আহমেদাবাদ, 12জুন : ভারত-পাকিস্তান সীমান্তপরিস্থিতি খতিয়ে দেখতে দুইদিনের সফরে BSF প্রধান এস এস দেসওয়াল ।
গুজরাতেরকচ জেলার পাকিস্তান সীমান্ত রয়েছে । সেখানে পরিস্থিতি এখন কেমন তাই মূলত খতিয়েদেখবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ডিরেক্টর জেনেরাল এস এস দেসওয়াল ।মার্চ মাসে ডিরেক্টর জেনেরালের দায়িত্বে নিযুক্ত হন তিনি । তারপর এই প্রথম কচেযাচ্ছেন ।
গতকালভূজে পৌঁছান দেসওয়াল । সেখানে BSF –র উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । BSF ইন্সপেক্টর জেনেরাল জি এস মালিক, কচ-পশ্চিম SP সৌরভ তলাম্বিয়া এবং ভূজ সেনার একাধিকআধিকারিক বৈঠকে অংশ নেন । BSF জওয়ানদেরসঙ্গেও কথা বলেন BSF প্রধান।
আজআন্তর্জাতিক সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখছেন দেসওয়াল । সেখানে নিরাপত্তাকেমন, তাপর্যালোচনা করবেন তিনি ।
ভারত-পাকিস্তানেরএই সীমান্ত অঞ্চল সংবেদনশীল । এর আগে এখানে পাকিস্তানি মৎস্যজীবীদের গ্রেপ্তারকরেছিল BSF । এবং বেশ কয়েকটি পরিত্যক্ত নৌকাকে বাজেয়াপ্ত করেছিল ।