কলকাতা, 16 অক্টোবর : প্রথমে সরকারি নির্দেশিকা মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখেছেন নগরপাল অনুজ শর্মা । পরে তিনি নিজে গতকাল ঘুরে দেখেন বেশ কয়েকটি পূজো মণ্ডপ । পুজো উদ্যোক্তাদের দেন প্রয়োজনীয় পরামর্শ । তার পরেই তিনি OC-দের জন্য দিলেন নির্দেশিকা । কেনাকাটা থেকে শুরু করে পুজোর দিনগুলোই মণ্ডপের উপর বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি । কোরোনা যাতে অতি মহামারির আকার না নেয়, তা নিশ্চিত করতে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন নগরপাল ।
কেরালায় ওনাম উৎসবের পর কোরোনা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় । দৈনিক সংক্রমণের হার ক্রমশ বাড়তে থাকে । আর সে সব দেখে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই । কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাব বার মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন ।
রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, বিরোধীরা যাতে কোনওভাবেই ধর্মীয় মেরুকরণের সুযোগ না পায়, সেদিকে নজর রেখেই দুর্গাপূজায় সাধারণের জন্য তেমন কোনও বিধিনিষেধ আরোপ করেনি রাজ্য । কিন্তু উদ্যোক্তাদের মেনে চলতে বলা হয়েছে বিধি নিষেধ । কলকাতা পুলিশের পক্ষ থেকেও বৈঠক করে উদ্যোক্তাদের বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হয়েছে । বলা হয়েছে, মণ্ডপ খোলামেলা রাখতে হবে । মণ্ডপের সিলিং যদি আচ্ছাদন দিয়ে ঢাকা থাকে তবে চারপাশ খোলামেলা রাখতে হবে । যদি চারপাশ খোলামেলা না থাকে তবে সিলিং খোলা রাখতে হবে । মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের পৃথক ব্যবস্থা রাখতে হবে । দর্শনার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে । বাধ্যতামূলক করা হয়েছে স্যানিটাইজ়ারের ব্যবহার । যেসব দর্শনার্থী মাস্ক না পরে মণ্ডপে আসবেন, তাঁদের মাস্ক দিতে হবে পুজো উদ্যোক্তাদের । সেই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে । পুজো উদ্যোক্তাদের যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক রাখতে হবে সামাজিক দূরত্ব বিধি রক্ষা করার জন্য । স্বেচ্ছাসেবক দলের মাস্ক এবং ফেস শিল্ড ব্যবহার করা বাধ্যতামূলক । অঞ্জলি, প্রসাদ বিতরণ কিংবা সিঁদুর খেলায় উদ্যোক্তাদের বিশেষ প্ল্যানিং করতে হবে যাতে একসঙ্গে অনেকটা ভিড় না জমে । পুজো মণ্ডপ কিংবা মণ্ডপ চত্বরের আশপাশে কোনওরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না । এবার দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রতিমা নিরঞ্জন ছোটো করে করতে হবে ।
এদিকে পুজোর কেনাকাটা উপলক্ষ্যে বাজারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে । নিউ মার্কেট, এসপ্লানেড চত্বরে অনেককেই স্বাস্থ্যবিধি অমান্য করতে দেখা যাচ্ছে । OC-দের নগরপাল নির্দেশ দিয়েছেন, কেনাকাটার ভিড়ে স্বাস্থ্যবিধি যাতে মানা হয় তা দেখতে হবে । প্রয়োজনে মাইকে প্রচার চালাতে হবে । মণ্ডপে যাতে দর্শনার্থীরা মাস্ক পরে ঢোকেন সেদিকেও রাখতে হবে নজর । এক জায়গায় কোনওভাবেই অতিরিক্ত ভিড় জমতে দেওয়া যাবে না । পুজো কমিটিগুলো সরকারের নির্দেশিকা ঠিকমতো মানছে কি না সে দিকেও রাখতে হবে কড়া নজর । ইতিমধ্যেই সেই নির্দেশিকা চলে গেছে প্রতিটি থানায় ।