ETV Bharat / briefs

কাটল বিভ্রান্তি, রাজ্যের DGP বীরেন্দ্রই - WEST BENGAL

আবারও রাজ্যের পুলিশে রদবদল । জঙ্গি বাড়বাড়ন্ত রুখতে CIF-এর প্রধান করা হল সঞ্জয় চান্দেরকে । তিনি CIF-এর ADG হিসেবে কর্মরত ছিলেন।

নবান্ন
author img

By

Published : Jun 29, 2019, 4:48 AM IST

Updated : Jun 29, 2019, 5:01 AM IST

কলকাতা, 29 জুন : আবারও রাজ্যের পুলিশে রদবদল । জঙ্গি বাড়বাড়ন্ত রুখতে CIF-এর প্রধান করা হল সঞ্জয় চান্দেরকে । তিনি CIF-এর ADG হিসেবে কর্মরত ছিলেন।

রাজ্য পুলিশের এই নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা ঘিরে প্রথমে বিভ্রান্তি দেখা দিয়েছিল । নবান্নের তরফে নির্দেশিকা জারির পর খবর ছড়িয়ে পড়ে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে। সেই মতো বেশ কিছু সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়ে যায় তা । বলা হয়, DGP বীরেন্দ্রর স্থলাভিষিক্ত হচ্ছেন সঞ্জয় । সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর হইচই পড়ে যায় প্রশাসনিক মহলে ।

photo
এই সেই নি্র্দেশিকা যা ঘিরে বিভ্রান্তি

পরে শুধরে দেওয়া হয় ত্রুটি। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, DGP হিসেবে থাকছেন বীরেন্দ্র ।

কলকাতা, 29 জুন : আবারও রাজ্যের পুলিশে রদবদল । জঙ্গি বাড়বাড়ন্ত রুখতে CIF-এর প্রধান করা হল সঞ্জয় চান্দেরকে । তিনি CIF-এর ADG হিসেবে কর্মরত ছিলেন।

রাজ্য পুলিশের এই নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা ঘিরে প্রথমে বিভ্রান্তি দেখা দিয়েছিল । নবান্নের তরফে নির্দেশিকা জারির পর খবর ছড়িয়ে পড়ে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে। সেই মতো বেশ কিছু সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়ে যায় তা । বলা হয়, DGP বীরেন্দ্রর স্থলাভিষিক্ত হচ্ছেন সঞ্জয় । সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর হইচই পড়ে যায় প্রশাসনিক মহলে ।

photo
এই সেই নি্র্দেশিকা যা ঘিরে বিভ্রান্তি

পরে শুধরে দেওয়া হয় ত্রুটি। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, DGP হিসেবে থাকছেন বীরেন্দ্র ।

Intro:কলকাতা, ২৯ জুন: আবারও রাজ্যের পুলিশে রদবদল। জঙ্গিদের বাড়বাড়ন্ত রুখতে CIF(counter-insurgency ফোর্স) এর প্রধান করা হল সঞ্জয় চান্দেরকে। তিনি CIF এর ADG হিসেবে কর্মরত ছিলেন।
Body:আজ প্রশাসনের তরফে নোটিফিকেশন জারির পর ছড়িয়ে পড়ে খবর। সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে। সেই মোতাবেক অনেকগুলি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তা। বলা হয়, DGP বীরেন্দ্র স্থলাভিষিক্ত হচ্ছেন সঞ্জয়। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর এই হইচই পড়ে যায় প্রশাসনিক মহলে। অনেকেই এ ব্যাপারে বলেছেন, নোটিফিকেশনে যে ভাষা লেখা হয়েছিল, তাতে মনে হচ্ছিল রাজ্যের DGP পর্যায়ে হয়েছে রদবদল।Conclusion:পরে শুধরে দেওয়া হয় ত্রুটি। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, DGP হিসেবে থাকছেন বীরেন্দ্র।
Last Updated : Jun 29, 2019, 5:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.