মালদা, 11 জুন : দিল্লি থেকে বাইক চালিয়ে মালদা ফিরে এল এককোরোনা সংক্রামিত যুবক ৷ এই ঘটনায় আজ তোলপাড় পড়েছে জেলায় ৷ যদিও ওই যুবক বাড়িযাওয়ার আগে মালদা মেডিকেলে নিজের শারীরিক পরীক্ষা করাতে যায় ৷ তখনই দিল্লি থেকেজেলা স্বাস্থ্য দপ্তরে তার লালারসের পজিটিভ রিপোর্টের খবর জানানো হয় ৷ সেই খবরপেয়ে মালদা মেডিকেল থেকেই ওই যুবককে নিয়ে যাওয়া হয়েছে পুরাতন মালদার নারায়ণপুরেরকোভিড হাসপাতালে৷ বর্তমানে ওই যুবক চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছে বলে হাসপাতালসূত্রে খবর৷
বছর সাতাশের ওইযুবকের বাড়ি চাঁচল 1 ব্লকেরগালিমপুর এলাকায় ৷ সে দিল্লিতে শ্রমিকের কাজ করত৷ লকডাউনের মধ্যে অনেক চেষ্টা করেওবাড়ি ফিরতে পারছিল না৷ শেষ পর্যন্ত মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় সে৷নিজের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়েই সে মাস পাঁচেক আগে দিল্লিতে কাজ করতেগিয়েছিল৷ বাড়ি ফেরার জন্য সে দিল্লিতে একটি পুরোনো বাইক কিনেও ফেলে৷ তারই মধ্যেতার সামান্য জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়৷ গত 5 জুন সে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যায়৷চিকিৎসার সঙ্গে সেখানে তার লালারসও সংগ্রহ করা হয়৷ কিন্তু তার রিপোর্ট আসার আগেইদিন সে বাইক নিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দেয়৷ পাঁচদিন পর আজ দুপুর নাগাদ সে মালদায়পৌঁছোয় ৷ বাড়ি যাওয়ার আগে সে মালদা মেডিকেলের ফ্লু ওয়ার্ডে নিজের শারীরিক পরীক্ষাকরাতে যায়৷ ঠিক তখনই দিল্লি থেকে জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়, ওই যুবক কোরোনা সংক্রামিত৷ সঙ্গে সঙ্গে সেইখবর স্বাস্থ্য দপ্তর জেলার প্রতিটি হাসপাতালে জানিয়ে দেয়৷ নাম মিলে যাওয়ায় ওইযুবককে ফ্লু ওয়ার্ডে আলাদা জায়গায় বসিয়ে রাখে কর্তৃপক্ষ৷ সেই খবর পেয়ে স্বাস্থ্যদপ্তরের লোকজন মেডিকেল থেকে ওই যুবককে কোভিড হাসপাতালে ভরতি করে৷
জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিক ভূষণ চক্রবর্তী বলেন, “মালদামেডিকেলে থাকালীনই চাঁচলের গালিমপুরের বাসিন্দা ওই পরিযায়ী যুবকের কোরোনাসংক্রমণের খবর দিল্লি থেকে আমাদের কাছে আসে৷ আমরা সঙ্গে সঙ্গে সেই খবর জেলারপ্রতিটি হাসপাতালে জানিয়ে দিই৷ তখনই জানা যায়, ওই যুবক মেডিকেলে রয়েছে৷ খবর পেয়েই আমরা তাকেসেখান থেকে নিয়ে গিয়ে পুরাতন মালদার কোভিড হাসপাতালে ভরতি করেছি৷” এদিকে এই ঘটনায় ফ্লু ওয়ার্ডে কর্মরতস্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷ আজই ওই ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করাহয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গিয়েছে৷
টানা 6 দিন বাইক চালিয়ে মালদা ফিরল কোরোনা আক্রান্ত যুবক - মালদা মেডিকেল কলেজ
বছর সাতাশের ওই যুবকের বাড়ি চাঁচল 1 ব্লকের গালিমপুর এলাকায় ৷ সে দিল্লিতে শ্রমিকের কাজ করত৷ লকডাউনের মধ্যে অনেক চেষ্টা করেও বাড়ি ফিরতে পারছিল না৷ শেষ পর্যন্ত মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় সে৷
মালদা, 11 জুন : দিল্লি থেকে বাইক চালিয়ে মালদা ফিরে এল এককোরোনা সংক্রামিত যুবক ৷ এই ঘটনায় আজ তোলপাড় পড়েছে জেলায় ৷ যদিও ওই যুবক বাড়িযাওয়ার আগে মালদা মেডিকেলে নিজের শারীরিক পরীক্ষা করাতে যায় ৷ তখনই দিল্লি থেকেজেলা স্বাস্থ্য দপ্তরে তার লালারসের পজিটিভ রিপোর্টের খবর জানানো হয় ৷ সেই খবরপেয়ে মালদা মেডিকেল থেকেই ওই যুবককে নিয়ে যাওয়া হয়েছে পুরাতন মালদার নারায়ণপুরেরকোভিড হাসপাতালে৷ বর্তমানে ওই যুবক চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছে বলে হাসপাতালসূত্রে খবর৷
বছর সাতাশের ওইযুবকের বাড়ি চাঁচল 1 ব্লকেরগালিমপুর এলাকায় ৷ সে দিল্লিতে শ্রমিকের কাজ করত৷ লকডাউনের মধ্যে অনেক চেষ্টা করেওবাড়ি ফিরতে পারছিল না৷ শেষ পর্যন্ত মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় সে৷নিজের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়েই সে মাস পাঁচেক আগে দিল্লিতে কাজ করতেগিয়েছিল৷ বাড়ি ফেরার জন্য সে দিল্লিতে একটি পুরোনো বাইক কিনেও ফেলে৷ তারই মধ্যেতার সামান্য জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়৷ গত 5 জুন সে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে যায়৷চিকিৎসার সঙ্গে সেখানে তার লালারসও সংগ্রহ করা হয়৷ কিন্তু তার রিপোর্ট আসার আগেইদিন সে বাইক নিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দেয়৷ পাঁচদিন পর আজ দুপুর নাগাদ সে মালদায়পৌঁছোয় ৷ বাড়ি যাওয়ার আগে সে মালদা মেডিকেলের ফ্লু ওয়ার্ডে নিজের শারীরিক পরীক্ষাকরাতে যায়৷ ঠিক তখনই দিল্লি থেকে জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়, ওই যুবক কোরোনা সংক্রামিত৷ সঙ্গে সঙ্গে সেইখবর স্বাস্থ্য দপ্তর জেলার প্রতিটি হাসপাতালে জানিয়ে দেয়৷ নাম মিলে যাওয়ায় ওইযুবককে ফ্লু ওয়ার্ডে আলাদা জায়গায় বসিয়ে রাখে কর্তৃপক্ষ৷ সেই খবর পেয়ে স্বাস্থ্যদপ্তরের লোকজন মেডিকেল থেকে ওই যুবককে কোভিড হাসপাতালে ভরতি করে৷
জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিক ভূষণ চক্রবর্তী বলেন, “মালদামেডিকেলে থাকালীনই চাঁচলের গালিমপুরের বাসিন্দা ওই পরিযায়ী যুবকের কোরোনাসংক্রমণের খবর দিল্লি থেকে আমাদের কাছে আসে৷ আমরা সঙ্গে সঙ্গে সেই খবর জেলারপ্রতিটি হাসপাতালে জানিয়ে দিই৷ তখনই জানা যায়, ওই যুবক মেডিকেলে রয়েছে৷ খবর পেয়েই আমরা তাকেসেখান থেকে নিয়ে গিয়ে পুরাতন মালদার কোভিড হাসপাতালে ভরতি করেছি৷” এদিকে এই ঘটনায় ফ্লু ওয়ার্ডে কর্মরতস্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে৷ আজই ওই ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করাহয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গিয়েছে৷