পাড়ুই, 9 অক্টোবর : BJP-র থানা ঘেরাও অভিযানকে ঘিরে উত্তপ্ত পাড়ুই । চলে বোমাবাজি । গ্রেপ্তার আটজন । তাদের মধ্যে চারজন তৃণমূল ও চারজন BJP কর্মী-সমর্থক । ধৃতদের মধ্যে রয়েছেন BJP-র জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সামাদ ৷
দলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এই অভিযোগে জেলাজুড়ে থানা ঘেরাও ও ডেপুটেশন দেওয়ার কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল BJP-র তরফে । সেই মতো পাড়ুই থানায় ডেপুটেশন দেওয়ার জন্য জড়ো হয়েছিলেন BJP নেতা-কর্মীরা । অভিযোগ, সেই সময় পাড়ুই বাজার এলাকায় বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মোজাম্মেল শেখ নামে এক BJP কর্মীকে মারধরেরও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।
এদিকে আজই পাড়ুই থেকে 25টি বোমা উদ্ধার করা হয়েছে । বোলপুর থেকে বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে । উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।