ETV Bharat / briefs

বাড়ি দেওয়ার নামে টাকা নিয়েছেন কাউন্সিলর, থানায় অভিযোগ - PMAY

অভিযুক্ত কাউন্সিলর বাড়িতে নেই । বালুরঘাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

উপভোক্তা
author img

By

Published : Jun 24, 2019, 11:04 AM IST

বালুরঘাট, 24 জুন : প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হবে । এই প্রতিশ্রুতি দিয়ে কারও থেকে 15 হাজার টাকা, কারও থেকে আবার 40 হাজার টাকা নিয়েছেন । কিন্তু, মেলেনি ঘর । এমনই অভিযোগ উঠেছে বালুরঘাট পৌরসভার তৃণমূল কাউন্সিলর নীতা হাঁসদার বিরুদ্ধে । কাউন্সিলরের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলেন জনা 12 উপভোক্তা ।

বালুরঘাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর নীতা হাঁসদা । গত বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়ার কাজ শুরু করে পৌরসভা । অভিযোগ, বাড়ি দেওয়ার অজুহাতে ওই কাউন্সিলর একাধিক উপভোক্তার থেকে টাকা নেন ।

এই সংক্রান্ত আরও খবর : সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার

যদিও ঘর পাননি উপভোক্তারা । বিষয়টি নিয়ে গতকাল তাঁরা কাউন্সিলরের বাড়িতে যান । কিন্তু, বাড়িতে ছিলেন না কাউন্সিলর । পরে কাউন্সিলরের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয় ।

এই সংক্রান্ত আরও খবর : জনরোষের মুখে কাটমানি ফেরতের প্রতিশ্রুতি তৃণমূল নেতাদের

এক উপভোক্তার স্বামী রঞ্জিত মহন্ত বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার জন্য আমাদের থেকে টাকা নেওয়া হয়েছিল । কিন্তু, ঘর তো দেওয়াই হয়নি । উলটে কাউন্সিলর নিজের ওয়ার্ড থেকে পালিয়ে গেছেন । " অপর এক উপভোক্তা ফাল্গুনী প্রামাণিকের অভিযোগ, "আমার কাছ থেকে 30 হাজার টাকা নেওয়া হয়েছিল । টিভিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমরা থানায় অভিযোগ জানিয়েছি । "

এই সংক্রান্ত আরও খবর : জবকার্ডই নেই, টাকা ঢুকেছে দেদার ; কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

স্থানীয়দের বক্তব্য, কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল । তা স্বীকার করেন বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি । তিনি বলেন, "অনেক আগেই অভিযোগ উঠেছিল নীতার বিরুদ্ধে । কিন্তু, কেউ আমাদের কাছে সরাসরি অভিযোগ জানাননি । এখন মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন । সুতরাং আইন আইনের পথে চলবে । " অপরদিকে, বিষয়টি সামনে আসার পর ময়দানে নেমেছে BJP । দলের সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "বালুরঘাট পৌরসভায় দুর্নীতিতে ভরপুর ছিল । তৎকালীন কাউন্সিলররা ও পৌরবোর্ড প্রতিক্ষেত্রে কাটমানি খেয়েছে । এখন সব সামনে আসছে । এবার কাটমানি ফেরতের জন্য মানুষ আরও বেশি করে সরব হবেন । "

এই সংক্রান্ত আরও খবর : কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য ঘেরাও

বালুরঘাট, 24 জুন : প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হবে । এই প্রতিশ্রুতি দিয়ে কারও থেকে 15 হাজার টাকা, কারও থেকে আবার 40 হাজার টাকা নিয়েছেন । কিন্তু, মেলেনি ঘর । এমনই অভিযোগ উঠেছে বালুরঘাট পৌরসভার তৃণমূল কাউন্সিলর নীতা হাঁসদার বিরুদ্ধে । কাউন্সিলরের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলেন জনা 12 উপভোক্তা ।

বালুরঘাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর নীতা হাঁসদা । গত বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়ার কাজ শুরু করে পৌরসভা । অভিযোগ, বাড়ি দেওয়ার অজুহাতে ওই কাউন্সিলর একাধিক উপভোক্তার থেকে টাকা নেন ।

এই সংক্রান্ত আরও খবর : সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার

যদিও ঘর পাননি উপভোক্তারা । বিষয়টি নিয়ে গতকাল তাঁরা কাউন্সিলরের বাড়িতে যান । কিন্তু, বাড়িতে ছিলেন না কাউন্সিলর । পরে কাউন্সিলরের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয় ।

এই সংক্রান্ত আরও খবর : জনরোষের মুখে কাটমানি ফেরতের প্রতিশ্রুতি তৃণমূল নেতাদের

এক উপভোক্তার স্বামী রঞ্জিত মহন্ত বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার জন্য আমাদের থেকে টাকা নেওয়া হয়েছিল । কিন্তু, ঘর তো দেওয়াই হয়নি । উলটে কাউন্সিলর নিজের ওয়ার্ড থেকে পালিয়ে গেছেন । " অপর এক উপভোক্তা ফাল্গুনী প্রামাণিকের অভিযোগ, "আমার কাছ থেকে 30 হাজার টাকা নেওয়া হয়েছিল । টিভিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমরা থানায় অভিযোগ জানিয়েছি । "

এই সংক্রান্ত আরও খবর : জবকার্ডই নেই, টাকা ঢুকেছে দেদার ; কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

স্থানীয়দের বক্তব্য, কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল । তা স্বীকার করেন বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি । তিনি বলেন, "অনেক আগেই অভিযোগ উঠেছিল নীতার বিরুদ্ধে । কিন্তু, কেউ আমাদের কাছে সরাসরি অভিযোগ জানাননি । এখন মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন । সুতরাং আইন আইনের পথে চলবে । " অপরদিকে, বিষয়টি সামনে আসার পর ময়দানে নেমেছে BJP । দলের সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "বালুরঘাট পৌরসভায় দুর্নীতিতে ভরপুর ছিল । তৎকালীন কাউন্সিলররা ও পৌরবোর্ড প্রতিক্ষেত্রে কাটমানি খেয়েছে । এখন সব সামনে আসছে । এবার কাটমানি ফেরতের জন্য মানুষ আরও বেশি করে সরব হবেন । "

এই সংক্রান্ত আরও খবর : কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য ঘেরাও

Intro:প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম কাটমানি নেওয়ার অভিযোগ বালুরঘাটের বিদায়ী তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ একাধিক মহিলার।।

বালুরঘাট, ২৩ জুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিক উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়া অভিযোগ বালুরঘাট পৌরসভার বিদায়ী কাউন্সিলার তথা তৃণমূল নেত্রী নীতা হাঁদার বিরুদ্ধে। ঘর তো দূর অস্ত। কাটমানির টাকা নিয়ে চম্পট দিয়েছে বিদায়ী তৃণমূল কাউন্সিলার। প্রতারণার স্বীকার হওয়া ১০-১২ জন রবিবার দুপুরে নীতা হাঁসদার নামে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করল। টাকা ফেররের পাশাপাশি ওই কাউন্সিলারের শাস্তির দাবী তোলে অভিযোগকারীরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, বালুরঘাট পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর নীতা হাঁসদা। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে। বছর খানেক আগে এই ঘর দেওয়ার কাজ শুরু হলে নীতা হাঁসদা ঘর পাইয়ে দেবার নাম করে একাধিক লোকের কাছ থেকে টাকা নেয়। অভিযোগকারীদের মধ্যে ফাল্গুনি প্রামানিকের কাছে ৩০ হাজার, চম্পা রায়ের কাছে ১১ হাজার, কবিতা মহন্ত এবং নবমী মহন্তের কাছে যথাক্রমে ১৫ এবং ২০ হাজার টাকা টাকা নেয় অভিযুক্ত নীতা হাঁসদা। এছাড়া আরও অন্যান্য উপভোক্তা কারও কাছে ৫০ হাজার আবার কারও কাছে সাধ্যমত টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ নীতার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা হরফ করা হয়। কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই ভয় ভীতি দূরে সরিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সরব হয়েছেন। এদিন অভিযোগ দায়েরর আগে অবশ্য নীতার বাড়িতে চড়াও হয়েছিলেন উপভোক্তারা। কিন্তু বিপদের আঁচ বুঝে আগেভাগেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত নীতা হাঁসদা।

এবিষয়ে অভিযোগকারী ফাল্গুনি প্রামানিক বলেন, টাকা নিয়েও ঘর দিতে পারেনি বা দেইনি তাদের ওয়ার্ডের বিদায়ী কাউকাউন্সিলার নীতা হাঁসদা। এই মুহূর্তে পৌরবোর্ড না থাকায় ঘর দেওয়ার ক্ষমতাও নেই তার। এদিকে মুখ্যমন্ত্রী তার দলের নেতাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের থেকে নেওয়া কাটমানি ফেরত দিতে। এর পরই এদিন প্রতারণার স্বীকার হওয়া সকলে মিলে তার বাড়ি যান। কিন্তু অবস্থা বেগতিক দেখে সে পালিয়ে যায়। তারা তাদের টাকা ফেরতের দাবিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্য দিকে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি বলেন, অনেক আগেই অভিযোগ উঠেছিল নীতা বিরুদ্ধে। কিন্তু কেউ তাদের কাছে সরাসরি অভিযোগ জানায়নি সে সময়। এবার তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন। সুতারাং আইন আইনের পথে চলবে।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, বালুরঘাট পৌরসভায় দুর্নীতিতে ভরপুর ছিল। তৎকালীন কাউন্সিলররা ও পৌর বোর্ড প্রতি ক্ষেত্রে কাটমানি খেয়েছে। এখন ধীরে ধীরে সব সামনে আসছে। এবার মানুষ আরও বেশি বেশি করে সরব হবেন কাটমানি ফেরতের জন্য।

অন্য দিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। Body:Balurghat Conclusion:Balurghat

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.