ETV Bharat / briefs

জেলে অত্যাচার হয়েছে, তবু আমি ক্ষমা চাইব না : প্রিয়াঙ্কা শর্মা - mamata

কোনও ভুল করিনি । তাই, আমি ক্ষমা চাইব না । বললেন BJP যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মা

প্রিয়াঙ্কা শর্মা
author img

By

Published : May 15, 2019, 12:37 PM IST

কলকাতা, 15 মে : "আমি ক্ষমা চাইব না । এই মামলা লড়তে চাই ।" আলিপুর সংশোধনাগার থেকে বেরিয়ে বললেন BJP যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মা ।

মমতা ব্যানার্জির MEME পোস্ট করায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের হয় । গ্রেপ্তার করে পুলিশ । 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত । এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান প্রিয়াঙ্কার আইনজীবী । গতকাল জামিন মঞ্জুর হয় তাঁর । অভিযোগ, তারপরও প্রায় 18 ঘণ্টা আটকে রাখা হয় জেলে । এনিয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট ।

পরে সংশোধনাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা । তিনি বলেন, "গতকালই জামিন পেয়েছিলাম । 18 ঘণ্টা পর আমাকে ছাড়া হল । আমার আইনজীবী ও পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি ।" তিনি আরও বলেন, "আমি কোনও ভুল কাজ করিনি । তাই ক্ষমাও চাইব না ।" প্রিয়াঙ্কার দাবি, সংশোধনাগারে তাঁর উপর অত্যাচার করা হয়েছে ।

কলকাতা, 15 মে : "আমি ক্ষমা চাইব না । এই মামলা লড়তে চাই ।" আলিপুর সংশোধনাগার থেকে বেরিয়ে বললেন BJP যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মা ।

মমতা ব্যানার্জির MEME পোস্ট করায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের হয় । গ্রেপ্তার করে পুলিশ । 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত । এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান প্রিয়াঙ্কার আইনজীবী । গতকাল জামিন মঞ্জুর হয় তাঁর । অভিযোগ, তারপরও প্রায় 18 ঘণ্টা আটকে রাখা হয় জেলে । এনিয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট ।

পরে সংশোধনাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রিয়াঙ্কা । তিনি বলেন, "গতকালই জামিন পেয়েছিলাম । 18 ঘণ্টা পর আমাকে ছাড়া হল । আমার আইনজীবী ও পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি ।" তিনি আরও বলেন, "আমি কোনও ভুল কাজ করিনি । তাই ক্ষমাও চাইব না ।" প্রিয়াঙ্কার দাবি, সংশোধনাগারে তাঁর উপর অত্যাচার করা হয়েছে ।

New Delhi, Apr 05 (ANI): Manipur-based senior journalist Nishikant Singh Sapam joined the Bharatiya Janata Party (BJP) in presence of Union Finance Minister Arun Jaitley in New Delhi on Friday. Soon after joining the party, Sapam said, "I met few Sangh people and found them wonderful. I follow Narendra Modi. BJP-led government has carried out lot of development works in northeast. Manipur fortune will change once Indian railways reaches there. I will try to work for the people of this country through politics. My plan is not to fight elections as for now. I am in the right party to do right work."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.