হাওড়া, 30 এপ্রিল : বালিতে BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় তিন BJP কর্মীকে বেলুড় স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে।
গতকাল ব্যানার লাগানোর সময় BJP কর্মীদের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ । জখম হন তিন BJP কর্মী । জখম কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপরই বালি থানায় বিক্ষোভ দেখান BJP কর্মীরা । তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবি জানায় তাঁরা । পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে।
এদিকে তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ, BJP কর্মীরা তাদের পতাকা ও ব্যানার ছেঁড়া চেষ্টা করছিল । তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নামেও গালিগালাজ করছিল । সেই সময় হাওড়ার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তাদের বাধা দেওয়ায় তাকে গুলি করার হুমকি দেওয়া হয় । স্থানীয় BJP নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের অভিযোগ সাজানো । BJP কর্মীরা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।