ETV Bharat / briefs

স্পিকার নির্বাচিত ওম বিড়লা, সমর্থন তৃণমূলেরও - BJP

সর্বসম্মতভাবে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা । তাঁর নির্বাচনকে সমর্থন করে তৃণমূল কংগ্রেস ।

ওম বিড়লা
author img

By

Published : Jun 19, 2019, 11:54 AM IST

Updated : Jun 19, 2019, 1:26 PM IST

দিল্লি, 19 জুন : সর্বসম্মতভাবে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা । আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পর ওম বিড়লাকে স্পিকারের চেয়ার পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "ওম বিড়লার রাজনীতির মূল বিষয় হল জনসেবা । উনি অত্যন্ত দায়িত্ববান নেতা ।"

বর্ষীয়ান রাজনীতিবিদ ওম বিড়লা দীর্ঘদিন ধরে BJP-র সঙ্গে যুক্ত । তিনি 1987 থেকে 1991 সাল পর্যন্ত রাজস্থানের কোটার ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি ছিলেন । পরে 6 বছর রাজস্থানের ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছিলেন । 1997 সাল থেকে 2003 পর্যন্ত ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি ছিলেন । 2003 সালে প্রথম বিধানসভা নির্বাচনে জেতেন ওম বিড়লা । পরের দুটি বিধানসভা নির্বাচনেও নিজের আসন ধরে রাখেন । 2014 সালে কোটা থেকে তাঁকে টিকিট দেয় BJP । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও কোটা থেকে জয়লাভ করেন । এরপর থেকে স্পিকার হিসেবে অমিত শাহ ঘনিষ্ঠ এই রাজনীতিবিদের নাম শোনা যাচ্ছিল ।

এই সংক্রান্ত আরও খবর : লোকসভার স্পিকার হতে পারেন ওম বিড়লা, কে তিনি ?

আজ বাদল অধিবেশনের তৃতীয় দিনের শুরুতেই প্রধানমন্ত্রী সহ 13 জন তাঁকে স্পিকার পদে নির্বাচনের প্রস্তাব দেন । লোকসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রীর প্রস্তাবটি গৃহীত হয় । তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দল, DMK তাঁর নির্বাচনকে সমর্থন করেন । ধ্বনি ভোটে ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হন ।

এই সংক্রান্ত আরও খবর : সর্বদলীয় বৈঠকে হাজির থাকব না, চিঠি মমতার

দিল্লি, 19 জুন : সর্বসম্মতভাবে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা । আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পর ওম বিড়লাকে স্পিকারের চেয়ার পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "ওম বিড়লার রাজনীতির মূল বিষয় হল জনসেবা । উনি অত্যন্ত দায়িত্ববান নেতা ।"

বর্ষীয়ান রাজনীতিবিদ ওম বিড়লা দীর্ঘদিন ধরে BJP-র সঙ্গে যুক্ত । তিনি 1987 থেকে 1991 সাল পর্যন্ত রাজস্থানের কোটার ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি ছিলেন । পরে 6 বছর রাজস্থানের ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছিলেন । 1997 সাল থেকে 2003 পর্যন্ত ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সহ-সভাপতি ছিলেন । 2003 সালে প্রথম বিধানসভা নির্বাচনে জেতেন ওম বিড়লা । পরের দুটি বিধানসভা নির্বাচনেও নিজের আসন ধরে রাখেন । 2014 সালে কোটা থেকে তাঁকে টিকিট দেয় BJP । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও কোটা থেকে জয়লাভ করেন । এরপর থেকে স্পিকার হিসেবে অমিত শাহ ঘনিষ্ঠ এই রাজনীতিবিদের নাম শোনা যাচ্ছিল ।

এই সংক্রান্ত আরও খবর : লোকসভার স্পিকার হতে পারেন ওম বিড়লা, কে তিনি ?

আজ বাদল অধিবেশনের তৃতীয় দিনের শুরুতেই প্রধানমন্ত্রী সহ 13 জন তাঁকে স্পিকার পদে নির্বাচনের প্রস্তাব দেন । লোকসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রীর প্রস্তাবটি গৃহীত হয় । তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দল, DMK তাঁর নির্বাচনকে সমর্থন করেন । ধ্বনি ভোটে ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হন ।

এই সংক্রান্ত আরও খবর : সর্বদলীয় বৈঠকে হাজির থাকব না, চিঠি মমতার

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Beijing, China - June 19, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Screenshot of Chinese President Xi Jinping's signed article on Democratic People's Republic of Korea (DPRK) state newspaper Rodong Sinmun
FILE: Pyongyang, DPRK - April 11, 2019 (CCTV - No access Chinese mainland)
2. Various of national flags of DPRK, flags of Workers' Party of Korea near Arch of Triumph
FILE: Pyongyang, DPRK - April 4, 2019 (CCTV - No access Chinese mainland)
3. People gathering at China-DPRK Friendship Tower
4. Various of pentagram sign, Korean inscription on China-DPRK Friendship Tower
FILE: Pyongyang, DPRK - April 15, 2019 (CCTV - No access Chinese mainland)
5. Mansudae Assembly Hall
6. People, statues of Kim Il Sung, Kim Jong Il on Mansu Hill
7. People, portraits of Kim Il Sung, Kim Jong Il
FILE: Pyongyang, DPRK - April 11, 2019 (CCTV - No access Chinese mainland)
8. Kim Il Sung Square
9. Building of Ministry of External Economic Relations
10. National flag of DPRK on top of building
11. Grand People's Study House
A signed article by Chinese President Xi Jinping was published Wednesday in the state newspaper Rodong Sinmun of the Democratic People's Republic of Korea (DPRK) ahead of his state visit to the East Asian country on June 20-21.
In the article, Xi says China supports DPRK's "correct direction" in politically resolving issues on the Korean Peninsula. China is willing to strengthen strategic communication with the DPRK, he notes, adding the two countries will expand and develop relations in civilian sectors, including education, culture, sports, tourism, youth and rural areas.
This will be the first visit to the DPRK by the top leader of the Communist Party of China (CPC) and China's head of state in 14 years, and also General Secretary Xi's first visit to the country since the 18th CPC National Congress in 2012. The visit also comes on the occasion of the 70th anniversary of the establishment of China-DPRK diplomatic ties.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
Last Updated : Jun 19, 2019, 1:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.