ETV Bharat / briefs

বিধানসভায় "হিরো" লোকসভায় "জ়িরো" কংগ্রেস, রাজস্থানে BJP 25-এ 25 - counting

25 আসন বিশিষ্ট লোকসভায় সবকটি আসনই দখল রাখতে পেরেছে BJP । কংগ্রেসের ঝুলি শূন্য । এর মধ্যে একাধিক আসনে জয় এসেছে 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে । সবথেকে বেশি মার্জিনে জিতেছেন সুভাষ চন্দ্র বাহেরিয়া ।

রাজস্থানে BJP 25-এ 25
author img

By

Published : May 23, 2019, 4:40 PM IST

জয়পুর, 23 মে : 17 ডিসেম্বর 2018 । রাজস্থানের মসনদে বসলেন অশোক গেহলট । কাট টু 23 মে 2019 । সময়ের ফারাক মাত্র 6 মাস । হারানো গৌরব ফিরে পেল BJP । ধুয়ে-মুছে সাফ কংগ্রেস ।

200 আসন বিশিষ্ট বিধানসভায় তারুণ্যের জয়গান গেয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস । মুখ্যমন্ত্রী করা হয়েছিল অশোক গেহলটকে । বসুন্ধরা রাজে হার মেনেও জমি ছাড়তে রাজি ছিলেন না । এরপর একের পর এক মিছিল মিটিং শুরু করে BJP নেতৃত্ব । সংগঠন বাড়াতে থাকে স্তরে স্তরে । ফল মিলল হাতে নাতে । মাত্র 6 মাসের মাথায় ।

25 আসন বিশিষ্ট লোকসভায় 25টি আসনই দখল রাখতে পেরেছে BJP । কংগ্রেসের ঝুলি শূন্য । এর মধ্যে একাধিক আসনে জয় এসেছে 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে । সবথেকে বেশি মার্জিনে জিতেছেন সুভাষ চন্দ্র বাহেরিয়া । বিলওয়ারা আসন থেকে তিনি জয়ী হয়েছেন 6 লাখ 10 হাজার 920 ভোটে ।

রাজস্থানের ফলে খুশি BJP নেতৃত্ব । কংগ্রেস নেতারা বলছেন, "আবার শুরু থেকে লড়াই করতে হবে ।"

New Delhi, May 23 (ANI): As counting of votes has begun for Lok Sabha seats, veteran actor Anupam Kher made a statement that India's future will shine with the results. As per his latest tweet, Kher posted, "Today, the future of India will shine even brighter on this festival of democracy. Jai Ho". Kirron Kher is Bharatiya Janata Party (BJP) candidate from Chandigarh parliamentary constituency. Anupam Kher held extensive election rallies in Chandigarh, while campaigning for his wife, who is fighting against former Railway Minister Pawan Kumar Bansal of the Congress party. Kirron, the actor-turned-politician, won the Chandigarh seat with a whopping 1,91,362 votes in 2014 general elections against Congress rival Bansal, whom she defeated by nearly 70,000 votes.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.