ETV Bharat / briefs

Republic Day IB Alart : প্রজাতন্ত্র দিবসে রাজ্যে একাধিক রেলস্টেশনে মাওবাদী নাশকতার সতর্কতা সেন্ট্রাল আইবির - Central IB Alart

সাধারণতন্ত্র দিবসে নাশকতা চালাতে পারে মাওবাদীরা । তার আগেই রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় আইবি (Central IB warns State of Maoist sabotage) ।

Central IB alarts State
সাধারণতন্ত্র দিবসে মাওবাদী নাশকতার সর্তকতা আইবির
author img

By

Published : Jan 20, 2022, 8:16 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় রেল নাশকতা ঘটাতে পারে মাওবাদীরা । ইতিমধ্যেই রাজ্য সরকারকে এই আগাম বার্তা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central IB Alart) । সেন্ট্রাল আইবির তরফে বলা হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং খড়গপুর রেললাইন এবং প্লাটফর্মে জঙ্গিরা নাশকতামূলক কার্যকলাপ চালাতে পারে ।

ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় মাটি খুঁড়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে । পাশাপাশি আশঙ্কাও ঘনীভূত হচ্ছে । কে বা কারা ওই আগ্নেয়াস্ত্রগুলি কী কারণে মাটিতে পুঁতে রেখেছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা । পাশাপাশি পুঁতে রাখা ওই আগ্নেয়াস্ত্রগুলি দিয়ে এর আগে কি কোন প্রকারের নাশকতা করা হয়েছিল ? তা নিয়েও উঠছে প্রশ্ন ।

এছাড়াও ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি । ধৃতের নাম মহেশ আগরওয়াল, ঝাড়খণ্ডের বাসিন্দা । মাওবাদী সংগঠনকে টাকা ফান্ডিং করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তারপরেই আশঙ্কা করা হচ্ছে, আগামী 26 জানুয়ারি মাওবাদী সংগঠন নাশকতা চালাতে পারে ঝাড়গ্রাম, খড়গপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া রেলস্টেশনে । তার জন্য রেল পুলিশ-সহ রাজ্য পুলিশকেও তৎপর থাকতে বলা হয়েছে ।

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, 20 জানুয়ারি : আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় রেল নাশকতা ঘটাতে পারে মাওবাদীরা । ইতিমধ্যেই রাজ্য সরকারকে এই আগাম বার্তা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central IB Alart) । সেন্ট্রাল আইবির তরফে বলা হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং খড়গপুর রেললাইন এবং প্লাটফর্মে জঙ্গিরা নাশকতামূলক কার্যকলাপ চালাতে পারে ।

ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় মাটি খুঁড়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে । পাশাপাশি আশঙ্কাও ঘনীভূত হচ্ছে । কে বা কারা ওই আগ্নেয়াস্ত্রগুলি কী কারণে মাটিতে পুঁতে রেখেছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা । পাশাপাশি পুঁতে রাখা ওই আগ্নেয়াস্ত্রগুলি দিয়ে এর আগে কি কোন প্রকারের নাশকতা করা হয়েছিল ? তা নিয়েও উঠছে প্রশ্ন ।

এছাড়াও ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি । ধৃতের নাম মহেশ আগরওয়াল, ঝাড়খণ্ডের বাসিন্দা । মাওবাদী সংগঠনকে টাকা ফান্ডিং করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তারপরেই আশঙ্কা করা হচ্ছে, আগামী 26 জানুয়ারি মাওবাদী সংগঠন নাশকতা চালাতে পারে ঝাড়গ্রাম, খড়গপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া রেলস্টেশনে । তার জন্য রেল পুলিশ-সহ রাজ্য পুলিশকেও তৎপর থাকতে বলা হয়েছে ।

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.