কলকাতা, 9 সেপ্টেম্বর : হস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাসও হয়নি । সেই একই হস্টেলে এক যুবকের বিরুদ্ধে প্রকাশ্যে হস্তমৈথুনের অভিযোগ উঠল। বুধবার রাতের এই ঘটনা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের। এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
13 অগাস্ট কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের সংগঠন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, হস্টেলের এক ছাত্রী হাসপাতালের চিকিৎসকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় । এই অভিযোগের ভিত্তিতে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে ওইদিন বেশ কয়েকটি দাবি পেশ করেছিল সংগঠন । অবিলম্বে কলেজ স্তরে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে গোটা বিষয়টি দ্রুত খতিয়ে দেখার দাবি জানানো হয় । তদন্ত কমিটিতে গোপন শক্তির প্রভাব খাটানো কোনওভাবেই সহ্য করা হবে না । পুলিশের কাছে ওই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছিল এই সংগঠন ।
এই অভিযোগ ওঠার পর এক মাসও পার হয়নি । 8 সেপ্টেম্বর রাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই একই হস্টেলে এক যুবকের বিরুদ্ধে প্রকাশ্যে হস্তমৈথুনের অভিযোগ উঠল । ওই হস্টেলের থার্ড ফ্লোরে অভিযুক্ত ওই যুবক প্রকাশ্যে হস্তমৈথুন করছিল বলে অভিযোগ । হস্টেলের ওই ফ্লোরে বিভিন্ন বর্ষের মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা থাকেন । যুবককে ওই পরিস্থিতিতে দেখে ফ্লোরের কয়েকজন মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক চিৎকার করে ওঠেন । অভিযুক্ত ওই যুবক তখন লিফটে ওঠার চেষ্টা করে । লিফটের কাছে তখন এক মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক ফোনে কথা বলছিলেন । ওই যুবক এই মহিলা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসককে জোর করে লিফটের ভিতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ।
চিৎকার করেন ওই চিকিৎসক । অন্য চিকিৎসকরা তাঁকে ওই যুবকের কবল থেকে উদ্ধার করেন । খবর দেওয়া হয় পুলিশে । এই ঘটনায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই যুবককে পুলিশ নিয়ে গিয়েছে । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করেছেন এক মহিলা ট্রেনি চিকিৎসক ।
তবে গতরাতে ওই যুবক কীভাবে ওই হস্টেলের থার্ড ফ্লোরে পৌঁছাল । তার পরিচয় কী । এইসব অভিযোগের ভিত্তিতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি ।