কুলু (হিমাচলপ্রদেশ), 28 সেপ্টেম্বর : 3 অক্টোবর (শনিবার) অটল রোহটাং পাসের উদ্বোধনী অনুষ্ঠান । উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করতে বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয়েছে । নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই CID, IB, SPG-র বিশেষ দল মানালি পৌঁছেছে ।
প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মানালির সাসে হেলিপ্যাডে নামার কথা । ইতিমধ্যেই হেলিপ্যাড সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে । পাশাপাশি লাহুলের তানডি ব্রিজ, সুতেরিঙ্গি এবং সিসু হেলিপ্যাডও প্রস্তুত রাখা হয়েছে ।
মানালি প্রশাসন সোলাঙ্গে জনসভার প্রস্তুতি শুরু করেছে । অন্যদিকে লাহুল স্পিটি এবং কুলু প্রশাসন BRO-র সঙ্গে মিলিতভাবে অটল টানেলের উদ্বোধনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ।
গতকাল কুলুর ডেপুটি কমিশনার রিচা বর্মার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । অন্যদিকে রোহটাং টানেলের ওদিকে কিলঙেও প্রস্তুতি চলছে । দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার কে কে সারোচ ।
গতকাল বৈঠকের পর রিচা বর্মা আধিকারিকদের সঙ্গে সোলাঙ্গে যান । সরেজমিনে খতিয়ে দেখেন প্রস্তুতি । পাশাপাশি দর্শক ও আমন্ত্রিত অতিথিদের বসার আয়োজন খতিয়ে দেখার নির্দেশ দেন আধিকারিকদের । সোলাঙ্গ ময়দান ও সংলগ্ন মূল রাস্তায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হোর্ডিং লাগানো হবে বলেও জানান তিনি ।
8.8 কিমি দীর্ঘ এই টানেল তৈরির কাজ শুরু হয়েছিল 2010 সালে । মূলত সামরিক পরিবহনের জন্য এই টানেল তৈরি হলেও স্থানীয় মানুষ ও পর্যটকদেরও সুবিধা হবে । এর ফলে মানালি থেকে কিলঙের দূরত্ব 60 কিলোমিটার কমবে । কমবে মানালি থেকে লেহ, লাদাকের দূরত্বও ।