ETV Bharat / briefs

ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ থেকে উদ্ধার 3 লাখ টাকার ব্রাউন সুগার - উদ্ধার ব্রাউন সুগার

ভারত- ভুটান সীমান্তের জয়গাঁ থেকে উদ্ধার 300 গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজারমূল্য 3 লাখ টাকা । গ্রেপ্তার 3 মাদক পাচারকারী ।

Arrest brown sugar smuggler
Arrest brown sugar smuggler
author img

By

Published : Sep 14, 2020, 10:40 PM IST

আলিপুরদুয়ার, 14 সেপ্টেম্বর : ভুটানে পাচারের আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভারত-ভুটান সীমান্ত থেকে উদ্ধার 300 গ্রাম ব্রাউন সুগার । পুলিশের জালে গ্রেপ্তার তিন মাদক পাচারকারী ।

রবিবার গভীর রাতে মেচিয়াবস্তির বাসিন্দা মজিবুল ইসলামের বাড়িতে অভিযান চালায় জয়গাঁ থানার পুলিশ । 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় 3 লাখ টাকা । মজিবুল ইসলাম, রফিকুল মিঞা ও ভগীরথ বর্মনকে গ্ৰেপ্তার করে পুলিশ।

জয়গাঁ থানার OC দিপঙ্কর সাহা জানিয়েছেন সোমবার অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে । গত ছয় মাসে এই এলাকায় তিনটি ব্রাউন সুগার পাচারের ঘটনা সামনে এসেছে । তিনটি পাচারের ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আলিপুরদুয়ার, 14 সেপ্টেম্বর : ভুটানে পাচারের আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভারত-ভুটান সীমান্ত থেকে উদ্ধার 300 গ্রাম ব্রাউন সুগার । পুলিশের জালে গ্রেপ্তার তিন মাদক পাচারকারী ।

রবিবার গভীর রাতে মেচিয়াবস্তির বাসিন্দা মজিবুল ইসলামের বাড়িতে অভিযান চালায় জয়গাঁ থানার পুলিশ । 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় 3 লাখ টাকা । মজিবুল ইসলাম, রফিকুল মিঞা ও ভগীরথ বর্মনকে গ্ৰেপ্তার করে পুলিশ।

জয়গাঁ থানার OC দিপঙ্কর সাহা জানিয়েছেন সোমবার অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে । গত ছয় মাসে এই এলাকায় তিনটি ব্রাউন সুগার পাচারের ঘটনা সামনে এসেছে । তিনটি পাচারের ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.