কলকাতা, 29 জুন : আবারও রাজ্যের পুলিশে রদবদল । জঙ্গি বাড়বাড়ন্ত রুখতে CIF-এর প্রধান করা হল সঞ্জয় চান্দেরকে । তিনি CIF-এর ADG হিসেবে কর্মরত ছিলেন।
রাজ্য পুলিশের এই নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা ঘিরে প্রথমে বিভ্রান্তি দেখা দিয়েছিল । নবান্নের তরফে নির্দেশিকা জারির পর খবর ছড়িয়ে পড়ে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে। সেই মতো বেশ কিছু সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়ে যায় তা । বলা হয়, DGP বীরেন্দ্রর স্থলাভিষিক্ত হচ্ছেন সঞ্জয় । সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর হইচই পড়ে যায় প্রশাসনিক মহলে ।
পরে শুধরে দেওয়া হয় ত্রুটি। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, DGP হিসেবে থাকছেন বীরেন্দ্র ।