বংশীহারী, 23 জানুয়ারি : বুনিয়াদপুর পৌরসভার সবক'টি ওয়ার্ডই এল তৃণমূলের দখলে । পৌরসভার 12 নম্বর ওয়ার্ডটি বিজেপির দখলে ছিল । গত পৌরভোটে এখানে প্রচুর ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়েছিল বিজেপি । তবে রবিবার তা হাতছাড়া হল গেরুয়া শিবিরের । এখানকার 250টি বিজেপি পরিবার এদিন যোগ দিলেন তৃণমূলে (Buniadpur Municipality wards are under Trinamool Congress control) ।
12 নম্বর ওয়ার্ড অর্থাৎ থিঙ্গুর এলাকায় রবিবার তৃণমূলের পক্ষ থেকে একটি সভার ব্যবস্থা করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু এবং এলাকার তৃণমূল কর্মীরা । নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে থিঙ্গুর জুনিয়র ইস্কুলে আয়োজিত এই সভায় এলাকার 250টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল । ফলে পৌরসভার সমস্ত ওয়ার্ডই দখলে এল তৃণমূল কংগ্রেসের ।
বুনিয়াদপুর পৌরসভা গঠিত হওয়ার পর প্রায় সাড়ে চার বছর একমাত্র 12 নম্বর ওয়ার্ড বিজেপির দখলে ছিল । রবিবার বিকেলে এলাকার জুনিয়র হাইস্কুলের মাঠে মূলত এলাকার রাস্তাঘাট-সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য সভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে । পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু-সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন । এই ওয়ার্ডে সমস্ত রকমের উন্নতির আশ্বাস আগেই দিয়েছিলেন চেয়ারম্যান অখিল বর্মন । এদিন সন্ধ্যা নামতেই ওয়ার্ডের 205টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল । স্বাভাবিকভাবেই খুশি ঘাসফুল শিবির ।
ওয়ার্ডের বাসিন্দা প্রতাপচন্দ্র সরকার জানান, মূলত এই ওয়ার্ডের পাহানপাড়ার সব লোকজন এলাকায় উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করল । আগে এরা সবাই বিজেপিতে ছিলেন । চেয়ারম্যান অখিল বর্মন বলেন, “গত পৌরসভার নির্বাচনে হেরেছিলাম এখানে । সেইসময় মূলত এই পাহানপাড়ার ভোট আমরা পাইনি । আজ এখানকার সমস্ত বাসিন্দা তৃণমূলে যোগদান করলেন । আমরা খুশি ।”
আরও পড়ুন : কোনও বিতর্ক নেই, শান্তনু প্রসঙ্গে সাবধানী সুকান্ত