় - রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ

সস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ CPI(M)-এর । বিক্ষোভের পাশাপাশি রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানায় তারা ।

Murshidabad
author img

By

Published : Jul 4, 2020, 2:17 AM IST

ভগবানগোলা, 3 জুলাই: সংস্কারের দাবিতে ভগবানগোলায় রাস্তায় ধানের চারা পুঁতে প্রতীকী প্রতিবাদ জানালেন স্থানীয় CPI(M) বিধায়ক মহসিন আলি । বিষয়টি নিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট রাস্তাটি চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম । দীর্ঘদিন ধরে তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । বারবার সংস্কারের দাবি জানানো হলেও এই সরকার উদাসীন ।

ভগবানগোলা-1 ব্লকের নিমতলা মোড় থেকে দারারকান্দি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল জমে যায় । স্থানীয় বাসিন্দা ও CPI(M) নেতৃত্বের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সাড়া মেলেনি ।

আজ রাস্তা সংস্কারের দাবিতে বিধায়কের নেতৃত্বে আন্দোলনে নামেন CPI(M) কর্মী-সমর্থকরা । বিক্ষোভের পাশাপাশি রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানান তাঁরা । একই সঙ্গে এক মাসের মধ্যে সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।

ভগবানগোলা, 3 জুলাই: সংস্কারের দাবিতে ভগবানগোলায় রাস্তায় ধানের চারা পুঁতে প্রতীকী প্রতিবাদ জানালেন স্থানীয় CPI(M) বিধায়ক মহসিন আলি । বিষয়টি নিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট রাস্তাটি চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম । দীর্ঘদিন ধরে তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । বারবার সংস্কারের দাবি জানানো হলেও এই সরকার উদাসীন ।

ভগবানগোলা-1 ব্লকের নিমতলা মোড় থেকে দারারকান্দি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল জমে যায় । স্থানীয় বাসিন্দা ও CPI(M) নেতৃত্বের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সাড়া মেলেনি ।

আজ রাস্তা সংস্কারের দাবিতে বিধায়কের নেতৃত্বে আন্দোলনে নামেন CPI(M) কর্মী-সমর্থকরা । বিক্ষোভের পাশাপাশি রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানান তাঁরা । একই সঙ্গে এক মাসের মধ্যে সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.