ETV Bharat / briefs

পশ্চিমবঙ্গের কোরোনা সংক্রমণ আশঙ্কাজনক নয়, দাবি নবান্নের - পশ্চিমবঙ্গের কোরোনা পরিস্থিতি

দেশের মোট সংক্রমণের মাত্র 3.42 শতাংশ এ রাজ্যে সংক্রমিত । রাজ্যের কোরোনা পরিস্থিতি তেমন আশঙ্কাজনক নয় । দাবি স্বরাষ্ট্র দপ্তরের ।

Covid 19 situation of west bengal
Covid 19 situation of west bengal
author img

By

Published : Jul 14, 2020, 9:51 PM IST

কলকাতা, 14 জুলাই : রাজ‍্যে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । গড়ে এক হাজারের বেশি মানুষ প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছেন । রোজই মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে কয়েকজনের নাম । তারপরেও রাজ্য সরকারের দাবি, পশ্চিমবঙ্গের কোরোনা সংক্রমণ দেশের নিরিখে আশঙ্কাজনক নয় । দেশের মোট সংক্রমণের মাত্র 3.42 শতাংশ এ রাজ‍্যের । রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করল স্বরাষ্ট্র দপ্তর ।

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে সংখ্যাতত্ত্ব তুলে ধরা হয়েছে তা বলছে, 15 এপ্রিল দেশের মোট সংক্রমিতের 2.32 শতাংশ ছিল এ রাজ্যের । 30 এপ্রিল সেটি বেড়ে হয় 3.14 শতাংশ । 15 মে কিছুটা কমে দাঁড়ায় 3 শতাংশ । 30 মে ফের বেড়ে হয় 3.32 শতাংশ । 15 জুন দেশের নিরিখে এ রাজ্যে সর্বাধিক সংক্রমিতের সংখ্যা পাওয়া গিয়েছিল । সেটি ছিল 3.47 শতাংশ । 30 জুন সেটা ফের কমে হয় 3.42 শতাংশ । যা 12 জুলাই পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ।

তথ্য বলছে, আজ দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 9 লাখের গণ্ডি ছাড়িয়েছে । সংখ্যাটা এখন 9 লাখ 6হাজার 752 । এরমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 11 হাজার 565 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 5 লাখ 71 হাজার 460 জন । গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 28 হাজার 498 জন । মৃত্যু হয়েছে 553 জনের । দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 23 হাজার 727 জন ।

দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্রে । এখনও পর্যন্ত সে রাজ্যে 2 লাখ 60 হাজার 924 জন সংক্রমিত । মৃতের সংখ্যা 10 হাজারের গণ্ডি টপকেছে । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা 1 লাখ 42 হাজার 798 জন । তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট সংক্রমিত 1 লাখ 13 হাজার 740 জন ।

তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে আট নম্বরে। এ রাজ্যে এখনও পর্যন্ত মোট সংক্রমিত সংখ্যা 31 হাজার 448 জন। গতকাল নতুন করে সংক্রমিত হয়েছিলেন 1435 জন । গতকাল এ রাজ্যে মৃত্যু হয় 24 জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 956। এইসব পরিসংখ্যান তুলে ধরেই রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, এ রাজ্যের সংক্রমণের পরিস্থিতি আশঙ্কাজনক নয় ।

কলকাতা, 14 জুলাই : রাজ‍্যে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । গড়ে এক হাজারের বেশি মানুষ প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছেন । রোজই মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে কয়েকজনের নাম । তারপরেও রাজ্য সরকারের দাবি, পশ্চিমবঙ্গের কোরোনা সংক্রমণ দেশের নিরিখে আশঙ্কাজনক নয় । দেশের মোট সংক্রমণের মাত্র 3.42 শতাংশ এ রাজ‍্যের । রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করল স্বরাষ্ট্র দপ্তর ।

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে সংখ্যাতত্ত্ব তুলে ধরা হয়েছে তা বলছে, 15 এপ্রিল দেশের মোট সংক্রমিতের 2.32 শতাংশ ছিল এ রাজ্যের । 30 এপ্রিল সেটি বেড়ে হয় 3.14 শতাংশ । 15 মে কিছুটা কমে দাঁড়ায় 3 শতাংশ । 30 মে ফের বেড়ে হয় 3.32 শতাংশ । 15 জুন দেশের নিরিখে এ রাজ্যে সর্বাধিক সংক্রমিতের সংখ্যা পাওয়া গিয়েছিল । সেটি ছিল 3.47 শতাংশ । 30 জুন সেটা ফের কমে হয় 3.42 শতাংশ । যা 12 জুলাই পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ।

তথ্য বলছে, আজ দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 9 লাখের গণ্ডি ছাড়িয়েছে । সংখ্যাটা এখন 9 লাখ 6হাজার 752 । এরমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 11 হাজার 565 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 5 লাখ 71 হাজার 460 জন । গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 28 হাজার 498 জন । মৃত্যু হয়েছে 553 জনের । দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 23 হাজার 727 জন ।

দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্রে । এখনও পর্যন্ত সে রাজ্যে 2 লাখ 60 হাজার 924 জন সংক্রমিত । মৃতের সংখ্যা 10 হাজারের গণ্ডি টপকেছে । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা 1 লাখ 42 হাজার 798 জন । তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট সংক্রমিত 1 লাখ 13 হাজার 740 জন ।

তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে আট নম্বরে। এ রাজ্যে এখনও পর্যন্ত মোট সংক্রমিত সংখ্যা 31 হাজার 448 জন। গতকাল নতুন করে সংক্রমিত হয়েছিলেন 1435 জন । গতকাল এ রাজ্যে মৃত্যু হয় 24 জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 956। এইসব পরিসংখ্যান তুলে ধরেই রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, এ রাজ্যের সংক্রমণের পরিস্থিতি আশঙ্কাজনক নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.