কলকাতা, 15 মে : "আমি ক্ষমা চাইব না । এই মামলা লড়তে চাই ।" আলিপুর সংশোধনাগার থেকে বেরিয়ে বললেন BJP যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মা ।
মমতা ব্যানার্জির MEME পোস্ট করায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের হয় । গ্রেপ্তার করে পুলিশ । 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত । এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান প্রিয়াঙ্কার আইনজীবী । গতকাল জামিন মঞ্জুর হয় তাঁর । অভিযোগ, তারপরও প্রায় 18 ঘণ্টা আটকে রাখা হয় জেলে । এনিয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট ।
পরে সংশোধনাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা । তিনি বলেন, "গতকালই জামিন পেয়েছিলাম । 18 ঘণ্টা পর আমাকে ছাড়া হল । আমার আইনজীবী ও পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি ।" তিনি আরও বলেন, "আমি কোনও ভুল কাজ করিনি । তাই ক্ষমাও চাইব না ।" প্রিয়াঙ্কার দাবি, সংশোধনাগারে তাঁর উপর অত্যাচার করা হয়েছে ।